চিনে নিন বিশ্বের সবচেয়ে সুন্দরী হ্যাকারকে।

ক্রিস্টিনা ভ্লাদিমিরভনা ভেচিন্সকায়া (Russian: Кристина Владимировна Свечинская,জন্ম : February 16, 1989) একজন রাশিয়ান অর্থ পাচারকারী হ্যাকার।নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ছাত্রী থাকাকালীন সময়ে তিনি বেশ কিছু ব্রিটিশ ও আমেরিকান ব্যাংক থেকে অর্থ পাচার এবং নকল পাসপোর্ট ব্যবহারের দায়ে অভিযুক্ত হন।অভিযোগ অনুযায়ী তিনি ব্যাংক অ্যাকাউন্ট আক্রমনের কাজে Zeus Trojan Horse ব্যবহার করেছিলেন এবং আমেরিকা ও ওয়াছভিয়াতে অন্তত ৫ টি অ্যাকাউন্ট খোলেন,যেখানে পাচারকৃত ৩৫০০০$ পৌছেছিল।ধারনা করা হয় যে,তিনি আরো ৯ জনের সাথে ৩ মিলিয়ন ডলার সরিয়েছিলেন।তিনি তার আবেদনময়ী অথচ সাধারন উপস্থিতি তাকে বিশ্বের সবচেয়ে আবেদনময়ী হ্যাকার হিসেবে পরিচিতি এনে দিয়েছে।
ইংরেজিতে পারদর্শী ক্রিস্টিনা স্তাভ্রপল স্টেট ইউনিভার্সিটিতে পড়াশুনা করছিলেন।তার মা জানান,তার বাবার মৃত্যুর পর তাদের পরিবার ১২০০০ রুবলের বেতন দ্বারা চলছিল।তিন বছর পর ক্রিস্টিনা একটি ফাস্টফুডের দোকানে কাজ নেন।কিন্তু এই উপার্জন যথেষ্ট না হওয়াই তিনি একজন হ্যাকারের অর্থ পাচারকারী হিসেবে নিযুক্ত হন।এসময় তাকে ৮-১০% শেয়ার দেওয়া হত।তিনি ২০১০ সালে গ্রেপ্তার হন।