বিশেষ আর্টিক্যাল

ধূমপান ছাড়ার ১৩ উপায়

ধূমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ধূমপানের কুফল হিসেবে ফুসফুসের ক্যান্সার, হার্টের রক্তনালী সরু হয়ে হার্ট এ্যাটাকের ঝুকি বৃদ্ধি, মস্তিস্কে রক্ত চলাচলে বাধা, যৌন ক্ষমতা হ্রাসসহ নানা ক্ষতিকর দিক রয়েছে ধূমপানের। অনেকেই ধূমপান নামক এই ঘাতককে চিরতরে নির্বাসনে দিতে চান কি‘ নানা কারণে ধূমপান আর ছাড়া হয় না। বিশেষজ্ঞগণ ধূমপানের আসক্তি থেকে নিজেকে রক্ষার ১৩টি উপায় বলে দিয়েছেন। এসব অনুসরণ করলে অবশ্যই ধূমপান ছাড়া সম্ভব।

এই ১৩টি উপায় হচ্ছে-
০ প্রথমে সিদ্ধা- নিন কেন ধূমপান ছাড়া আপনার জন্য জরুরী। অর্থাৎ কি কারণে ধূমপান ছাড়তে চান। যেমন ক্যান্সার ও হার্ট এ্যাটাকের ঝুকি কামাতে।
০ কোন ধরনের থেরাপি বা মেডিকেশন ছাড়া ধূমপান ছাড়া ঠিকনয়। কারণ সিগারেটের নিকোটিনের ওপর ব্রেইন অনেক ক্ষেত্রে নির্ভরশীল হয়ে পড়ে। ছেড়ে দিলেই নানা উপসর্গ শুরু হয়। তাই সিগারেটের বিকল্প থেরাপির কথা চিন্তা করতে হবে। ০ নিকোটিনের বিকল্প গাম, লজেন্স ইত্যাদি ব্যবহার করতে হবে।
০ নিকোটিনের বিকল্প ওষুধ সেবন করা যেতে পারে।
০ একা একা ধূমপান না ছেড়ে পরিবারের অন্যান্য সদস্য (যদি ধূমপায়ী থাকেন), বন্ধু-বান্ধব ও সহকর্মীদের উৎসাহিত করে একসঙ্গে ধূমপান ত্যাগের ঘোষণা দিন।
০ মানসিক চাপ কমাতে চেষ্টা করুন। প্রয়োজনে হালকা ম্যাসাজ নিন।
০ অ্যালকোহল পরিহার করুন।
০ মনোযোগ অন্যদিকে নিতে ঘর পরিষ্ক্ষার করতে চেষ্টা করুন।
০ ধূমপান ত্যাগের জন্য বার বার চেষ্টা করুন। একবার ছেড়ে দিলে দ্বিতীয় বার আর ধূমপান করবেন না।
০ নিয়মিত ব্যায়াম করুন।
০ প্রচুর পরিমাণ সবুজ শাক-সবজি ও রঙিন ফলমুল খান।
০ ধূমপান বন্ধ করে যে আর্থিক সাশ্রয় আপনার হবে তার একটা অংশ হালকা বিনোদনে ব্যয় করুন।
০ আর ধূমপান ছাড়-ন বন্ধু-বান্ধব বা প্রেমিককে খুশী করার জন্য নয়, বরং আপনার সুস্বাস্থ্যের জন্যই এটা করেছেন। এমন জোরালো অবস্থান নিন।

