বিশেষ আর্টিক্যাল

অল্প Ram এবং অল্প Graphic এ Game খেলা!!!

অল্প Ram এবং অল্প Graphic এর কম্পিউটার ব্যবহারকারীরা গমে খেলতে গিয়ে প্রায় সমস্যায় পরেন। তবে প্রযুক্তি এর কারণে সেই সমস্যা তাও কমে গেছে। নিচের দুটি software রে আমি তা দেখিয়ে দিব.
1.3D Analyzer version 2.36
2.Game booster 3

1.3D Analyzer version 2.36 কম Graphic থাকায় Game এর Effect কমিয়ে কম Grahpic এ চলার জন্য সুবিদা করে দেয়.
2.Game booster 3 কম্পিউটার এর সকল কাজের মাত্র কমিয়ে নিয়ে আসে এবং Selected Game এর চলার জান্ন Ram এনে দেয়. Game defragment , Registry cleaning  এর জন্য এটা খারাপ না.
আশা করি আপনাদের ভলো লাগবে……

Game booster 3 Install অন্যান্য Software এর মতই সহজ. Software টি Install করে  Tools এ গিয়ে Defrag, Tweak ,Drivers Optimize করুন .আবার Gamebox এ গিয়ে Game Select করে Game চালনা করুন.আশা করি সাহায্য করতে পেরেছি  .
3D Analyzer version 2.36 Unzip করুন নির্দিষ্ট স্থানে .Software Open করার পর  Game Select  করুন. Performance কমিয়ে দিন .বুজে শুনে Uncheck করবেন .কারণ আপনি আপনার গমে এর পার্ফমানস কমছেন.তারপর Run করুন।

পোর্টেবল ফাইল জয়েনার দিয়ে কয়েকটা পার্ট একত্রিত করুন

আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট একটি সফটওয়্যার। আমরা যখন বড় কোনো ফাইল ডাউনলোড করি তখন কয়েকটা পার্ট হয়ে তা আসে। তাই আমাদের তা একত্রে করা প্রয়োজন হয় তা আমরা সবাই জানি। কিন্তু তা একত্রে করতে আমরা মাঝে মধ্যে সমস্যায় পরি তাই আজকে আমার এই ছোট্ট পোষ্টটি আপনাদের জন্য।

নকিয়া মোবাইল ব্যবহারকারী দের জন্য (ছোট্ট একটা কৌশল )


সিম খুলতে-লাগাতে আমাদের প্রায়ই মোবাইলের ব্যাটারী খুলতে হয় । আবার আমরা যখন মোবাইল অন করি তখন মোবাইলের ডেট-টাইম ঠিক করতে হয় । এজন্য আবার কষ্ট করে ঘড়ি-ক্যালেন্ডারের দিকে তাকাতে হয় । কিন্তু এখন আর কষ্ট করা লাগবে না ।

আপনার মোবাইল “Settings” এর “Date and time” অপশনে যান । এখন “Auto-update of time” এর অপশনে “Confirm first” করে দিন 


এবার মোবাইলের ব্যাটারী খুলে-লাগিয়ে মোবাইল অন করুন । ডেট-টাইম ঠিক করার অপশন গুলো আসবে । কিছু করবেন না । কিছুক্ষন পর দেখবেন “Update your time” নামে অপশন আসবে । “Ok” দিন ।

দেখবেন মোবাইলের ডেট-টাইম ঠিক হয়ে গেছে… 

আপনার কম্পিউটারে ইউএসবি পোর্ট ব্যবহার করে কেউ কিছু চুরি করতে পারবে না

আজ আপনাদের জন্য আরেকটি দরকারী সফটওয়্যার নিয়ে এসেছি। সফটওয়্যারটির নাম USB Write Protector। বর্তমানে ইউএসবি পোর্ট এর ব্যবহার সহজলভ্য হয়ে যাওয়ায় ডাটা চুরি এখন কোন ব্যপারই না। যে কেউ ইউএসবি পোর্ট ব্যবহার করে সহজেই গুরুত্বপূর্ণ ডাটা চুরি করে নিতে পারে। তাই এ কাজে আমার আজকের এই সফটওয়্যারটি কাজে দেবে। সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের ইউএসবি পোর্টকে রিড অনলি করে রাখতে পারবেন।
যার মানে হচ্ছে যে কেউ চাইলেই আপনার কম্পিউটারে তার পেন ড্রাইভ হতে যে কোন কিছু কপি দিতে পারবে, কিন্তু কোন কিছু কপি করে নিতে পারবে না। তাই এক্ষুনি ডাউনলোড করে ফেলুন সফটওয়্যারটি আর আপনার কম্পিউটার হতে অবৈধ কপি করা বন্ধ করুন।

এলার্ট পে এখন বাংলাদেশে।

আজ আপনাদের একটা জব্বর খবর দিতে চলেছি। তা হল ALERTPAY এখন বাংলাদেশে। এ বিষয়ে ইউটিউবে একটি ভিডিত্ত পোস্ট করা হয়েছে এলার্ট পে বিজনেস ম্যানেজার  ক্রিস টিসদল  বার্তা দিয়ে।ভিডিও টি দেখুন:
 http://www.youtube.com/watch?v=VT27DbgVvrg
এ নিয়ে বাংলাদেশী একটি প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। BASIS Soft Expo 2012, Booth No. M4. এ আজ এর সিস্টেম এডমিন তানভীর আহমেদের সাথে কথা বলা হলে তিনি আশা ব্যক্ত করেন এভাবে ” বাংলাদেশে অনেকেই আছেন যারা তাদের এলার্ট পে ডলার নিয়ে আসতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। আমরা বিদেশ থেকে কাজ করে উপার্জিত টাকা সরাসরি  ব্যাংক অ্যাকাউন্ট এ জমা করার জন্য সাহায্য সহযোগিতা করতে চাই অত্যন্ত স্বল্প খরচে।” ব্যাংক থেকে টাকা উত্তোলন করার জন্য মাত্র ২৪০ টাকা খরচ হবে প্রতিবারে। আর এলার্ট পে পিপেইড ডেবিট কার্ডে জমা করার জন্য মাত্র ১ ডলার খরচ হবে এবং এলার্ট পে একাউন্ট এ টাকা জমা করতে ২.৫% + ০.২৫ ডলার ব্যয় হবে প্রতিবারে।  এখন এলার্ট পে  www.alertpay.com/bangladesh  বাংলাদেশের নাম সারা বিশ্বে অনলাইন জগতে নতুন মাত্রা সংযোজন করেছে। এ নিয়ে সকলেই ফেসবুকে বিভিন্ন গ্রুপে উচ্ছাস প্রকাশ করে নানা মন্তব্য করছেন। এলার্ট পের পরে পেপালের অপেক্ষায় বাংলাদেশ। বাংলাদেশে এলার্ট পে কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে Casada Technology Bangladesh Ltd.
BASIS Soft Expo 2012, Booth No. M4 এর কিছু ছবি Chris Tisdall. এর সঙ্গে
 

