আমরা সাধারণত জানি পেন ড্রাইভ FAT, FAT32 সিস্টেমে চলে। কিন্তু এই ফাইল সিস্টেমে কোনো ফাইল কম্প্রেস করা যায় না। কিন্তু NTFS ফাইল সিস্টেমে এই সুবিধা রয়েছে। এটি করলে পেন ড্রাইভে ফাইল সংরক্ষণে তুলনামুলক অর্ধেক যায়গা লাগে। এটি করার জন্য প্রথমে start মেনুতে গিয়ে cmd লিখে এন্টার দিতে হবে। এখন কমান্ড box এ C:Document and settings\Administrator> এর পর convert X:NTFS লিখে এন্টার দিতে হবে। এখানে X এর যায়গায় পেন ড্রাইভ যে ড্রাইভে রয়েছে তার নাম লিখতে হবে। এখন My Computer এ গিয়ে পেন ড্রাইভ আইকনে Right বাটন ক্লিক করে Propertices a যেতে হবে। এখান থেকে Compress Drive To Save Disc Space অপশনে টিক দিয়ে ওকে করতে হবে। এখন Apply To Sub Folders and Files। হয়ে গেল আপনার চাওয়াটা পূরণ আশা করি।