হ্যাকিং এর বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশের "টাইগার মেট"

হ্যাকিং একটি স্বীকৃত অপরাধ বলে বিবেচিত হলেও প্রকৃতপক্ষে হ্যাকিং একটি আর্ট বা শিল্প। হ্যাকিং দু প্রকারের হয়ে থাকে। যার মধ্যে ইথিক্যাল হ্যাকিং বর্তমানে সিকিউরিটির ক্ষেত্রে একটি খুবই প্রয়োজনীয় বিবেচ্য বিষয়। বাংলাদেশেও কমবেশি হ্যাকিং গ্রুপ রয়েছে। যার মধ্যে TiGER-M@ATE সবচেয়ে জনপ্রিয় ও সম্ভবত সবচেয়ে বড় হ্যাকিং গ্রুপ। সম্প্রতি প্রায় ৭ লক্ষ ওয়েবসাইট একসাথে হ্যাক করে বাংলাদেশের এই TiGER-M@ATE গড়েছে হ্যাকিং এর বিশ্ব রেকর্ড।
খবরটি একদিকে খারাপ দেখালেও অন্যদিকে বাংলাদেশের সফটওয়্যার শিল্পের জন্য একটি বিরাট সম্ভাবনার দুয়ার খুলে দিল। সারা বিশ্ব বাংলাদেশকে একটি অন্য রূপে চিনতে পারল। টাইগার-মেট এর এই এচিভমেন্ট নিয়ে সারা বিশ্বে প্রকাশিত কিছু নিউজ এর রেফারেন্স নিচে দেওয়া হল- এই লিঙ্কে দেখুন এবং এই লিঙ্কে দেখুন এবং এই লিঙ্কে দেখুন