ভাইরাস থেকে চিরমুক্তি /চেনার উপায় /এন্টি ভাইরাস লাগে না

আমি আপনাদের শিখাবো কিভাবে এন্টিভাইরাস ছাড়া ভাইরাস চেনা যায় এবং এর থেকে রক্ষা পাওয়া যায়। তার আগে নিচের ছবিটি দেখুন
ছবি
এবার শুরু করা যাক
১। সর্ব প্রথম আপনি উইন্ডোজ সেট আপ করুন। তারপরে কোন কিছু সেট আপ না করে মাই ডকুমেন্ট খুলুন কমান্ড দিন -টুলস-ফোর্ডার অপশন- এখান থেকে ভিউ এ ক্লিক করে শো হিডেন টিক তুলে নিচে আমার ছবির মত করে টিক তুলে দিন । ছবি
ওকে করুন।
2। এবার মাই কম্পিউটার ওপেন করুন(এক্সাপ্লোরার এর সাহায্যে) ভুল করেো কোন ড্রাইভে ডবল ক্লিক করবেন না। আমার ছবি দেখুন ছবি
এবার প্রত্যেক ড্রাইভের আগে + চিহ্ন এর আগে ক্লিক করুন এবং দেখুন কোন অটোরান আইএনএফ আছে কিনা বা কোন ইএক্সই ফাইল আছে কিনা যদি থাকে তবে সাবধানে তা ডিলিট করে দিন।(এখন আপনি প্র্রশ্ন করতে পারেন যে কি ভাবে বুঝবো ভাইরাস) আমার উপরের ছবি দেখুন আর সিস্টেম ভলিউম বা রিসাইকেল বাদে তবে পেন ড্রাইভ এর ‍ভিতরের রিসাইকেল ফোল্ডার ডিলিট করবেন কিন্তু কোন ড্রাইভের ভিতরের রিসাইকেল মুছা যাবে না । এবার ভাল কোন এন্টিভাইরাস সেট আপ করে পুরা কম্পিউটার স্কেন দিন তারপরে যা ভাইরাস পাবে তা ডিলিট করে দিণ। (এভাস্ট এন্টি ভাইরাস অনেক ভাল কাজ করে। )যেই যেই সফট এ ভাইরাস তা পুরাপুরি ডিলিট করে দিন। এখন প্রশ্ন হলো তাহলো আমি কিভাবে আমার সফট ব্যাক আপ রাখবো । এর জন্য নিরো রাইটার সফট খুব ভাল কাজ করে । যা কিনা আপনি কোন দিনও কল্পনা করতে পারবেন না। এবার আপনার প্রয়োজনীয় সফঠ সেটআপ করুন। পেন ড্রাইভ
ছবি
প্রবেশ করালে তা ছরি মত করে খুলুন এর পেন ড্রাইভ এর আগে + চিহ্ন এর আগে ক্লিক করুন এবং যে ফাইল গুলো অপ্রয়োজনীয় বা ভাইরাস বা আপনার অপ্রয়োজণীয় ফাইল তা ডিলিট করে দিন ভুলেও ডবল ক্লিক করবেন না।
এবার আসুণ আপনার সফট বেক আপ করার বুদ্ধি।

নিরো ৬.০ সেট আপ করুন রেজিষ্টার করুন। কমান্ড দিন স্টার্ট-অল প্রোগ্রাম ক্লিক করে নিরো আল্টা ক্লিক করে ডাটা বুডে রাইট করুন। এবার রাইট করার সময় রাইটাররের নাম না দিয়ে ইমেজ ড্রাইপ দেখান আমার ছবি ফলো করুন
ছবি
তারপরে বার্ন ক্লিক করুন সেভ চাইলে সেভ নেম দিয়ে ক্লিক করুন তারপরে শেষ হলে ওকে ক্লিক করে পরবর্তী কাজ সম্পাদান করুন ।
এবার কিভাবে আমার ইমেজ করা ফাইল দেখবোঃ আমার ছবি ফলো করুন ছবি
ছবি
 কন্টিনিউ করে ছবি ফলো করুন এবার দেখুন আপনার কম্পিউটারে দুটি সিডি/ডিভিডি ড্রাইভ এসেছে। আবার আপনার সেভ করা ইমেজ ফাইল এ ক্লিক করে ওপেন উইথ ক্লিন করে চুস প্রোগ্রাম তার পরে একটি বক্স আসবে তাতে ব্রাইজ এ ক্লিক করে C:\Program Files\Ahead\ImageDrive ক্লিক করে ইজেম ড্রাইভ এ ক্লিক করে ওপেন এ ক্লিক করুন অলওয়েজ এ ক্লিক করে ওকে ক্লিক করুন। এবার মাই কম্পিউটারের গিয়ে দেখুন আপনার ইমেজ ড্রাইভের সেই সফট দেখা যাচ্ছে এক কথায় কম্পিউটারমনে করছে যে আপনি একটি সিডি /ডিভিডি প্রবেশ করিয়েছেন। এবার কাজ করে সেই ড্রাইভের উপর রাইট বাটন ক্লিক করে ইজেক্ট দিন । আর এভাবেই চিরমুকিত্ পান ভাইরাস থেকে । পেন ড্রাইভ থেকে ভাইরাস যদি ডুকে তাহলে সে আপনার ড্রাইভের যদি ই এক্স ই না থাকে তাহলে ‍কিছু করতে পারবে না। শুধু মাত্র উইন্ডোজ এ প্রবেশ করবে । তবে সি ড্রাইভ লক্ করে রাখা যায় ডিপ ‍ফ্রিজ দ্বারা তবে তা পরে শিখাবো । তবে ফোল্ডারঅপশন শো করে রাখবেন তাহলে সব ড্রাইভ এর ফাইল(হিডেন ফাইল বা ভাইরাস) দেখা যাবে।

“ইন্টারেনেটের মাধ্যমে 100% টাকা আয়”$৬৩০.০০ (প্রতিমাস)