ব্লু-রে ডিস্ক

ব্লু-রে ডিস্ক (ইংরেজি ভাষায়: (Blu-ray Disc) যা বিডি বা ব্লু-রে) নামেও পরিচিত, এক প্রকার অপটিকাল ডিস্ক ডিভাইস, যা ডিজাইন করা হয়েছে অপর এক ধরনের তথ্য সংরক্ষণকারী ডিভাইস ডিভিডি-এর সাথে সাদৃশ্য রেখে।
এর মূল ব্যবহার হচ্ছে হাই-ডেফিনিশন ভিডিও, প্লেস্টেশন ৩ ভিডিও গেম, এবং অন্যান্য তথ্য-উপাত্ত সংরক্ষণে। প্রতিটি একক লেয়ার বিশিষ্ট ব্লু-রে ডিস্ক ২৫ গিগাবাইট পর্যন্ত তথ্য ধারণ করতে পারে, আর দ্বৈত লেয়ারের ক্ষেত্রে এই ধারণক্ষমতা হয় ৫০ গিগাবাইট। যদিও এই ধারণক্ষমতা এর আদর্শ মাত্রাকে নির্দেশ করছে তদুপরি এর ধারণক্ষমতা এখনো বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত ২০০ গিগাবাইটের ডিস্কও আবিষ্কৃত হয়েছে; এবং ১০০ গিগাবাইটের ডিস্কও আছে, যেগুলো কোনো অতিরিক্ত যন্ত্রাংশ বা সফটওয়্যার ছাড়া শুধুমাত্র সাধারণ ব্লু-রে ডিস্ক রিডার ব্যবহারের মাধ্যমেই তথ্য পাঠ করতে পারে।এই ডিস্কের আকার-আকৃতি প্রচলিত সিডি-ডিভিডির মতোই।
ব্লু-রে ডিস্ক নামটি এসেছে এই ডিস্কে ব্যবহৃত নীল-বেগুনী লেজারের (ব্লু-ভায়োলেট লেজার) নামানুসারে। এই ডিস্কের তথ্য পাঠ করতে এই লেজার ব্যবহৃত হয়। সাধারণ মানসম্পন্ন আদর্শ ডিভিডির ক্ষেত্রে ব্যবহৃত হয় ৬৫০ ন্যানোমিটারের লাল লেজার। ব্লু-রে ডিস্কে তুলনামূলক ছোট তরঙ্গদৈর্ঘ্য, প্রায় ৪০৫ ন্যানোমিটারের নীল-বেগুনি লেজার ব্যবহৃত হয়। এর ফলে প্রচলিত ডিভিডির থেকে এটিতে প্রায় ১০ গুণ বেশি তথ্য সংরক্ষণ করা যায়।
ব্লু-রে ডিস্ক তৈরি করেছে ব্লু-রে ডিস্ক অ্যাসোসিয়েশন। এটি ইলেকট্রনিক্স, কম্পিউটার হার্ডওয়্যার, এবং চলচ্চিত্র ক্রেতাদের স্বার্থ উপস্থাপনকারী একটি সংগঠন। জুন ২০০৯ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যে প্রায় ১,৫০০ ব্লু-রে ডিস্ক টাইটেল পাওয়া গেছে, এবং জাপান, যুক্তরাষ্ট্র, ও কানাডায় পাওয়া গেছে প্রায় ২,৫০০।

নারী আসন পেছনে রাখায়

নারী আসন পেছনে রাখায়


অর্থডক্স ইহুদিদের পরিচালিত একটি বাস সার্ভিসে নারীদের আসন পেছনে রাখায় সেটার রুট পারমিট বাতিলের কথা ভাবছে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ। লিঙ্গ ব্যবধানে বিশ্বাসী এই ইহুদিরা তাদের পরিচালিত বি ১১০ বাসে কোনো নারী যাত্রী সামনের দিকে বসলে সেই আসন ছেড়ে তাকে পেছনে যেতে বাধ্য করে বলে অভিযোগ উঠেছে। নিউইয়র্কের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন মুখপাত্র স্কট গ্যাস্টেল বলেছেন, অভিযোগের ব্যাপারে ওই বাস অ্যাজেন্সির নির্বাহী পরিচালকের কাছে জবাব চাওয়া হয়েছে। তিনি এটাকে বাস পরিচালনার চুক্তির খেলাপ বলে বর্ণনা করেছেন এবং অভিযোগ প্রমাণিত হলে চুক্তি বাতিল হয়ে যেতে পারে বলে জানান। বাস কোম্পানি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। নিউইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটির এক ছাত্র ওই বাসের এক নারী যাত্রীর উদ্ধৃতি দিয়ে এ মর্মে খবর প্রকাশ করে, তাকে সামনের আসন ছেড়ে পেছনে যেতে বাধ্য করা হয়েছিল।

ফোনবিল ২ লাখ ডলার

ফোনবিল ২ লাখ ডলার


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সেলিনা অ্যারোন্স নামের এক মহিলার এক মাসের সেলফোন বিল এসেছে দুই লাখ এক হাজার ডলার। ওই মহিলা মাত্র দুই সপ্তাহের জন্য তার সেলফোন প্লানের সাথে তার মূক ও বধির ভাইকে সম্পৃক্ত করেছিলেন। ভূতুড়ে বিল আসার পর সেলিনা খবর নিয়ে জানতে পারেন, সমির নামের তার ভাইটি দুই সপ্তাহের জন্য কানাডায় ছুটি কাটানোর সময় তার ডাটা রোমিং অফ করে যাননি। ফলে দুই হাজারটি টেক্স আদান-প্রদান এবং ফোনে ইন্টারনেট ও ভিডিও করা বাবদ প্রতি মেগাবাইটের জন্য তার ১০ ডলার করে বিল হয়। বোনটি অবশ্য ফোন কোম্পানিকে বিষয়টি অবগত করলে তারা বিল কমিয়ে আড়াই হাজার ডলার করে এবং সেটাও ছয় মাসে দিতে হবে।

এক মাসের শিশু যখন চাকরিজীবী

এক মাসের শিশু যখন চাকরিজীবী!


