আপনার ক্যাসপারস্কাই এন্টিভাইরাসের মেয়াদ আর কখনও শেষ হবে না।



আমরা অনেকেই জানি ভাইরাস দূর করার জগতে Kaspersky Internet Security ২০১২ এক অন্য নাম। কিন্তু সফটওয়্যারটি ইন্সটল করার সময় License নিয়ে আমাদের নানা সমস্যায় পরতে হয়। তাছাড়া আমি আগের পোস্টগুলোতে দেখেছি, অন্যর সফটওয়্যারে Kaspersky Trial reset করতে Safe Mode বা Administrator যেতে হয়। কিন্তু এটি একটি জটিল পদ্ধতি আমি মনে করি, কিন্তু আমি আপনাকে সহজ পদ্ধতির মাধ্যমে বলবো কিভাবে Kaspersky Internet Security ২০১২ এর Trial License ৯১ দিনের Activate করে নিতে হয়।
কি অবাক হলেন? না অবাক হওয়ার কিছুই নেই, অবিশ্বাস্য হলেও সত্যি তাই আসুন দেখে নেই পদক্ষেপগুলো এক নজরে…
১. প্রথমে নীচের লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এর সাইজ মাত্র ৪ মেগাবাইট এর মত হবে।
{বিশেষ দ্রষ্টব্যঃ সফটওয়্যারটি ডাউনলোড করার আগে আপনার যদি কোন Antivirus Software Install করা থাকে তাহলে তা Disable করে নিন অথবা ভাল হয় যদি সেই Antivirus সফটওয়্যারটা Uninstall করেন তাহলে। আর যদি Kaspersky Internet Security আগের থেকে ইন্সটল করা থাকলে তাহলে আরো ভালো। Just Kaspersky উইন্ডো এনে Settings যান, তারপর General Settings যেয়ে Enable Protection এ টিক চিহ্ন উঠিয়ে দিন বা Unmark করে Ok তে ক্লিক করুন}
পদক্ষেপটি যদি অনুসরণ না করেন তাহলে সফটওয়্যারটি ডাউনলোড নাও হতে পারে। কারণ, এই সফটওয়্যারটি ডাউনলোড শেষে ডাউনলোডটি বাধাগ্রস্ত হয়ে আপনাকে ভাইরাস বা Malware দেখাবে। নিশ্চিন্তে থাকুন, সফটওয়্যারটিতে কোন ভাইরাস নাই ১০০% পরীক্ষিত । সফটওয়্যারটি একের অধিক মানে কোটি কোটি লোকজন ব্যবহার করছে বলেই ভাইরাস দেখায়।
২. তারপর পোর্টেবল এর মত সফটওয়্যারিট ক্লিক করে অপেন করুন ও কিছু সময় অপেক্ষা করুন।
{বিশেষ দ্রষ্টব্যঃ সফটওয়্যারটি ওপেন করার আগে আপনাকে অবশ্যই ২ টি কাজ করতে হবে। প্রথমত, আপনাকে Windows Desktop এ Kaspersky উইন্ডো এনে Settings যেতে হবে, তারপর পাশাপাশি লাইন এর ৪র্থ সিরিয়ালে Advanced Settings ক্লিক করুন, এরপর Self-Defense এ ক্লিক করে Enable Self-Defense এ টিক চিহ্ন উঠিয়ে বা unmark করে ফেলতে হবে। তারপর OK তে ক্লিক করে দিয়ে Kaspersky উইন্ডো ক্রস চিহ্ন ক্লিক বের হয়ে আসুন। দ্বিতীয়ত, আপনাকে Windows Desktop এর সবার নিচে যে টাস্কবার লাইনে Kaspersky icon আছে সেখানে ডান সাইডে ক্লিক করে exit এ ক্লিক করতে হবে}
৩. ব্যস সকল কাজ আপনার শেষ, তারপর আমার Trial Reset সফটওয়্যারটিতে Click To Proceed Button এ ক্লিক করুন। আপনার কম্পিউটারটি কিছুক্ষণ পরে স্বয়ংক্রিত ভাবে Restart হবে. তারপর Kaspersky উইন্ডোর নীচের ডান পাশে যে Manage License ক্লিক করে Activate the application এ আমার দেওয়া সফটওয়্যারটির মধ্যে যে সিরিয়াল নাম্বারটি আছে, তা বসান ওই বক্স এর ভিতরে।
ব্যস দেখুন মজা, ৯১ দিনের জন্য License Activate হয়ে যাবে। আসলেই মজার জিনিস তাই না।
তাহলে বার বার Kaspersky Internet Security license period 91 দিন শেষ হয়ে গেলে এই সফটওয়্যার পুনরায় ব্যবহার করে আবার ৯১ দিনের জন্য ব্যবহার করুন। ট্রায়াল রিসেটারটি ডাউনলোড করে নিন নিচের লিঙ্ক হতে