ওয়েব সাইটের url লেখার শর্টকাট:
কোন সাইটের ইউআরএল এর মধ্যের অংশটুকু লিখে Ctrl ও Enter বাটন একসাথে চাপ দিন www. ও .com সয়ংক্রিয়ভাবে বসে যাবে। যেমন: google লিখে Ctrl+Enter দিলে এটি সয়ংক্রিয়ভাবে www.google.com হয়ে যাবে। Internet Explorer ও Mozilla Firefox এ এই শর্টকাট কাজ করে।
ভুলে কোন ফাইল ডিলিট করে দিলে:
সাথে সাথে Ctrl চেপে ধরে Z চাপ দিন।
এক্সপিতে ডেস্কটপ লক করার শর্টকাট:
WinKey চেপে ধরে L বাটন চাপ দিন।
কপি/পেস্ট এর কিবোর্ড শর্টকাট:
কপি- Ctrl+c এবং পেস্ট- Ctrl+v
নেটওয়ার্ক প্রিন্টার ইনস্টল করার সহজ পদ্ধতি:
নেটওয়ার্ক প্রিন্টার ইনস্টল করার সহজ পদ্ধতি হচ্ছে উইন্ডোজের এড্রেসবারে ডাবল শ্লেস দিয়ে যে কম্পিউটারটাতে প্রিন্টার লাগানো আছে তার নাম লিখে এন্টার দিন (যেমনঃ- \\computername)। শেয়ার করা প্রিন্টারটা দেখাবে। ওটার উপর রাইট মাউস ক্লিক করে connect এ ক্লিক করুন। উইন্ডোজ ৯৮ এ connect এর পরিবর্তে Install লেখা থাকবে।
বিভিন্ন ধরনের ফাইল একসাথে সার্চ করা:
উইন্ডোজে একসাথে একাধিক ধরনের ফাইল সার্চ করা যায়। যেমনঃ- *.mpg, *.avi, *.mp3 লিখে সার্চ দিন।