এক মাসের শিশু চাকরি করছে! মাসে মাসে বেতনও পাচ্ছে। ভাবুন তো এক মাসের শিশু চেয়ারে পায়ের ওপর পা তুলে অফিসের ফাইল নাড়াচাড়া করছে। নিশ্চয়ই বিশ্বাস হচ্ছে না। কিন' হবেইবা কী করে? যে শিশুটি কান্না ছাড়া আর কিছুই করতে পারে না, সে কিভাবে চাকরি করবে?
কিন' অবিশ্বাস্য হলেও এ ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার জামফারা রাজ্যে। রাজ্যটির দুর্নীতির মাত্রা দিন দিন এতই বাড়ছে যে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা স্ত্রী ও ছেলেমেয়েদের নামে অফিস থেকে বেতন তুলছে।
জামফারা রাজ্যের জাস্টিস কমিশনার গাবরা জামাম বলেছেন, ‘বর্তমানে সরকারি অফিসগুলোতে ভুতুড়ে কর্মচারীদের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় আমরা তদন্ত শুরু করলাম। তদন্ত করতে গিয়ে কর্মচারীদের বেতনের তালিকায় এক মাসের শিশুর নাম দেখতে পেলাম। এর চেয়েও অবাক করা ব্যাপার হলো শিশুটি ডিপ্লোমা ডিগ্রিধারী। এ ছাড়া আগস্ট মাসে অন্য একটি শহরে বেতনের তালিকায় পাঁচ মাসের এক শিশুর নামও পাওয়া গেছে।

স্ত্রীর অনুরোধে


স্ত্রীর অনুরোধে


স্ত্রীর অনুরোধে অনেকেই অনেক কিছু করতে পারেন, তাজমহল পর্যন্ত না কি বানানো যায়। যুক্তরাষ্ট্রের ফুলটনে জে ওরনিক স্ত্রীর অনুরোধে নিজের ওজন হ্রাস করেছেন ২০০ পাউন্ড। ওজন যে বাড়ছে এবং তা কমানো দরকার তা নিয়ে তার কোনো দ্বিমত ছিল না। কিন' কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। কিন' যখন স্ত্রী অনুরোধ করল আগামী বছরের মধ্যে তার ওজন কমাতে হবে, তখন তিনি অনুরোধটি ফেলতে পারলেন না। মাত্র ১০ মাসে তিনি ওজন কমিয়েছেন ১৯৮ পাউন্ড। ১ জানুয়ারি তার ওজন ছিল ৩৬৬ পাউন্ড, আর সোমবার হয়েছে ১৬৮ পাউন্ড। আর এই কাজটি তিনি করেছেন মূলত খাবার কমিয়ে। আগে তিনি দিনে ৫৬৬ গ্রাম গোশত, তিনটি আলু আর ১২ প্যাক সোডা খেতেন। আর এখন ছয় দিন কাজ করার পাশাপাশি ফলমূল, সবজি, হালকা গোশত আর পানিতেই সন'ষ্ট থাকেন।

কনস্টেবল পদে সালমান খান

কনস্টেবল পদে সালমান খান?

বলিউড আইকন সালমান খান ভারতের পুলিশবাহিনীতে যোগ দিচ্ছেন? বড় কোনো পদে নয় স্রেফ কনস্টেবল পদের জন্য আবেদন করেছেন? আবেদনপত্রের ছবি তো তা-ই বলে। অবশ্য বিষয়টি তা নয়। মনোহর দিলিপ স্যানসের নামে মুম্বাইয়ের এক প্রার্থী কনস্টেবল হিসেবে শারীরিক পরীক্ষা দেয়ার জন্য সাইবার ক্যাফে থেকে ই-মেইলের মাধ্যমে ছবি পাঠাতে গিয়ে ওই ভুলটি করেন। এ জন্য অবশ্য তাকে নিয়োগকর্তাদের হাতে বিভিন্নভাবে হেনস্তা হতে হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যখন বুঝতে পারলেন এটা স্রেফ একটা প্রযুক্তিগত ভুল, তখন ওই প্রার্থীর পরীক্ষা নেয়ার ব্যবস'া করে দেন।

মোটা হওয়ার আশঙ্কায়

মোটা হওয়ার আশঙ্কায়!


