বাংলাদেশ এবার স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে


বাংলাদেশের প্রযুক্তি খাতে খুব শীঘ্রই একটি বড় বিবর্তন আসতে যাচ্ছে। বাংলাদেশ আগামী ২ বছরের মধ্যে একটি স্যাটেলাইট উৎক্ষেপন করতে যাচ্ছে। ২০১৩ সালের মধ্যে এই স্যাটেলাইট এর যাবতীয় কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। এই কার্যক্রমটির তদারকিতে থাকবে বাংলাদেশ স্পেস রিসার্চ এন্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন।
প্রতিষ্ঠানটি এপস্ক নামের একটি বিদেশী প্রতিষ্ঠানের সাথে একযোগে এই কার্যক্রম তদারকি করবে। এই স্যাটেলাইট এর মাধ্যমে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাত আরো শক্তিশালী হবে। জলবায়ু, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি সম্পর্কিত পূর্বাভাষ দেওয়া সহজ হবে। এছাড়াও এই স্যাটেলাইট এর মাধ্যমে আমরা কেবল টিভি নেটওয়ার্ক ছাড়াই প্রায় সকল টিভি চ্যানেল উপভোগ করতে পারব। এই কার্যক্রমে ব্যয় হবে প্রায় ১৫০ থেকে ২০০ মিলিয়ন মার্কিন ডলার।