কোন প্রকার ইনভেস্ত ছাড়াই । প্রতি ক্লিকে $০.১০ (ইউএস ডলার)
মোট ১০ টি লিংকে ক্লিক করার জন্য $১.০০ প্রদান করা হবে ।
যারা ইন্টারেনেটের মাধ্যমে টাকা আয় করতে চান তাদের জন্য এখানে ধাপে ধাপে বিষয়টিকে যতটুকু পেরেছি সহজ ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি
Haa… আপনার কষ্টের দিন শেষ। এখন US $$$DOLLAR$$$
পকেটে পুরার সময় এসেছে।                                           
 সাইটটিতে রেজিস্ট্রেশন করুন http://bestbux.info/?r=biswaskamal
Registration Method:
1st Step
প্রথমেই ALERT PAY তে একাউন্ট করুন
2nd step:
এই http://bestbux.info/?r=sumon1588  লিংকটিতে ক্লিক করে অপেক্ষা করুন।
Register লেখাটিতে ক্লিক করুন। নিচের নির্দেশ অনুয়ায়ী Registration Form টি পুরন করুন:
All Fields Are Required
User name: এখানে আপনার একটি নাম লেখুন। (যেমন: onlinebd )
Password: এখানে একটি পাসওয়ার্ড লেখুন।
Confirm Pass: এখানে একটি পাসওয়ার্ডটি পুনরায় লেখুন।
Email Address: এখানে ইমেইল এড্রেস লেখুন। (চাইলে সবগুলো ইমেইল এড্রেস একই
লিখতে পারেন।)
Confirm Email: এখানে পুনরায় ইমেইল এড্রেসটি লেখুন।
Alertpay E-mail: এখানে অবশ্যই Alertpay তে যে ইমেইল এড্রেসটি দিয়েছেনসেটি লেখুন।
Country: এই বক্সটিতে ক্লিক করে আমাদের দেশের কাছাকাছি কোন দেশের নাম সিলেক্ট করুন। (যেমন: INDIA)
Referrer: bdpay [প্রথম বারের মত আপনি আমাকে Referrer হিসেবে উল্লেখ করবেন বক্সটিতে আমার Referrer আইডিটিলিখে দিয়ে। যখন আপনার রেফারেন্সে কেউ এই BESTBUX সাইটে একাউন্ট করবে তখন আপিন তাকে আপনার Referrer আইডিটি Referrer হিসেবে দিতে বলবেন।
যেহেতু এটি Referrer প্রোগ্রাম তাই আপনার ব্যালেন্সটিও স্বাস্থ্যবান হবে। আমার মত আপনিও সর্বোচ্চ ২০টি References হতে পারবেন।
আপনার আয় বাড়াতে হলে অন্যেদরকে আপনার Reference-এ একাউন্ট করান। আপনি দৈনিক আপনার $১.০০ সহ বাকী ২০টি Reference এর জন্য $২০.০০ বোনাস পাবেনন। তাহলে সর্বমোট দাড়ালো – $১.০০+$২০.০০ = $২১.০০ (প্রতিদিন) x ৩০দিন
= $৬৩০.০০ (প্রতিমাস)

বয়স মাপার ক্যালকুলেটর

আজ আপনাদের জন্য জাভা এনএ্যাবল মোবাইলের মাত্র 3.59 কিলো বাইটের একটি দারুন এজ ক্যালকুলেটর নিয়ে আসলাম।

প্রথমে এখান থেকে সফটওয়ার টি আপনার জাভা মোবাইলে ডাউনলোড করুন এবং ইন্সটল করুন। এবার এটি ওপেন করুন, উপরের Birth Date এর জায়গায় আপনার জন্ম তারিখ প্রবেশ করান এবং Current Date এর স্থানে বর্তমান তারিখ দিন এখন option এ ক্লিক করে Calculate করুন তাহলে দেখবেন আপনার প্রকৃত বয়স দেখাচ্ছে। 

IDM 6.09 নিন crack এর ঝামেলা ছাড়া…………।



আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন IDM যা ক্রেকের ঝামেলা ছাড়া ইনষ্টল করুন। আশা করি সবাই কম বেশী IDM এর নাম শুনেছেন এবং ব্যাবহার করেন। IDM এর 6.09 ভার্শনটি আজকে নিয়ে আসলাম। ফাইলটির সাইজ ৫.৬ মেগা।আশা করি আপনাদের উপকার হবে।

উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের নতুন লগু

উইন্ডোজের নতুন লোগো নিয়ে অবশেষে মুখ খুলল মাইক্রোসফট। উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের জন্য প্রচলিত লোগোটিতে পরিবর্তন আনছে মাইক্রোসফট। ১৭ ফেব্রুয়ারি শুক্রবার মাইক্রোসফটের উইন্ডোজ ৮ নির্মাতা দল এ তথ্য দিয়েছে। নতুন লোগোটিতে কেবল একটি গাঢ় নীল রঙের ‘উইন্ডো’ থাকছে।
এদিকে উইন্ডোজের নতুন লোগো তৈরির পেছনে একটি মজার কাহিনি রয়েছে বলেই এক খবরে জানিয়েছে পিসি ম্যাগ। মেট্রো ইন্টারফেসের জন্য উইন্ডোজ ৮ নির্মাতা দল যখন লোগো নিয়ে কাজ করছিলেন, তখন এক কর্মকর্তা প্রশ্ন করে বসেন, ‘এর নাম যদি উইন্ডো হয়, তবে এতে ফ্ল্যাগ থাকবে কেন?’ আর তখনই নতুন লোগো তৈরির কাজ শুরু হয়।
মাইক্রোসফটের কর্মকর্তাদের পক্ষ থেকে জানানোর আগেই অবশ্য মাইক্রোসফট উইন্ডোজের এ লোগোটির ছবি ফাঁস হয়েছিল। মাইক্রোসফট কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ফাঁস হওয়া ছবির মতোই হচ্ছে নতুন লোগো।
একাধিক রঙের পতাকা ওড়া পরিচিত লোগোটির পরিবর্তন ঘটেছে। সেখানে এখন একরঙা, সোজাসাপ্টা চতুষ্কোণ একটি লোগো এসেছে। গাঢ় নীল রঙের এ লোগোটিতে তরঙ্গসদৃশ কোনো নকশাও নেই। আর নতুন লোগোটিতে কেবল একটি উইন্ডোই দেখা যাচ্ছে।
মাইক্রোসফটের নতুন এ লোগোটি উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমচালিত ট্যাবলেট ও উইন্ডোজ ফোনের মেট্রো ইন্টারফেসের সঙ্গে মানিয়ে যাবে বলেও জানিয়েছেন মাইক্রোসফটের কর্মকর্তারা। মেট্রো ইন্টারফেস হচ্ছে অনেকটাই উইন্ডোজ ৭-এ থাকা টাইলসভিত্তিক ইন্টারফেসের মতো। এ ইন্টারফেস ট্যাবলেটের জন্যও মানানসই। এ বছরের ২৯ ফেব্রুয়ারি উইন্ডোজ ৮ বাজারে আনতে পারে
মাইক্রোসফট।
তথ্য - প্রথম আলো

