ডাকাতের ভদ্রতা!ডাকাতি করেছিল সে। তবে ওই অপকর্ম করার সময়ে সে অত্যন্ত বিনয়ী থাকায় তাকে লঘু শাস্তি দেয়া হচ্ছে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে। ফ্রাঙ্কলিন কিফার (২৯) নামের এক তরুণ সানগ্লাস ও স্কি ক্যাপ পরে ২৮ জুন কলম্বিয়া ব্যাংকে যায় ডাকাতি করতে। তবে সে কোনো অস্ত্র প্রদর্শন না করে ক্যাশিয়ারের কাছে ভদ্রভাবে টাকাগুলো দিতে বলে এবং তারপর সে সাড়ে তিন হাজার ডলার নিয়ে যায়। অবশ্য পালাতে পারেনি। ডাকাতির মামলায় তার পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারত। কিন' তার ভদ্রতার জন্য তাকে সামান্য সাজা দিয়ে খালাস দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।