Google থেকে জেনে নিন যেকোন শব্দের সংজ্ঞা -

গুগলের Define অপারেটরটি ব্যবহার করে আপনি কোন সাইটে প্রবেশ না করে শুধুমাত্র সার্চ রেজাল্ট থেকেই যেকোন শব্দের সংজ্ঞা জেনে নিতে পারবেন। গুগল বিভিন্ন সাইট ঘেঁটে নিজেই আপনার জন্য আপনার প্রদত্ত শব্দটির বিভিন্ন সংজ্ঞা এনে হাজির করবে। যেমন ধরুন আপনি যদি জানতে চান mouse শব্দটির সংজ্ঞা কি, তাহলে গুগল সার্চে গিয়ে define:mouse লিখে সার্চ দিলেই দেখবেন মাউজের বিভিন্ন সংজ্ঞা এসে হাজির হয়ে গেছে। এখানে আমি define:mouse থেকে প্রাপ্ত সংজ্ঞাগুলো থেকে দুটি সংজ্ঞা উল্লেখ করলাম -


1. A hand-operated electronic device that controls the coordinates of a cursor on your computer screen as you move it around on a pad …

2. A mouse (plural mice) is a small animal that belongs to one of numerous species of rodents …

দেখতেই পাচ্ছেন গুগল একজন সংজ্ঞা বিশারদও বটে।