আপনার সীমটি কি বাংলালিংক ? তাহলে আজ থেকে আপনি ও হয়ে যান আপনার সীমের কাস্টমার ম্যনেজার।

আজ আপনাদের সাথে শেয়ার করব বাংলালিংক এর অনলাইন সার্ভিস সিস্টেম।
প্রথমেই আপনাদের বলে দেই কি কি সুবিধা পাবেন এই অনলাইন সার্ভিস টি থেকে
১। ব্যলেন্স দেখতে পারবেন
২। আপনার এফ.এন.এফ দেখতে পারবেন অনলাইনে।
৩। আপনার সীমটি বর্তমানে কোন প্যাকেজে আছে দেখতে পারবেন।
৪। আপনার সীমের পিন কোড এবং পাক কোড জানতে পারবেন।
৫। সর্ব শেষ বিশটি ইনকামিং এবং আউটগোয়িং কল দেখতে পারবেন।
৬। সর্ব শেষ ১০টি রিচার্জ কতটাকা করেছেন, কখন করেছেন দেখতে পারবেন।
৭। এফ.এন.এফ নাম্বার এড করতে পারবেন এবং ডিলিট ও করতে পারবেন।
৮। বাংলালিংক এর যে কোন ভ্যালু এডেড সার্ভিস এড এবং রিমোভ করতে পারবেন।
৯। বাংলালিংক এর সার্ভিস সম্পর্কে যে কোন ধরনের অভিযোগ অনলাইনে দিতে পারবেন এবং ২৪ ঘন্টার ভেতরে রিপ্লে পাবেন।
১০। প্রিয়জন সার্ভিস চালু করতে পারবেন।
তাহলে দেখে নিন কিভাবে রেজিস্ট্রেশন করবেন বাংলালিংক এর অনলাইন সার্ভিসটিতে
প্রথমে আপনার বাংলালিংক মোবাইল থেকে ম্যাসেজ অপশনে যান এবং টাইপ করুন
Reg
পাঠিয়ে দিন
৯৮৭৬ নাম্বারে
সাথে সাথে ফিরতি sms এ আপনার পাসওয়ার্ডটি পেয়ে যাবেন।
তার পর নিচের লিংক এ ক্লিক করুন
BanglaLink Online Servic
তার পর নিচের চিত্রের মত Mobile No অপশনে আপনার নাম্বারটি দিন এবং পাসওয়ার্ডটি দিন। এবার Sign In ক্লিক করুন।