আজ আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটা প্রয়োজনীয় বিষয়। তাহল আমরা যখন কম্পিউটার অন করে রেখে এর পাশে বা বাসায় থাকি না তখন আমাদের কম্পিউটার এর মাউস ও কীবোর্ড বাসার ছোটরা কারণে অকারণে তা নিয়ে চাপা-চাপি করে। তখন আমাদের জমানো অনেক প্রয়োজনীয় তথ্য ও সফটওয়্যার ডিলিট হয়ে যেতে পারে। তাই আমাদের প্রয়োজনীয় তথ্য ও সফটওয়্যার যাতে হারিয়ে না ফেলি আমাদের সর্তকতার প্রয়োজন। আমি আজ আপনাদের জন্য
নিয়ে আসলাম একটি মাউস ও কীবোর্ড লক করা যায় এমন সফটওয়্যার। এখান থেকে ডাউনলোড করে নিন। এটি ইন্সটল করার পর আপনার সিস্টেম ট্রেতে একটি আইকন দেখতে পাবেন সেটিতে রাইট ক্লিক করে সেটিং সেভ করে নিবেন। যখন লক হয়ে যাবে তখন সেই আইকনে রাইট ক্লিক করলে যা টাইপ করতে বলবে (kkl quit) তা করবেন তাহলে আবার আনলক হয়ে যাবে।
নিয়ে আসলাম একটি মাউস ও কীবোর্ড লক করা যায় এমন সফটওয়্যার। এখান থেকে ডাউনলোড করে নিন। এটি ইন্সটল করার পর আপনার সিস্টেম ট্রেতে একটি আইকন দেখতে পাবেন সেটিতে রাইট ক্লিক করে সেটিং সেভ করে নিবেন। যখন লক হয়ে যাবে তখন সেই আইকনে রাইট ক্লিক করলে যা টাইপ করতে বলবে (kkl quit) তা করবেন তাহলে আবার আনলক হয়ে যাবে।