আপনার মোবাইল ফোনটি পানিতে পড়ে গেলে কি করবেন ?
আপনার সাধের মোবাইল ফোনটি যদি কোন কারনে পানিতে পড়ে যায় তাহলে আপনি কি করবেন জানেন কি? না জানলে আমি জানিয়ে দিচ্ছি। আপনার ফোনটি পানিতে পড়লে সাথে সাথে মোবাইল ফোনের ব্যাটারী খুলে ফেলুন। তারপর মোবাইলের কেসিং ও সিম কার্ড খুলুন কেসিং খোলা হয়ে গেলে হেয়ার ড্রাই মেশিন দিয়ে এটিকে হিট দেন দেখবেন বাষ্প হয়ে পানি উড়ে যাচ্ছে। যদি হেয়ার ড্রাই মেশিন না থাকে তাহলে সূর্যের আলো কিংবা ১০০ পাওয়ারের বাল্বে হিট দিন। তারপর কেসিং লাগিয়ে মোবাইলের ব্যাটারী লাগান এবং পাওয়ার অন করুন দেথুন আপনার মোবাইলটি ঠিক হয়ে গেছে। যদি এভাবে না সারে তাহলে আপনি উপরোক্ত কাজটি করে কোন ভাল মোবাইল মেকারকে দেখাবেন।