কম্পিউটারকে ছাড়িয়ে গেল স্মার্টফোন

২০১১ সালে প্রথমবারের মতো স্মার্টফোন বিক্রি কম্পিউটারের চেয়েও বেশি হয়েছে। মার্কেট বিশ্লেষণে এই তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছে ম্যাশএবল। মার্কেট বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যানেলসিসের তথ্য অনুযায়ী, ২০১১ সালেই ইতিহাসে প্রথমবারের মতো স্মার্টফোনের মোট বিক্রি ছাড়িয়ে গেছে কম্পিউটারের সর্বমোট বিক্রির হারকে। জানা গেছে, স্মার্টফোন ক্রেতা প্রায় ৪৮৮ মিলিয়ন হলেও একই সময়ে কম্পিউটার বিক্রি হয়েছে কেবল ৪১৫ মিলিয়ন ইউনিট। তবে স্মার্টফোনের বিক্রি বেড়েছে বলে পিসির মার্কেটে ধ্বস নেমেছে এমনটাও ঠিক নয়। সূত্র জানিয়েছে, ২০১১ সালে কম্পিউটার বিক্রি বেড়েছে ১৫ শতাংশ। তবে ক্যানেলসিস এ হিসেব করেছে ট্যাবলেট ডিভাইসের ২৭৪ শতাংশ বিক্রি বৃদ্ধিকে হিসেব করে। যদিও অনেকে ট্যাবলেট ডিভাইসকে কম্পিউটার থেকে আলাদা বলে মনে করেন। ২০১০ সালের তুলনায় স্মার্টফোনের বিক্রি বৃদ্ধি পেয়েছে ৬৩ শতাংশ যার বেশিরভাগই অ্যাপলের আইফোন ৪ এবং ৪এস-এর জন্য সম্ভব হয়েছে।
সুত্রঃ বিডিনিউজটোয়েন্টিফোরডটকম