ইমেইল করুন পাসওয়ার্ড প্রোটেক্ট করে


আমরা যারা ইন্টারনেট এ কমবেশি সময় দিয়ে থাকি তারা প্রায় ইমেইল আদান প্রদান করে থাকি। অনেক সময় গুরুত্বপূর্ণ তথ্যাদি ইমেইলের মাধ্যমে পাঠাতে হয়। কিন্তু এর গোপনীয়তা কতটুকু বজায় রাখা সম্ভব? এমন যদি হয় যে আপনি আপনার ই-মেইলটিকে পাসওয়ার্ড প্রোটেক্ট করে পাঠাতে পারেন, তাহলে কেমন হয়? গোপনীয়তা আরেকটু কড়া হয়। তাহলে আসুন জেনে নিই কিভাবে পাসওয়ার্ড প্রোটেক্ট করে ই-মেইল করতে হয়।
১। এজন্য আপনাকে যেতে হবে এই লিঙ্কে। সাইটটির নাম লকবিন।
২। এখানে একটি ফর্ম আসবে। ফরমটির নির্দিষ্ট স্থানে যথাযথ ডাটা দিয়ে পূরণ করুন।
৩। এবার মেসেজ বডির নিচের দিকে অবস্থিত ক্যাপচাটি পূরণ করুন।
৪। এবার I accept.... চেক বক্সটিতে টিক চিহ্ন দিন এবং Submit বাটনে ক্লিক করুন।
৫। ব্যাস তাহলে আপনার ই-মেইলটি পাসওয়ার্ড প্রোটেক্ট হয়ে চলে গেল আপনার নিদিষ্ট ঠিকানায়।
এখন পাসওয়ার্ডটি তাকে জানিয়ে দিন। রিসিভার মেইলটি পড়তে চাইলে একটি পপআপ আসবে এবং পাসওয়ার্ড চাইবে। এখানে সঠিক পাসওয়ার্ডটি দিলেই কেবল রিসিভার সেই ই-মেইলটি পড়তে পারবে।