হিডেন ফাইল/ফোল্ডারকে আরো সুরক্ষিত করুন


দরকারি ফাইল বা ফোল্ডারকে অনাকাংক্ষিত ব্যবহার থেকে রক্ষা করার জন্য প্রাথমিক প্রটেকশন হচ্ছে হিডেন করে রাখা। কিন্তু ইদানিং সবাই জানে Tools–> Folder Options–>View এ গিয়ে হিডেন করা ফাইলকে আনহাইড করা যায়। তাই হিডেন ফাইলকে আরো সুরক্ষিত করার জন্য Folder Options কেই হিডেন করা যেতে পারে।
এজন্য যা করতে হবে।
১. Start Menu–>Run–>regedit এন্টার দিন। রেজিস্ট্রি এডিটর রান হবে।
২. HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer এ যান।
৩. নতুন DWORD Value তৈরী করে নাম দিন NoFolderOptions
৪. NoFolderOptions এ রাইট মাউস ক্লিক করে মডিফাই সিলেক্ট করুন।
৫. ভ্যালু ডাটা ০ এর পরিবর্তে ১ দিন।

এখন আর টুলস মেন্যুতে Folder Options দেখা যাবে না। দেখতে চাইলে ভ্যালু ডাটা ১ এর পরিবর্তে ০ দিন।