skip to main |
skip to sidebar
Recycle Bin এর নাম রিনেম করে নিন সহজেই
আমাদের পরিচিত রিসাইকেল বিন এর নাম কখনো পরিবর্তন করার চেষ্টা করেছেন? যারা চেষ্টা করেননি তারা একবার চেষ্টা করে দেখুন তো রিসাইকেল বিন এ রিনেম করা যায় কিনা? হ্যাঁ, রিসাইকেল বিন-কে রিনেম করার জন্য আসলেই কোন অপশন নেই। কিন্তু কম্পিউটারে পারা যায়না এমন কিছু খুব কম আছে। তাই কথা না বাড়িয়ে কাজে যাওয়া যাক। রিসাইকের বিন এর নাম পরিবর্তন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
> প্রথমে Start মেনু থেকে Run এ ক্লিক করুন।
> এর পর regedit লিখে ইন্টার চাপুন।
> তারপর HKEY_CURRENT_USER থেকে Software\Microsoft\Windows\ShellNoRoam\MUICache পর্যন্ত যেতে হবে।
> এবং খুজে বের করুন এই লেখাটি @C:\WINDOWS\system32\SHELL32.dll,-8964 ও এর উপর ডাবল ক্লিক করুন।
>এবার Recycle Bin এর পরিবর্তে Dustbin/ Trash / Delete Box/ Aborjona ইত্যাদি যা ইচ্ছে তা লিখুন এবং Ok করে ক্লোজ করুন।
সবশেসে ডেস্কটপে একবার Refresh করুন। আর দেখুন জাদু।