(অদৃশ্য) নাম ও আইকন ছাড়া ফোল্ডার বানান


আজ আপনাদের শেখাবো কিভাবে খুব সহজে কোন আইকন ও নাম ছাড়া ফোল্ডার বানানো যাবে। এই ফোল্ডার অদৃশ্য থাকার কারণে কোন সিকিউরিটি রিজনে কাজে লাগাতে পারবেন। অনেকেই ফোল্ডার হাইড/আনহাইড করে ফোল্ডার লুকিয়ে থাকেন কিন্তু এভাবে ফোল্ডার লুকানো যেতে পারে সেটা অনেকেই জানেন না। এজন্য প্রথমে একটি ফোল্ডার তৈরি করুন। এবার তাতে মাউসের ডান বাটনে ক্লিক করে রিনেম সিলেক্ট করুন। এখন কীবোর্ড থেকে Alt চেপে ধরে 0160 চাপুন। এবার এন্টার দিয়ে দেখুন কোন নাম দেখা যাচ্ছে না। এখন ফোল্ডারটিকে গায়েব করার পালা। এজন্য ফোল্ডারটির উপর আবার মাউসের ডান বাটনে ক্লিক করে Properties>>Customize>>Change Icon এ যান। এবার নিচের চিত্রের মতো অদৃশ্য আইকনের একটি সিলেক্ট করুন। এবার OK করে বেরিয়ে আসুন।