দানব আকৃতির পোকা!
পোকা-মাকড় বলতেই আমরা বুঝি অতি ক্ষুদ্র প্রাণীকে। কিন' পৃথিবীর সবচেয়ে বড় পোকাটির সন্ধান পাওয়া গেছে নিউজিল্যান্ডের একটি দ্বীপে। এর ওজন তিনটি ইঁদুরের সমান এবং এর পাখা ৭ ইঞ্চি লম্বা। এই দানব আকৃতির পোকার সন্ধান পেয়েছেন ৫৫ বছরের বয়সী প্রকৃতিপ্রেমী মার্ক মোকেট। তিনি নিউজিল্যান্ডের একটি ছোট্ট দ্বীপে দুই রাত তন্ন তন্ন করে দানব পোকাটিকে খুঁজেছেন। এক সময় পোকাটিকে আবিষ্কার করেন একটি গাছের ওপরের দিকে। বেশির ভাগ মানুষ পোকাটি দেখে ভয়ে পিছু হটলেও মোকেট পোকাটিকে হাতে নিয়ে গাজর খেতে দেন। ‘সে খুব মজা করে দ্রুত গাজরটি খেয়েছে’- বললেন মোকেট। এই দানব পোকাটি এখন বিলুপ্ত হওয়ার পথে।