সকল ভিডিও কনভারটিং সফটওয়্যার একটি প্যাকেজে।

 আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি ভিডিও এডিটিং সফটওয়্যার।এই প্যাকেজে আপনি সবগুলো Xilisoft ভিডিও কনভার্টার পাবেন। নিচে স্ক্রিনশটের মাধ্যমে  কিভাবে ইন্সটল করবেন এবং ছোট একটি টিউটোরিয়াল দেয়া হল।

ডাউনলোড লিঙ্কঃ
http://www.mediafire.com/?0exug45e1yeql4d (৩৬ মেগাবাইট)

কিভাবে ইন্সটল করবেন?
ডাউনলোড করুন,  ক্সিলি.exe ফাইলটি রান করুন।
এখন নিচের টিউটোরিয়াল অনুসরণ করুনঃ






অথবা, How To Use Guide ফাইলটি পড়ুন…

আশা করি সবাই এই সফটওয়্যার থেকে উপকার পাবেন।

আপনার ক্যাসপারস্কাই এন্টিভাইরাসের মেয়াদ আর কখনও শেষ হবে না।



আমরা অনেকেই জানি ভাইরাস দূর করার জগতে Kaspersky Internet Security ২০১২ এক অন্য নাম। কিন্তু সফটওয়্যারটি ইন্সটল করার সময় License নিয়ে আমাদের নানা সমস্যায় পরতে হয়। তাছাড়া আমি আগের পোস্টগুলোতে দেখেছি, অন্যর সফটওয়্যারে Kaspersky Trial reset করতে Safe Mode বা Administrator যেতে হয়। কিন্তু এটি একটি জটিল পদ্ধতি আমি মনে করি, কিন্তু আমি আপনাকে সহজ পদ্ধতির মাধ্যমে বলবো কিভাবে Kaspersky Internet Security ২০১২ এর Trial License ৯১ দিনের Activate করে নিতে হয়।
কি অবাক হলেন? না অবাক হওয়ার কিছুই নেই, অবিশ্বাস্য হলেও সত্যি তাই আসুন দেখে নেই পদক্ষেপগুলো এক নজরে…
১. প্রথমে নীচের লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এর সাইজ মাত্র ৪ মেগাবাইট এর মত হবে।
{বিশেষ দ্রষ্টব্যঃ সফটওয়্যারটি ডাউনলোড করার আগে আপনার যদি কোন Antivirus Software Install করা থাকে তাহলে তা Disable করে নিন অথবা ভাল হয় যদি সেই Antivirus সফটওয়্যারটা Uninstall করেন তাহলে। আর যদি Kaspersky Internet Security আগের থেকে ইন্সটল করা থাকলে তাহলে আরো ভালো। Just Kaspersky উইন্ডো এনে Settings যান, তারপর General Settings যেয়ে Enable Protection এ টিক চিহ্ন উঠিয়ে দিন বা Unmark করে Ok তে ক্লিক করুন}
পদক্ষেপটি যদি অনুসরণ না করেন তাহলে সফটওয়্যারটি ডাউনলোড নাও হতে পারে। কারণ, এই সফটওয়্যারটি ডাউনলোড শেষে ডাউনলোডটি বাধাগ্রস্ত হয়ে আপনাকে ভাইরাস বা Malware দেখাবে। নিশ্চিন্তে থাকুন, সফটওয়্যারটিতে কোন ভাইরাস নাই ১০০% পরীক্ষিত । সফটওয়্যারটি একের অধিক মানে কোটি কোটি লোকজন ব্যবহার করছে বলেই ভাইরাস দেখায়।
২. তারপর পোর্টেবল এর মত সফটওয়্যারিট ক্লিক করে অপেন করুন ও কিছু সময় অপেক্ষা করুন।
{বিশেষ দ্রষ্টব্যঃ সফটওয়্যারটি ওপেন করার আগে আপনাকে অবশ্যই ২ টি কাজ করতে হবে। প্রথমত, আপনাকে Windows Desktop এ Kaspersky উইন্ডো এনে Settings যেতে হবে, তারপর পাশাপাশি লাইন এর ৪র্থ সিরিয়ালে Advanced Settings ক্লিক করুন, এরপর Self-Defense এ ক্লিক করে Enable Self-Defense এ টিক চিহ্ন উঠিয়ে বা unmark করে ফেলতে হবে। তারপর OK তে ক্লিক করে দিয়ে Kaspersky উইন্ডো ক্রস চিহ্ন ক্লিক বের হয়ে আসুন। দ্বিতীয়ত, আপনাকে Windows Desktop এর সবার নিচে যে টাস্কবার লাইনে Kaspersky icon আছে সেখানে ডান সাইডে ক্লিক করে exit এ ক্লিক করতে হবে}
৩. ব্যস সকল কাজ আপনার শেষ, তারপর আমার Trial Reset সফটওয়্যারটিতে Click To Proceed Button এ ক্লিক করুন। আপনার কম্পিউটারটি কিছুক্ষণ পরে স্বয়ংক্রিত ভাবে Restart হবে. তারপর Kaspersky উইন্ডোর নীচের ডান পাশে যে Manage License ক্লিক করে Activate the application এ আমার দেওয়া সফটওয়্যারটির মধ্যে যে সিরিয়াল নাম্বারটি আছে, তা বসান ওই বক্স এর ভিতরে।
ব্যস দেখুন মজা, ৯১ দিনের জন্য License Activate হয়ে যাবে। আসলেই মজার জিনিস তাই না।
তাহলে বার বার Kaspersky Internet Security license period 91 দিন শেষ হয়ে গেলে এই সফটওয়্যার পুনরায় ব্যবহার করে আবার ৯১ দিনের জন্য ব্যবহার করুন। ট্রায়াল রিসেটারটি ডাউনলোড করে নিন নিচের লিঙ্ক হতে

