youtube থেকে ভিডিও download করুন সহজে

আমি আপনাদের কে Youtube থেকে কিভাবে সহজে ভিডিও ডাউনলোড করা যায় তা দেখাব। যদিও অনেকেই মনে হয় জানেন। কিন্তু এই পদ্ধতি যারা জানেন না তাদের জন্য এই লেখা।
প্রয়োজনীয় সফটওয়্যার:
০১. Mozilla Firefox
০২. Free Download Manager (অত্যাবশ্যকীয় নয়)
Mozilla Firefox ইনস্টল করা থাকলে ভাল, আর না থাকলে ডাউনলোড করে ইনস্টল করে নিন। এবার http://www.google.com/ এই লিংক এ যান। পেজে রাইট বাটন ক্লিক করে Bookmark This Page অথবা ctrl+D চাপুন। Name এর ঘরে Youtube Video Downloder লিখে Done এ ক্লিক করুন। এরপর বুকমার্কস এ Youtube Video Downloder এ রাইট বাটন ক্লিক  করে Properties এ ক্লিক করুন।
Location এর ঘরে নিচের কোডটি কপি করে পেষ্ট করুন।

javascript:if(document.location.href.match(/http:\/\/[a-zA-Z\.]*youtube\.com\/watch/)){document.location.href='http://www.youtube.com/get_video?fmt='+(isHDAvailable?'22':'18')+'&video_id='+swfArgs['video_id']+'&t='+swfArgs['t']}

Save Changes এ ক্লিক করুন। এরপর Youtube এ গিয়ে কোন ভিডিও চালু করে Bookmarks থেকে Youtube Video Downloder এ ক্লিক করলে ভিডিওটি mp4 ফরম্যাটে ডাউনলোড হবে। ডাউনলোড স্পীড ভাল পেতে চাইলে Free Download Manager ব্যবহার করতে পারেন।