‘মানুষ না খেলে মরে না, খেয়ে মরে’ এ কথাটিকে অন্ধের মতো বিশ্বাস করে বিপদ ডেকে এনেছে ম্যাডিসনের উত্তরাঞ্চলের অ্যাপিলিটন শহরের সুল্টজ দম্পতি। ১৪ মাসের শিশুটিকে ক্ষুধার্ত রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাদের। বেশি খেয়ে শিশুটি যাতে মোটা না হয়ে যায়, তাই এ দম্পতি শিশুটিকে কম খেতে দিত। ফলে ১৪ মাসে শিশুটির ওজন বেড়েছে মাত্র পাঁচ পাউন্ড। শিশুটিকে অবজ্ঞা করার দায়ে ক্রিস্টোফার সুল্টজ ও ম্যারি সুল্টজকে অভিযুক্ত করা হয় এ মাসে। যদি তারা দোষী সাব্যস্ত হন তবে দু’জনের এক বছর করে জেল ও ২৫ হাজার টাকা করে জরিমানা হবে। বৃহস্পতিবার আউটাগোমিক কান্ট্রি সার্কিট কোর্ট ৩৫ বছরের ক্রিস্টোফার ও ৩৬ বছরের ম্যারি সুল্টজকে জামিন দেয়। কিন' তারা ওই সন্তানটির সাথে দেখা করতে পারবে না। বাকি তিন সন্তানকে দেখাশোনা করার শর্তে মুচলেকায় স্বাক্ষর নিয়ে তাদের জামিন দেয়া হয়েছে। অ্যাটর্নি মাইকেল পেটারসন বলেছেন, তারা ইচ্ছা করেই এই অপরাধ করেছে, নাকি শিশুটির বাবা-মাকে কেউ বিভ্রান্ত করেছে- সে ব্যাপারে পুরোপুরি তদন্ত না করার আগে রায় দেয়া যাবে না। একজন চিকিৎসক পুলিশকে জানান, ২০১০ সালের জুনে জন্ম নেয়া আট পাউন্ড ওজনের শিশুটির ওজন গত সেপ্টেম্বরে বেড়ে মাত্র ১৩ পাউন্ড হয়। কিন' এই বয়সে তার ওজন হওয়া উচিত ২২ পাউন্ড। আরেকজন চিকিৎসক বলেন, শিশুটির শরীরে তেমন চর্বি নেই এবং সে খুব ক্ষুধার্ত।

মোটা লোকের জন্য


মোটা লোকের জন্য

যুক্তরাষ্ট্রের কলোরাডোয় রাস্তার পাশে ছেড়ে দেয়া ৪০ থেকে ৭০টি খরগোশের মালিকের খোঁজ পাওয়া যাচ্ছে নাস্থানীয় অ্যানিমেল প্রটোকল কর্তৃপক্ষ মালিকের সন্ধানদাতার জন্য ৫০০ ডলার পুরস্কার ঘোষণা করেছেকর্তৃপক্ষ জানার চেষ্টা করছে, এগুলোর মালিক কেন এগুলোকে এভাবে ছেড়ে দিয়েছেকেউ কেউ ঘুরে বেড়ানো অনেক খরগোশ সংগ্রহও করেছে

প্লেট বলে দেবে খাবার পরিমাণ

প্লেট বলে দেবে খাবার পরিমাণ!


ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) এমন একটি খাবার প্লেট আবিষ্কার করেছে, যা বলে দেবে কে কতটুকু খাবে, কিভাবে খাবে? বিশেষজ্ঞেরা জানিয়েছেন, এই প্লেট স'ূল ব্যক্তিদের জন্য অনেক উপকারী একটি যন্ত্র। কারণ কোনো স'ূল ব্যক্তি যখন প্রয়োজনের চেয়ে বেশি খাবার প্লেটে তুবে তখনই সতর্কবাণী বেজে উঠবে, বেশি দ্রুত খাওয়া শুরু করলে কথা বলে উঠবে প্লেটটি। অদ্ভুত এই যন্ত্রটির নাম হলো ‘ম্যান্ডোমিটার’। ব্রিটেনের বাজারে এটা এক হাজার ৫০০ পাউন্ডের বিনিময়ে পাওয়া যাচ্ছে। এই যন্ত্রটিতে আছে তিনটি অংশ। একটি প্লেট, প্লেটের নিচে একটি ছোট্ট মিটার ও একটি স্ক্রিন। ওই স্ক্রিনে আগে থেকেই দিয়ে দেয়া হয় স'ূল ব্যক্তির বয়স, ওজন এবং উচ্চতা। এর পর বয়স, ওজন ও উচ্চতার তুলনায় প্লেটে বেশি খাবার তুলে নিলে সঙ্কেত দেয় মনিটর। এর পর যদি খাবার বেশি দ্রুত বা প্লেট থেকে প্রয়োজনের তুলনায় বেশি তুলে ফেলে তাহলে কথা বলে উঠে প্লেটটি। সতর্ক করে বলে, ‘প্লিজ ইট মোর স্লোলি’। ম্যান্ডোমিটার নিয়ে গবেষণা শেষে এর ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছেন বিশেষজ্ঞেরা। ব্রিস্টল ইউনিভার্সিটির বায়োমেডিক্যাল রিসার্চ ইউনিট থেকে বলা হয়েছে, ম্যান্ডোমিটার থেকে স'ূলতার সমস্যা নিরসনে ইতিবাচক ফল পাওয়া যাবে। তাই এখন এটা বাজারে ছাড়া হয়েছে এবং এর জন্য যথেষ্ট সাড়াও পাওয়া গেছে। ইন্টারনেট।

ঘুষখোর


ঘুষখোর


ঘুষখোরের অস্তিত্ব কমবেশি সব দেশে থাকলেও আক্ষরিক অর্থেই ঘুষের টাকা খাওয়াটা সত্যিই বিরল ব্যাপার। রাশিয়ার এক পুলিশ ঘুষের টাকা সত্যিই খেয়ে ফেলেছিলেন। তবে যে জন্য এই কর্মটি তিনি করেছিলেন, তা থেকে রক্ষা পাননি। ধরা তাকে পড়তেই হয়েছে এবং শাস্তিও পেতে হয়েছে। ঘটনাটি ঘটেছে রাশিয়ার সারাতোভে। এক মোটরচালকের স'গিত লাইসেন্স ফিরিয়ে দেয়ার বিনিময়ে এক পুলিশ অফিসার ৪৭৮ মার্কিন ডলার ঘুষ নিয়েছিলেন। তবে ধরা পড়ার আশঙ্কায় তিনি সব অর্থ গিলে ফেলেন। কিন' তাতেও রক্ষা পাওয়া যায়নি। তাকে ১৯ হাজার ডলার জরিমানা এবং দুই বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে।

নামহীন শহর


নামহীন শহর


যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য টেক্সাসে শত শত শহর রয়েছে এবং এসব শহরের নামগুলোর পেছনে রয়েছে মজার ইতিহাস। এক গবেষক জানিয়েছেন, ১৮৮০ সালে নামকরণ নিয়ে জটিলতার একপর্যায়ে একটি শহরের নাম রাখা হয় নেইমলেস (অনামিকা!)। শহরের বাসিন্দারা একের পর এক নাম জমা দিলেও স'ানীয় পোস্ট মাস্টারের কোনোটাই পছন্দ হচ্ছিল না। একপর্যায়ে তারা শহরটির নাম নেইমলেস রাখার সিদ্ধান্ত নেন এবং সেটাই বলবৎ হয়ে যায়। কেউ কেউ আবার তাদের শহরের নাম রাখে আটলান্টা, ডেট্রোয়েট, প্যারিস, কার্থেজ ইত্যাদি। হ্যাপি, জয়, ইউটোপিয়া, প্যারাডাইজ, ইডেন, প্লাসিড, প্রসপার ও লয়াল ভ্যালির মতো নামও রাখা হয় কয়েকটি শহরের।

ডাকাতের ভদ্রতা

ডাকাতের ভদ্রতা!ডাকাতি করেছিল সে। তবে ওই অপকর্ম করার সময়ে সে অত্যন্ত বিনয়ী থাকায় তাকে লঘু শাস্তি দেয়া হচ্ছে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে। ফ্রাঙ্কলিন কিফার (২৯) নামের এক তরুণ সানগ্লাস ও স্কি ক্যাপ পরে ২৮ জুন কলম্বিয়া ব্যাংকে যায় ডাকাতি করতে। তবে সে কোনো অস্ত্র প্রদর্শন না করে ক্যাশিয়ারের কাছে ভদ্রভাবে টাকাগুলো দিতে বলে এবং তারপর সে সাড়ে তিন হাজার ডলার নিয়ে যায়। অবশ্য পালাতে পারেনি। ডাকাতির মামলায় তার পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারত। কিন' তার ভদ্রতার জন্য তাকে সামান্য সাজা দিয়ে খালাস দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