FACEBOOK, জিমেইল সহ যেকোন সাইটের একাধিক আইডিতে একই সাথে লগইন করার গোপন ট্রিকস।

 বর্তমানে যা দিন কাল পড়ছে, তাতে দেখা যায় যে বিভিন্ন প্রয়োজনে আমাদের একই সাইটে একাধিক একাউন্ট থাকে। যেমন ফেসবুক যারা নিয়মিত ব্যবহার করেন, তারা না বললেও আমি জানি, অবশ্যই তাদের একের অধিক আইডি আছে। আইডি বেশি থাকার কিছু সুবিধা আছে। কিন্তু সেই সুবিধা নিয়ে আমার এই পোস্ট নয়। আমার পোস্ট হলো এই একের অধিক আইডি থাকার কারনে যে অসুবিধা হয় তার একটা সমাধান দেয়া। সাধারনত আপনি একই সময়, একই ব্রাউজারে, একের অধিক আইডিতে লগইন থাকতে পারবেন না। কিন্তু লগইন থাকাতো দরকার। ঠিক আছে তাহলে নিচের পদ্ধতি অনুসরন করে সমস্যার সমাধান নিজেই করুন।
আমি এখানে শুধু মজিলা ফায়ারফক্স নিয়ে কথা বলব।
#     প্রথমে  একটা এ্যাড অন্স ইন্সটল করতে হবে আপনার মজিলাতে। যার নাম multifox.
#     এই লিংকে ক্লিক করুন। আপনার ব্রাউজারের ভার্সন অনুযায়ী প্রযোজ্য multifox ইন্সটল করুন।
#      আপনার Firefox টি  রিস্টার্ট দিন।
#          এখন আপনার প্রখম ফেসবুক আইডিতে লগইন করুন। আর যদি অলরেডি লগইন করেই থাকেন তাহলে পরবর্তি ধাপ অনুসরণ করুন।
#      আপনার দ্বিতীয় ফেসবুক আইডি তে লগইন করার জন্য নিউ ট্যাবে মাউসের রাইট ক্লিক করে “Open in a New Identity Profile”  বা File এ ক্লিক করে “New Identity Profile” এর মাঝে ক্লিক করুন।


OPEN MULTI FACEBOOK ID
#      নতুন একটি উইন্ড্রো খুলে যাবে। তাতে আপনি আবার ফেসবুক খুলে আপনার দ্বিতীয় আইডির ইমেইল, পাসওয়ার্ড দিয়ে ওপেন করুন আপনার দ্বিতীয় আইডি।
#      একই পদ্ধতি ফলো করে আপনি যত খুশি আইডি ওপেন করুন।
#      এইখানে একটা গোগন জিনিস। যদি আপনি আপনার এই আইডিগুলো হতে লগআউট না হয়ে Firefox বন্ধ করেন। তাহলে পরবর্তিতে যখন ফায়ারফক্স ওপেন করবেন তথন খেয়াল করে দেখবেন যে আপনার প্রথম উইন্ড্রোতে প্রথম ফেসবুক আইডি, দ্বিতীয় উইন্ড্রোতে দ্বিতীয় আইডি….. এই রকম ভাবে ওপেন হবে। কি মজার তাই না।
#      উপরের একই পদ্ধতি অনুসরন করে আপনি অন্যান্য যেকোন সাইটে একাধিক আইডি নিয়ে একই সাথে একই ব্রাউজারে লগইন করতে পারবেন।

কম্পিউটারে আপনি আপনার কন্ঠ (Voice) সরাসরি (Live) শুনতে চান তাহলে করে নিন

অনেকে জানেন আবার অনেকের কাছে হয়তো অজানা। তবে এটা সত্য যে আপনি আপনার Pc-কে ব্যবহার করে Live কনসার্ট করতে পারেন।আপনার যদি ভাল গানের গলা থেকে থাকে তবে ঘরোয়া কোন অনুষ্ঠানে, ছড়িয়ে দিতে পারেন আপনার সুর।
কি করে? আপনার কম্পিউটারকে অ্যাম্পিলিফায়ার হিসেবে ব্যবহার করে।

কিভাবে কম্পিউটারকে Amplifier হিসেবে ব্যবহার করা যায়?
এজন্য আপনার প্রয়জন-
#Speaker
#Microphone
#Converter (If any)
#Instruments (If any)
#& You
১। প্রথমে কম্পিউটারের Volume Option -এ Double Click করে Master Volume Control Open করুন । অথবা Run এ যেয়ে mmsys.cpl টাইপ করে Enter চাপুন। এরপর Advance -এ যান।

২।এরপর Option-এ যেয়ে Properties >Output(Mixer Device)/Playback >Check All Options বা  All Options-এ টিক চিন্হ দিন।


৩।তারপর পূনরায় Option-এ যেয়ে Advance Controls-এ টিক চিন্হ দিন। (চিত্রে দেখুন)

৪।এখন সকল Volume Option -এর Level বৃদ্ধি করুন এবং সকল Mute Off থেকে টিক চিন্হ তুলে দিন (Uncheck)।


৫।এরপর Advance Option-এ যেয়ে 1 Microphone Boost-এ টিক চিন্হ দিন। (চিত্রে দেখুন)


