আপানার পেন ড্রাইভ, মেমোরীকার্ড ও পিসি এর ড্রাইভের Background এ ছবি সেট করুন !!!

যখন একটি মেমোরীকার্ড, পেনড্রাইভ বা পিসি এর কোন ড্রাইভ ওপেন করা হয় তখন তার Background স্বাভাবিক ভাবে সাদা থাকে ! অর্থাত্‍ ওই ড্রাইভের ফোল্ডারের নিচে কোন ছবি দেখা যায় না ! কিন্তু আমরা চাই নিজের অথবা পচন্দের ছবি Background এ দেখতে চাই তাই এবার আপনি নিজেই আপনার ছবি সেট করে নিন ! বিশ্বাস না হলে এখান থেকে ফাইলটি ডাউনলোড করুন এবং আনজিপ করুন ! আনজিপ করলে Rubelttc ও desktop এই নামের 2 টা ফাইল পাবেন ! ওই দুটা ফাইল কপি করে মেমোরীকার্ড , পেনড্রাইভ বা পিসি এর যেকোন ড্রাইভে পেস্ট করুন ! এবার মাউস দিয়ে রিফ্রেস করুন ! দেখুন আপনার ওই ড্রাইভের Backgroud এ আমার ছবি চলে এসেছে !

আপনার ছবি সেট করতে চাইলে নিচের ধাপগুলি অনুসরন করুন !


  • 1. প্রথমে আপনার যেই ছবি সেট করবেন ওটা কপি করুন ও যেই ড্রাইভে ফাইল দুটি রেখেছেন ওখানে পেস্ট করুন !




  • 2. এবার ওই ছবি রিনেম করে এর নাম কপি করুন !যেমন ধরুন, আপনি যেই ছবি সেট করবেন তার নাম Ruhul ! Ruhul নামের ছবিটি রিনেম করে কপি করুন !



  • 3.desktop নামের এই ফাইলটি ওপেন করে যেখানে Rubelttc লেখা আছে ওখানে Rubelttc মুছে দিয়ে ওই লেখা পেস্ট করুন !
     এবার File menu থেকে Save করে Close করুন !



  • 4. এবার রিফ্রেস করুন ! তহলে দেখবেন যে Background এ আপনার ছবি চলে এসেছে !




  • 5. এবার আপনি আপনার ওই ছবি ও এই ফাইল হিডেন করুন যেন ওই ফাইলগুলি দেখা না যায় !



  • আর আমার ছবি মন চাইলে রেখে দিন না চাইলে delete করে দিন ! এই টিউনটি কেউ করে থাকলে ক্ষমা করবেন !
    একটু লক্ষ্য করুন :

  • আপনি যেই ছবি সেট করবেন সেটি অবশ্যই jpg অথবা jpeg ফরমাটের হতে হবে ! অন্য ফরমাটের হলে হবে না !




  • আপনি শুধু মাত্র ড্রাইভে এটি সেট করতে পারবেন ! ফোল্ডার করলে হবে না !



  •