অটো ইউজার নেম ও পাসওয়ার্ড জেনারেটর


আগের একটা পোস্টে আমি পাসওয়ার্ড হ্যাকিং থেকে বাঁচার কিছু টিপস দিয়েছিলাম। একজন মন্তব্য করেছেন যে, কি লগিং সফটওয়্যার পিসিতে ইনস্টল থাকলে টিপসগুলো কোন কাজে আসেব না। উনার কথা ১০০% সঠিক। ধন্যবাদ উনাকে ব্যপারটা তুলে ধরার জন্য। আজ আমি দেখাব বিন্দুমাত্র প্রোগ্রামিং জ্ঞান ছাড়াই কিভাবে আপনি একটা প্রোগ্রাম বানাতে পারেন যা অটো ইউজার নেম আর পাসওয়ার্ড জেনারেট করবে। অটো জেনারেট করবে তাই কিবোর্ডে ইউজারনেম আর পাসওয়ার্ড টাইপ করার দরকার হবে না শুধু দুটো হটকি প্রেস করতে হবে।
আপনার যা করতে হবে:
নিচের লোকেশন থেকে AutoHotkey প্রোগ্রামটি ডাউনলোড করুন। এটি একটি মাউস কিবোর্ড ম্যাক্রো প্রোগ্রাম।
AutoHotkey
সফটওয়্যারটি ইনস্টল করার পর নোটপ্যাডে নিচের লাইনগুলো লিখুন। ধরে নিচ্ছি আপনার ইউজার নেম darklord এবং পাসওয়ার্ড 123456

#u::
Send darklord
return

#p::
Send 123456
return
ফাইলটিকে pass.ahk নামে সেভ করুন। এবার স্টার্ট মেন্যু থেকে Autohotkey সাবফোল্ডারে গিয়ে Convert .ahk to .exe রান করুন। সোর্স এ pass.ahk এর লোকেশন দিন। এবং ডেস্টিনেশন এ pass.exe কোথায় সেভ হবে তা দিন এবার কনভার্ট বাটনে প্রেস করুন। আপনার প্রোগ্রাম তৈরী হয়ে গেল।
সাবধান বানানো প্রোগ্রামটি আপনি ছাড়া যেন অন্য কারো হাতে না যায়
এবার প্রোগ্রামটি আপনি পেন ড্রাইভে রেখে দিন ইউজারনেম, পাসওয়ার্ড দেওয়ার দরকার হলে প্রোগ্রামটি রান করুন ইউজারনেম ফিল্ডে মাউস ক্লিক করে Winkey+u দিন সয়ংক্রিয়ভাবে ইউজারনেম বসে যাবে। এবার পাসওয়ার্ড ফিল্ডে মাউস ক্লিক করে Winkey+p দিন সয়ংক্রিয়ভাবে পাসওয়ার্ড বসে যাবে।