৬।এরপর Option-এ যেয়ে Properties >Input(Mixer Device)Recording – Check করুন।

পূনরায় সকল প্রক্র্রিয়া পরিক্ষা করুন এবং Speker-Microphone এর Connection যথাস্থানে লাগানো কি’না দেখুন।
স‌র্বশেষে আপনার কম্পিউটার Amplifier হিসেবে কাজ করছে ভাই।এখন মাইক্রোফোনে কথা বলার সাথে সাথে আপনি আপনার Voice, Live শুনতে পাবেন।
আমি Windows XP (Sp2) কে আদর্শ ধরে লিখেছি। Windows 7 এর ক্ষেত্রেও প্রায় এক। Windows 7 এর Users দের চিন্তার কারন নেই।
সাধারনত কম্পিউটারে Windows7 সেটআপ দেওয়ার পরে মাদারবোর্ডের Disc থেকে ড্রাইভারগুলো লোড দেওয়া হয় না। অবশ্য দেওয়ার প্রয়জনও নেই কারন, উইন্ডোজ 7 -এ ডিফল্ট হিসেবে কিছু ড্রাইভার লোড দেয়া থাকে।
তো এখন আপনি সরাসরি control panel থেকে Audio কনট্রোলের যে অপশনটি রয়েছে, সেটির ভিতরে যান এবং Master কনট্রোলের অপশনটি খুজে বের করুন। অথবা Run -এ গিয়ে mmsys.cpl টাইপ করে Enter প্রেস করুন। এর পরে advance অপশনে যেয়ে দেখুন।
যেহেতু  আমার লেখাগুলো এতক্ষন ধরে পড়েছেন, বাকি কাজ আপনাদের জন্য অনেক easy. চেষ্টা করলেই পারবেন। চিত্র দেখে নিন।
অথবা, মাদারবোর্ডের ড্রাইভারগুলো লোড দেয়া থাকলে টাস্কবার/কনট্রোল প্যানেল থেকে সেটিতে যান (যেমন আমার ক্ষেত্রে Realtek HD Audio Driver) এবং Mixer থেকে Mic ভলিউম+Rear pink in অর্থাৎ যেটিতে Microphone লাগাবেন, সেটির Mute off করে volume বাড়িয়ে দিন। না বুঝলে সবকয়টির ক্ষেত্রে করুন যেমনটি পোষ্টে বলেছি।
এগুলোর যেকোন একটি উপায় করলেই আশাকরি windows7 -এ কাজ হবে।
Live কনসার্ট এবং ইন্সট্রুমেন্ট যুক্ত করতে হলে আপনাকে ইন্সট্রুমেন্টের Driver Software Install করতে হবে। Instrument এবং Heavy Speaker System PC-তে যুক্ত করতে Converter –এর প্রয়জন পড়বে।ভালোমানের Soundcard–এরও প্রয়জন হবে। এ বিষয়ে বিস্থারিত লিখব অন্যকোন সময়ে। রাত হয়ে গেছে। আপনার PC, Amplifier হল কি’না জানাবেন। কোন সমস্যায় Helpline Experts-রা তো আছেনই।
Screen শট নেয়া ছবিগুলো Upload -এ সমস্যা হওয়ায় আপনাদের বোঝার সুবিধার জন্য মোবাইল দিয়ে ছবি তুলে দিয়েছি। ছবির Resolution খারাপ হওয়ার জন্য দু:ক্ষিত।
আর হ্যা, এতক্ষন যা করলেন তার বিপরীত অর্থাৎ টিকচিন্হগুলি তুলে দিয়ে আপনি আপনার কম্পিউটার পূনরায় Normal করতে পারেন। নতুবা Media File চালালে Sound কোয়ালিটি ভাল আসবে না। নয়েজ level বেড়েযাবে। আজ এপর্যন্ত।

আপনার মোবাইলের জন্য দূতগতির দারুন একটি ব্রাউজার।

আমরা সবাই মোবাইল ব্যবহার করে থাকি তা সত্য। তবে আমরা সাধারণত যাদের কম্পিউটার আছে তারা মোবাইলে নেট ইউস করি না বললে ভুল হবে। আমরা সবসময় কম্পিউটারের সামনে বা কম্পিউটার নিয়ে তো চলতে পারি না।  কিন্তু আমাদের প্রয়োজন সবসময় ইমেল আপডেড প্রয়োজন হয় তাছাড়া ও অন্য অনেক কিছুর আপডেড আমাদের প্রয়োজন হয়। তাই আমরা বেশীর ভাগই মোবাইল ইন্টারনেট ব্যবহারের জন্য ওপেরা মিনির আশ্রয় নিই। অনেক সময় অপেরার উপরও বিরক্ত লাগে, আবার একঘেয়েমিও লাগে। অনেক সময় দেখা যায় অপেরাতে একটা পেজ লোড হতেও অনেক সময় নেয়।আবার দেখা যায় অপেরার কিছু কিছু ভার্সন অনেক মোবাইলে চলে না।
এই সব কথা বিবেচনা করে আজ আমি আপনাদের মোবাইলের জন্য অন্যরকম একটি ব্রাউজারের সাথে পরিচয় করিয়ে দেবো। ব্রাউজারটির নাম  QQ  browser,

হয়ত অনেকেই এটি ব্যবহার করছেন বা চেনেন। কিন্তু যারা এখনো ব্যবহার করেননি তারা সত্যিই মিস করছেন অনেক কিছু। যারা এখনো ব্যবহার করেননি তাদের জন্যই আমার এই পোস্ট।
এই ব্রাউজারে পারফরমেন্স অপেরার চেয়ে কোন অংশে কম নয়। আমি তো এটাতেই ফেসবুক ইউজ করেই মজা পাই। খুব দ্রুত পেজ লোড হয়। যেকোন টেক্সট কপি করা যায় সহজেই। ফেসবুকের অনেক অপশন অপেরার কিছু কিছু ভার্সনে শো করে না বা কাজ করে না। কিন্তু এটাতে ফেসবুকের সব কিছুই ইজি ব্যবহার করা যায়।
ব্রাইউজারের কিছু সুবিধাবলী জেনে নিন।

* Added Download Manager to rapidly increase your download success rate.
* Added Independent Input function. Now your input history will be safely stored in the system.
* Added Confirmation Exit Message. Your current page will be saved for next viewing after you exit QQ Browser.
* Added fun splash screens to celebrate the holidays with you!
* Optimized login process and upgraded homepage

DOWNLOAD QQ BROWSER FOR UR MOBILE

Panda ইন্টারনেট সিকুরিটি ২০১২ ফর ১ বছরের

যে কয়টি ইন্টারনেট সিকুরিটি আছে,তাদের মধ্যে আমার মতে সবচেয়ে ভাল হচ্ছে Panda, এর অনেক গুন যা বলে শেষ করা যাবে না, আপনি হয়তো,অনেক অ্যান্টিভাইরাস ইউজ করেছেন, কোন টাতে  শান্তি পাননি ,তাহলে আমি বলবো এক বার এটা ইউজ করে দেখেন। আরো বেশি সাহস এবং শন্তি শালী:D ,নতুন এই ভার্সন-এ যা যা অ্যাড করা হইছে,দেখতে হলে এখানে ক্লিক করেন।
এটা ইন্সটল করতে চাইলে,আপনার সিস্টেম-এ যা যা থাকা দরকারঃ-
Processor: Pentium 300 MHz or faster.
RAM: 128 MB
 Hard disk: 265 MB free space.
OS: W7,Xp SP-3
ডাউনলোড করতে হলেঃ- এখানে ক্লিক করেন।
আর ১ বছরের জন্য কী টা পেতে হলেঃ এখানে ক্লিক করেন।

