স্টিয়ারিং ছেড়ে মোবাইল!


স্টিয়ারিং ছেড়ে মোবাইল!

ধরুন আপনি গাড়ি চালাচ্ছেনআর আপনার মা ও স্ত্রী উভয়ই একই সময় আপনাকে মোবাইলে কল করেছেনএখন আপনি কী করবেন? দুটি মোবাইল সেটই কি একই সাথে রিসিভ করবেন? হ্যাঁ, এমনি ঘটনা ঘটেছে ইতালিতেআলফা রোমিও ১৬৬ মডেলের একটি বিলাসবহুল গাড়ি চালিয়ে দেশটির দক্ষিণাঞ্চলীয় বারি শহরের হাইওয়ে দিয়ে যাওয়ার সময় এর চালককে দুটি ফোনে কথা বলতে দেখে পুলিশ গাড়িটি থামান এবং তাকে গ্রেফতার করেন৪৩ বছর বয়সী এই চালককে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, তার মা ও স্ত্রী একই সাথে দুটি মোবাইলে কল করলে তিনি দুইজনের কাউকেই অপেক্ষা করাতে চাননিকুরিয়ার ডেল সেরা দৈনিক পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ি চালানোর সময় ফোনে কথা বলার দায়ে পেশাদার এ চালককে ১৫২ ইউরো জরিমানা করেছে পুলিশইতালিতে গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলা আইনত নিষিদ্ধতবে স্পিকার অন করে কথা বলার নিয়ম আছেকিন' দেশটিতে এ আইন উপেক্ষা করা হচ্ছে