দানব আকৃতির পোকা

দানব আকৃতির পোকা!
পোকা-মাকড় বলতেই আমরা বুঝি অতি ক্ষুদ্র প্রাণীকে। কিন' পৃথিবীর সবচেয়ে বড় পোকাটির সন্ধান পাওয়া গেছে নিউজিল্যান্ডের একটি দ্বীপে। এর ওজন তিনটি ইঁদুরের সমান এবং এর পাখা ৭ ইঞ্চি লম্বা। এই দানব আকৃতির পোকার সন্ধান পেয়েছেন ৫৫ বছরের বয়সী প্রকৃতিপ্রেমী মার্ক মোকেট। তিনি নিউজিল্যান্ডের একটি ছোট্ট দ্বীপে দুই রাত তন্ন তন্ন করে দানব পোকাটিকে খুঁজেছেন। এক সময় পোকাটিকে আবিষ্কার করেন একটি গাছের ওপরের দিকে। বেশির ভাগ মানুষ পোকাটি দেখে ভয়ে পিছু হটলেও মোকেট পোকাটিকে হাতে নিয়ে গাজর খেতে দেন। ‘সে খুব মজা করে দ্রুত গাজরটি খেয়েছে’- বললেন মোকেট। এই দানব পোকাটি এখন বিলুপ্ত হওয়ার পথে।

৩৫ বছর পর পতাকা ফেরত


 ৩৫ বছর পর পতাকা ফেরত
যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের জোলিয়েট জুনিয়র কলেজের পতাকা চুরির ঘটনা ঘটেছিল ১৯৭৬ সালের জুলাই মাসেওই সময় চার তরুণ মিলে চুরি করেছিল পতাকাটিকিন' তারা সবসময়ই ভাবত পতাকাটি এক দিন তাদের ফেরত দিতে হবেএ জন্য তারা পতাকাটি যত্ন করে রাখতওই চারজনের মধ্যে কার্নি নামের একজন এ সপ্তাহেই কলেজ কর্তৃপক্ষকে পতাকাটি ফেরত দিয়েছেপতাকাটি তারা কেন চুরি করেছিল, সে ব্যাপারে অবশ্য কার্নি কিছু জানায়নিকার্নির বক্তব্য- পতাকাটি ফেরত দিয়ে আমরা একটি ভালো দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছি

স্টিয়ারিং ছেড়ে মোবাইল!


স্টিয়ারিং ছেড়ে মোবাইল!

ধরুন আপনি গাড়ি চালাচ্ছেনআর আপনার মা ও স্ত্রী উভয়ই একই সময় আপনাকে মোবাইলে কল করেছেনএখন আপনি কী করবেন? দুটি মোবাইল সেটই কি একই সাথে রিসিভ করবেন? হ্যাঁ, এমনি ঘটনা ঘটেছে ইতালিতেআলফা রোমিও ১৬৬ মডেলের একটি বিলাসবহুল গাড়ি চালিয়ে দেশটির দক্ষিণাঞ্চলীয় বারি শহরের হাইওয়ে দিয়ে যাওয়ার সময় এর চালককে দুটি ফোনে কথা বলতে দেখে পুলিশ গাড়িটি থামান এবং তাকে গ্রেফতার করেন৪৩ বছর বয়সী এই চালককে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, তার মা ও স্ত্রী একই সাথে দুটি মোবাইলে কল করলে তিনি দুইজনের কাউকেই অপেক্ষা করাতে চাননিকুরিয়ার ডেল সেরা দৈনিক পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ি চালানোর সময় ফোনে কথা বলার দায়ে পেশাদার এ চালককে ১৫২ ইউরো জরিমানা করেছে পুলিশইতালিতে গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলা আইনত নিষিদ্ধতবে স্পিকার অন করে কথা বলার নিয়ম আছেকিন' দেশটিতে এ আইন উপেক্ষা করা হচ্ছে

জনপ্রিয় পোস্টসমূহ

ক্রিকেট ঝলক

ফেসবুক ব্যাজ

Top