ফ্রী ডাউনলোড করে নিন Uniblue Powersuite 2011 Full Version

এত টাকা দিয়া কিনা শখের কম্পিউটার স্লো হইয়া গেছে । মাথা নষ্ট । আপনার কম্পিউটারের র‍্যাম লাগাইছেন ২ জিবি , কিন্তু কাজ করে ১ জিবি এর মত । ভাবতাছেন আরো র‍্যাম লাগাবেন। ভাই এত অস্থির হইয়া কাজ নাই । আপনাদের কথা বিবেচনা করে নিয়া আসলাম এমন এক সফটওয়্যার যেটি ইন্সটল করা থাকলে আপনার আর কোন চিন্তা থাকবেনা । আমি আপনাকে ১০০% গ্যারান্টি দিলাম যে এই সফটওয়্যার ব্যাবহার করে আপনার কম্পিউটার আগের থেকে ৫ গুণ স্পীড হবে । এইটা uniblue এর নতুন ভার্সন ২০১১ । এই সফটওয়্যার গুলা ফ্রী পাওয়া যাই না । আমি আপনাদের জন্য ফ্রী তে দিলাম । এর ব্যাবহার অতি সহজ । আপনাকে প্রতিদিন এই সফটওয়্যার টা দিয়ে কম্পিউটার ক্লিন করতে হবে । 

নিচের লিঙ্ক হতে ফ্রী ডাউনলোড করে নিন

এখন ”Dolancer” একাউন্ট সম্পূর্ণ Free Free…

Dolancer এখন নতুন আঙ্গিকে । Free Sign up করার এখনই সময়…………
Sign up করলে আপনি যা যা পাবেন……
# Bid এর কাজ।
# Forum Posting ( Sign up এর পর Free subscribe করে নিন)[ per post এ $0.30 পাবেন
#Open Market (website leasing)
*শুধু মাত্র Click to Earn এর ক্ষেত্রে Free subscribe প্রজোয্য না।তাতে কোন সমস্যা নেই, কারণ আপনি উপরের পদ্ধতি থেকে েইনকাম করে আপনার একাউন্ট ব্যলেন্স থেকেই Subscribe করতে পারবেন।
এখনই অন্তত একটি Free Account করে রাখুন । কারন পরে এটি পাবেন না কিন্তু।
একাউন্ট করার নিয়ম-----
প্রথমে এই লিংকে প্রবেশ করুন......
http://www.dolancer.com/signup

১. আপনার email id
২. আপনার user name দিন।
৩. আপনার Password দিন।
৪. এবং পুনরায় দিন।
৫. রেফারেল =hasan_mahedi1  [উল্রেখ্য রেফারেল ছড়া sign up হবে না]
৬. এখনে টিক দিবেন না [Want to be a premium user ($30 for One Year / $50 for Two Years)]
৭. এখনে টিক দিন [I am agree to the Terms & Conditions]
৮.সবশেষে capthar দিয়ে submit এ ক্লিক করুন।

এভাস্ট এন্টিভাইরাস

আজকে  আপনাদের জন্য আমার এই পোষ্টটা দিলাম। এভাস্ট এন্টিভাইরাস (লাইসেন্স ২০৩৮ পর্যন্ত)  এর ডাউনলোড লিঙ্ক। কারও যদি কাজে লাগে তবে এই পোস্ট দেওয়াটা সার্থক মনে করবো। তবে বলে রাখি এটা ডাউনলোডের পরে জয়েন দেওয়ার জন্য Hj-Split সফটয়্যার লাগবে এবং Extract করার জন্য Winrar সফটওয়্যার লাগবে।
ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন

2012 H. S.C exam. routine


উইন্ডোজ এর শুরুতে নিজের বার্তা

উইন্ডোজ এর শুরুতে নিজের বার্তা দেখা যাবে ??? হ্য। যাবে ।।।
আর এর জন্য আমরা RUN কমান্ড ব্যবহার করবো ।।।
RUN এ গিয়ে Regedit লিখে enter চাপতে হবে ।।।
নতুন WINDOW আসবে ।।।
এখান থেকে HKEY_LOCAL_MACHINE click করতে হবে ।।।
software আসবে সেখানে Microsoft এ গিয়ে Windows NT তে ক্লিক করলে নতুন মেনু আসবে ।।।
সেখান থেকে Current Version এ ক্লিক করে সবসেশে WINLOGON এ ক্লিক করতে হবে ।।।
এবার ডান দিকের BOx থেকে Legal Notice Caption এ দুবার ক্লিক করতে হবে ।।
নতুন বক্স এ আপ্নের বার্তার শিরোনাম লিখে ok করতে হবে ।।।।
এরপর Legal Notic Text এ আপ্নের পুরা বার্তা লিখে ফেলুন ।।।
এবার OK করে বের হয়ে আসুন ।।।
আগের অবস্থায় যেতে Legal Notice Caption & Legal Notic Text এ ঢুকে আগের লিখা বার্তা গুলো মুছে
OK করে বের হয়ে আসুন।।।।
ভালো থাকুন অথবা ভালো থাকার চেষ্টা করুন ।

যে কোন ব্রাউজার এর সাথে পাল্লা দিবে flock ব্রাউজার। ব্যবহারে পরিচয় ঘটবে।

বেশ কয়েক দিন যাবত ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে, বেশ ঝামেলা পোহাতে হয়েছে। একবার এই ব্রাউজার তো আর একবার ঐ ব্রাউজার। ঝামেলা মিটলোনা। বিভিন্ন গ্রুপ আর পেজে পোস্ট আপডেট করতে গিয়ে দেখি ছবি ডাউনলোড ও আপলোড এ বেশ বেগ পেতে হচ্ছে। আমি একসাথে কয়েকটি নেট উইন্ডো চালু করে রাখি। বুঝতেই পারছেন দারুন সমস্যায় পড়েছিলাম। এই সময় হাতের কাছে পেয়ে গেলামflock নামের ব্রাউজারটি। দ্বিধা দ্বন্দের মধ্যে ইন্সটল করলাম। তাজ্জব ব্যাপার!!!! অন্য যে কোন ব্রাউজার এর থেকে বেশ ভাল গতি পেলাম। দেখতেও বেশ চমৎকার।  আমি আর যে সমস্ত ব্রাউজার আছে, তাদের বদনাম করছিনা। তবে ব্যবহারিক প্রণালীতে বেশ বুঝে গেলাম, এটি সবার জন্য ব্যবহার উপযোগী একটি ব্রাউজার। তাই দেরী না করে সবাইকে জানানোর জন্য লিখতে বসে গেলাম। এরই মধ্যে হয়তো অনেকে এর প্রয়োগ সম্পন্ন করেছেন, যারা করেননি তাদের জন্য শেয়ার করা। আমি এখানে দুইটি flock ব্রাউজার এর ভার্সন শেয়ার করবো। আপনারা এতে হোম পেজে পাবেন- ফেসবুক, টুইটার, ইউ টিউব, ফ্লিকার সহ জিমেইল ও ইয়াহুতে সরাসরি প্রবেশের অপশন। তাছাড়া আরও অনেক কিছু প্রয়োজনীয় অপশন। ইন্সটল করে রাখুন। প্রয়োজনে এর ব্যবহার করুন।

