নকিয়া মোবাইল ব্যবহারকারী দের জন্য (ছোট্ট একটা কৌশল )


সিম খুলতে-লাগাতে আমাদের প্রায়ই মোবাইলের ব্যাটারী খুলতে হয় । আবার আমরা যখন মোবাইল অন করি তখন মোবাইলের ডেট-টাইম ঠিক করতে হয় । এজন্য আবার কষ্ট করে ঘড়ি-ক্যালেন্ডারের দিকে তাকাতে হয় । কিন্তু এখন আর কষ্ট করা লাগবে না ।

আপনার মোবাইল “Settings” এর “Date and time” অপশনে যান । এখন “Auto-update of time” এর অপশনে “Confirm first” করে দিন 


এবার মোবাইলের ব্যাটারী খুলে-লাগিয়ে মোবাইল অন করুন । ডেট-টাইম ঠিক করার অপশন গুলো আসবে । কিছু করবেন না । কিছুক্ষন পর দেখবেন “Update your time” নামে অপশন আসবে । “Ok” দিন ।

দেখবেন মোবাইলের ডেট-টাইম ঠিক হয়ে গেছে…