XP পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন

আমরা সাধারনত কম্পিউটারে কোন তথ্য বা কম্পিউটারকে সেভ রাখার জন্য পাসওয়ার্ড দিয়ে লক করে রাখি। কিন্তু কোন কারনে পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন? তখন অনেকেই নতুন করে এক্সপি সেটাপ দেন। কিন্তু আমি এখন যে টিপসটি দেব তা আপনার ভাগ্য ভাল হলে কাজে লেগেও যেতে পারে। ব্যাপারটা একটু খুলে বলি, এক্সপি সেটাপ দেওয়ার সময় এডমিনিস্ট্রেটররের পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন আসে যা আমরা বেশিভাগই খালি রেখে পরের ধাপে চলে যাই(যদি ও আপনারার পিসির নিরপত্তার স্বার্থে এটা করা উচিৎ না)। ফলে Administrator এর কোন পাসওয়ার্ড থাকে না। লগিন স্ক্রিনে আপনার দেওয়া পাসওয়ার্ড দিয়ে যদি ঢোকা না যায় তাহলে কম্পিউটারে কিবোর্ডে Ctrl+alt+del দুইবার চাপুন। তাহলে দেখবেন উইন্ডোজ ২০০০ এর মত লগিন স্ক্রিন দেখাচ্ছে।

এবার Username এ administrator লিখে এন্টার চাপুন। যেহেতু কোন পাসওয়ার্ড নেই(থাকলে কিন্তু আপনি ধরা :)) কম্পিউটার লগিন হয়ে যাবে। এবার My Computer রাইট মাউস ক্লিক করে Manage এ ক্লিক করুন। Computer Management চালু হবে। System Tools -> Local Users and Group -> Users এ ক্লিক করে ডান পাশ থেকে যে ইউজারের পাসওয়ার্ড ভুলে গেছেন সেটাতে রাইট মাউস ক্লিক করে Set Password... এ ক্লিক করুন। Proceed ক্লিক করুন। নতুন পাসওয়ার্ড দিয়ে OK করুন। এবার লগঅফ করে আপনার পূর্বের ইউজার দিয়ে লগিন করুন।