আপনাদের জন্য flock এর দুইটি ভার্সন ডাউনলোড করার জন্য লিংক দেয়া হল। আশাকরি আপনাদের কাজে লাগবে।
ডাউনলোড করুন flock-2.5.6.en-US.win32.exe এখান থেকে মাত্র ১২.৭ মেগাবাইট
ডাউনলোড করুন flock-2.6.1.en-US.win32.exe এখান থেকে মাত্র ১০.৯ মেগাবাইট

চলুন সবাই মিলে শরীক হই আমাদের অধিকার আদায়ের যুদ্ধে, সবাই মিলে Ddos অ্যাটাক করে থমকে দেই ইন্ডিয়ান সাইট গুলোকে। এ আমাদের, অন্য এক মুক্তিযুদ্ধ।



আশা করি সবাই ভালো আছেন। চারপাশে যুদ্ধের দামামা বাজছে। শিরায় শিরায় উত্তেজনা চলছে শুরু হয়ে গিয়েছে সাইবার যুদ্ধ। বাংলার দামাল ছেলেরা একের পর এক ডাউন করে দিচ্ছে ইন্ডিয়ান সাইট গুলো। হাজার হাজার সাইট ডাউন করে দিচ্ছে। এ যেনো এক অন্য রকম মুক্তিযুদ্ধ। আমরা অদম্য, আমরা সবই করতে পারি দেশের জন্য। এ আমাদের অধিকার আদায়ের যুদ্ধ। এ দেশের সরকার যা করতে পারেনি তা আমরাই করে দেখাবো। আমাদের আছে দেশ প্রেম। এবং এটাই আমাদের সবচে বড় অস্ত্র। চলুন সবাই মিলে শরীক হই এই যুদ্ধে। আজ আপনাদের দেখিয়ে দিব একটি যুদ্ধ কৌশল যার মাধ্যমে আপনি ও পারবেন এই যুদ্ধে শরিক হতে। পরিচয় করিয়ে দিবো এমন একটি সফটওয়্যার এর সাথে যা দিয়ে আপনিও পারবেন। সফটওয়্যারটি নিয়ে রিয়াদ ভাই টিউন করেছিলেন বাট অনেকের বুঝতে সমস্যা হচ্ছে বিধায় এটা নিয়ে বিস্তারিত টিউন করলাম।
Ddos এটাক হচ্ছে ওয়েব সিস্টেম ডাউন করার একটি পদ্ধতি। সবাই মিলে কাজ করলে যে কোন বাঘা বাঘা সাইট ও ডাউন করে দেওয়া যায়। বিস্তারিত এখন বলছি না। শুধু দেখে যান কি কি করতে হবে।

**সফটওয়্যারটি ডাউনলোড বা এটি নিয়ে কাজ করার আগে আপনার পিসির এন্টিভাইরাসের প্রোটেকশন অফ রাখুন।

**এটিকে আপনার এন্টি ভাইরাস ট্রোজান বা ভাইরাস হিসাবে ডিটেক্ট করতে পারে তবে ভয় নাই, এটি কোন ভাইরাস বা ট্রোজান নয়, নির্ভয়ে ইউজ করুন।

সফটওয়্যারটি প্রথমে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন এবং Extract করুন।
 
 ০. সফটওয়্যারটি ডাবল ক্লিক করে ওপেন করুন। যাদের উইন্ডোজ ৭ তারা  ফাইলে রাইট ক্লিক করে Run as administrator এ ক্লিক করে ওপেন করুন।  নিচের মত উইন্ডো আসবে।
 
 
১. URL বক্সে যে কোন ইন্ডিয়ান সাইটের নাম লেখুন।
** (সবাই মিলে একটি সাইট সিলেক্ট করতে হবে, সিঙ্গেল এটাকে সাইটের কিছুই হবে না। টপ ইন্ডিয়ান সাইটের লিস্ট http://www.alexa.com/topsites/countries/IN ,এখান থেকে পাবেন। তাই সবাই মিলে একটি সাইট সিলেক্ট করুন, যেটিকে ডাউন করতে চান।)
 
২. "lock on" সিলেক্ট করুন।

 
৩. দেখবেন আইপি লক হয়ে গিয়েছে।

 
৪. চিত্রের মত করে "http" সিলেক্ট করুন।
 

 
৫.Threads বক্স এ 1000 টাইপ করুন।
 
৬. এবার "EMMA CHARGIN MAH LAZER" বাটনটি তে ক্লিক করুন।
 
৭. ফ্লাডিং শুরু হয়ে যাবে। সবাই মিলে একসাথে শুরু করলে ডাউন হয়ে যাবে যে কোন ইন্ডিয়ান সাইট।
তো চলুন সবাই মিলে এই মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করি। চলুন শপথ করি  আজ থেকে ইন্ডিয়ান গান, ভাষা, সিরিয়াল, ছবি, পন্য, যতটা সম্ভব এভয়েড করবো। আশা করি বিজয় হবেইইইইইই.........................

আমরাও পারি.......................

( পোস্টটি  যত বেশি  সম্ভব শেয়ার করুন, চেস্টা করুন সবাইকে এই যুদ্ধে সম্পৃক্ত করতে) 

এতদিন সাইবার আর্মির পক্ষে টুক টাক কাজ করতাম। তবে পরিচয় কেউ জানতো না। নিজেকে প্রকাশ করিনি কখনো। কিন্তু এই রণাঙ্গনে নিজেকে প্রকাশ না করে পারছি না।

বাংলাদেশ সাইবার আর্মির পক্ষে............................................

জনপ্রিয় পোস্টসমূহ

ক্রিকেট ঝলক

ফেসবুক ব্যাজ

Top