আপনার সিম টি গ্রামীণফোন ? তাহলে আপনি হয়ে যান আপনার সিমের কাস্টমার ম্যানাজার।


আজ আপনাদের জন্য গ্রামীন ফোনের অনলাইন সার্ভিস নিয়ে একটি টিউন পোস্ট করলাম। আশা করি আপনাদের সবার ভাল লাগবে। তাহলে দেরী না করে আপনার গ্রামীন ফোন সিমের সব তথ্য জেনে নিন অনলাইনে।
দেখে নিন কি কি তথ্য পাবেন গ্রামীনফোন Online Service টি তে।
১। আপনার সিমের সর্ব শেষ ৫০টি কল লিষ্ট দেখতে পারবেন (আওউগোয়িং এবং ইনকামিং)
২। আপনার সিমের বর্তমান ব্যলেন্স দেখতে পারবেন এবং সর্বশেষ কত টাকা রিচার্য করেছেন তাও দেখতে পারবেন।
৩। গত তিন মাসের মধ্যে আপনার সিমে কত টাকা ফ্লেক্সি ঢুকিয়েছেন তারিখ সহ দেখতে পারবেন।
৪। আপনার FnF নাম্বার দেখতে পারবেন।
৫। আপনার সিমটি কোন প্যাকেজে আছে দেখতে পারবেন।
৬। আপনার সিমটির প্যাকেজ পরিবর্তন করতে পারবেন।
৭। FnF নাম্বার চেইঞ্জ করতে পারবেন।
৮। ইন্টারনেট প্যাকেজ কিনতে পারবেন।
৯। মিস কল এলার্ট একটিভ/ডিএকটিভ করতে পারবেন।
১০। সিমটি মাইগ্রেশন করতে পারবেন (প্রিপেইড এর ক্ষেত্রে)।
আরো বহু সার্ভিস আছে যা আপনি নিজেই পারবেন এবং ভবিষ্যতে আরো নতুন নতুন সার্ভিস এড হচ্ছে।
তাহলে দেখে নিন কি ভাবে কি করতে হবে।
প্রথমে আপনাকে নিচের লিংক এ যেয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।
https://webserv.grameenphone.com/ecare/faces/Logout.jsp
তার পর
নিচের মত একটি পেইজ আসবে Registar Now এ ক্লিক করুন।