উইন্ডোজ এক্সপির বুট টাইম দ্রুততর করুন

১ম কিস্তি:
=> Notepad –ওপেন করে টাইপ করুন del c:\windows\prefetch\ntosboot-*.* /q
=> C drive-এ ntosboot.bat নামে Save করুন।

২য় কিস্তি:
=> Start মেনু থেকে Run ক্লিক করুন এবং টাইপ করুন gpedit.msc।
=> Shutdown –এ Double ক্লিক করুন।
=> নতুন Window তে add ক্লিক করুন তারপর Browse এ ক্লিক করে ntosboot.bat নামে যে ফাইলটি C ড্রাইভে Save করেছিলেন তা সিলেক্ট করে Open-এ ক্লিক করুন।
=> এবার যথাক্রমে OK , Apply এবং OK করুন এবং Group Policy “Close” করুন।


৩য় কিস্তি:
=> Device manager –এর “IDE ATA/ATAPI controllers”-এ Double ক্লিক করুন।
=> Primary IDE Channel-এ রাইট ক্লিক করে Properties-এ ক্লিক করুন।
=> Advanced Settings ট্যাবের অধীন Device Type0-এ “Autodetect “-এর স্থলে “None” select করে OK করুন।
=> Secondary IDE Channel-এর ক্ষেত্রে Device Type1-এ “Autodetect “-এর স্থলে “None” select করে OK করুন।
=> Device manager টি Close করুন।

সকল কাজ সম্পন্ন হলে pc Restart দিন। দেখুন windows XP দ্রুত Boot হচ্ছে।
*** ৩য় কিস্তি যাদের IDE ATA/ATAPI তাদের জন্য। SATA এর জন্য নয়।