ব্রাজিলে চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নকিয়া ঘোষণা করলো নতুন এক সিমবিয়ান স্মার্টফোন ৮০৮ পিউরভিউ।
এই হ্যান্ডসেটের চমকে দেয়া বিষয়টি হলো এর ৪১ মেগাপিক্সেলের ক্যামেরা। খবর ম্যাশএবল-এর।
অবিশ্বাস্য হলেও সত্যিই নকিয়া কার্ল জেইস লেন্স এবং নকিয়ার তৈরি পিক্সেল ওভার-স্যামপলিং প্রযুক্তি কাজে লাগিয়ে এই শক্তিশালী ক্যামেরা দিয়েছে ৮০৮ পিওরভিউতে।
→ তবে অতিরিক্ত মেগাপিক্সেল হলেই যে ছবির মান বেড়ে যাবে, এমনটা নয় বলেও জানিয়েছে ম্যাশএবল।
সূত্র আরও জানিয়েছে, পিওরভিউ প্রযুক্তি নকিয়ার অন্যান্য স্মার্টফোনেও দেয়া হবে। ফলে শিগগিরই মেগাপিক্সেলের সংখ্যা আশাতীত বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
ঘোষণা করা এই হ্যান্ডসেটটিতে রয়েছে;
→ ১.৩ গিগাহার্জ প্রসেসর,
→ ৪ ইঞ্চি স্ক্রিন,
→ ৫১২ মেগাবাইট র্যাম এবং
→ ১৬ গিগাবাইট স্টোরেজ।
এটি আসছে মে মাসেই, ৪৫০ ইউরোতে বাজারে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
তথ্যসূত্রঃ সংগৃহীত
এই হ্যান্ডসেটের চমকে দেয়া বিষয়টি হলো এর ৪১ মেগাপিক্সেলের ক্যামেরা। খবর ম্যাশএবল-এর।
অবিশ্বাস্য হলেও সত্যিই নকিয়া কার্ল জেইস লেন্স এবং নকিয়ার তৈরি পিক্সেল ওভার-স্যামপলিং প্রযুক্তি কাজে লাগিয়ে এই শক্তিশালী ক্যামেরা দিয়েছে ৮০৮ পিওরভিউতে।
→ তবে অতিরিক্ত মেগাপিক্সেল হলেই যে ছবির মান বেড়ে যাবে, এমনটা নয় বলেও জানিয়েছে ম্যাশএবল।
সূত্র আরও জানিয়েছে, পিওরভিউ প্রযুক্তি নকিয়ার অন্যান্য স্মার্টফোনেও দেয়া হবে। ফলে শিগগিরই মেগাপিক্সেলের সংখ্যা আশাতীত বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
ঘোষণা করা এই হ্যান্ডসেটটিতে রয়েছে;
→ ১.৩ গিগাহার্জ প্রসেসর,
→ ৪ ইঞ্চি স্ক্রিন,
→ ৫১২ মেগাবাইট র্যাম এবং
→ ১৬ গিগাবাইট স্টোরেজ।
এটি আসছে মে মাসেই, ৪৫০ ইউরোতে বাজারে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
তথ্যসূত্রঃ সংগৃহীত