ছবি আঁকুন নোটপ্যাডে


কোন ড্রইং এডিটর নয়, উইন্ডোসের পেইন্ট প্রোগ্রাম নয়, এমন কি এমএস ওয়ার্ডের ড্রইং প্যাড ব্যবহার করেও নয়, শুধুমাত্র নোটপ্যাড ব্যবহার করেই বিভিন্ন অক্ষর বা চিহ্ন টাইপ করে চমত্কার ছবি আঁকা সম্ভব। বিশ্বাস হচ্ছে না? তাহলে নিচের নির্দেশ অনুযায়ী মাত্র 20টা অক্ষর টাইপ করেই একে ফেলুন চমত্কার একটি বিড়ালের ছবি।

প্রথমে নোটপ্যাড বা অন্য যেকোন ওয়ার্ড প্রসেসর ওপেন করে ফন্ট হিসেবে Times New Roman সিলেক্ট করুন।
এবার নিচের অক্ষরগুলো টাইপ করুন :
প্রথম বন্ধনী শুরু + বাম দিকে হেলানো স্ল্যাশ + স্পেস + কমা + স্পেস + কমা + ডান দিকে হেলানো স্ল্যাশ + প্রথম বন্ধনী শেষ + এন্টার
প্রথম বন্ধনী শুরু + স্পেস + সিঙ্গেল কোটেশন + স্পেস + সেমি কোলন + স্পেস + সিঙ্গেল কোটেশন + স্পেস + প্রথম বন্ধনী শেষ + এন্টার
প্রথম বন্ধনী শুরু + কমা + কমা + প্রথম বন্ধনী শেষ + হাইফেন + প্রথম বন্ধনী শুরু + কমা + কমা + প্রথম বন্ধনী শেষ
ব্যাস - হয়ে গেল একটি বিড়াল। আশা করছি আপনারা নিশ্চয়ই আরো দারুণ কিছু আকার আইডিয়া বের করে ফেলবেন এবং সেগুলো এখানে শেয়ার করবেন।