বেশ কয়েক দিন যাবত ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে, বেশ ঝামেলা পোহাতে হয়েছে। একবার এই ব্রাউজার তো আর একবার ঐ ব্রাউজার। ঝামেলা মিটলোনা। বিভিন্ন গ্রুপ আর পেজে পোস্ট আপডেট করতে গিয়ে দেখি ছবি ডাউনলোড ও আপলোড এ বেশ বেগ পেতে হচ্ছে। আমি একসাথে কয়েকটি নেট উইন্ডো চালু করে রাখি। বুঝতেই পারছেন দারুন সমস্যায় পড়েছিলাম। এই সময় হাতের কাছে পেয়ে গেলামflock নামের ব্রাউজারটি। দ্বিধা দ্বন্দের মধ্যে ইন্সটল করলাম। তাজ্জব ব্যাপার!!!! অন্য যে কোন ব্রাউজার এর থেকে বেশ ভাল গতি পেলাম। দেখতেও বেশ চমৎকার। আমি আর যে সমস্ত ব্রাউজার আছে, তাদের বদনাম করছিনা। তবে ব্যবহারিক প্রণালীতে বেশ বুঝে গেলাম, এটি সবার জন্য ব্যবহার উপযোগী একটি ব্রাউজার। তাই দেরী না করে সবাইকে জানানোর জন্য লিখতে বসে গেলাম। এরই মধ্যে হয়তো অনেকে এর প্রয়োগ সম্পন্ন করেছেন, যারা করেননি তাদের জন্য শেয়ার করা। আমি এখানে দুইটি flock ব্রাউজার এর ভার্সন শেয়ার করবো। আপনারা এতে হোম পেজে পাবেন- ফেসবুক, টুইটার, ইউ টিউব, ফ্লিকার সহ জিমেইল ও ইয়াহুতে সরাসরি প্রবেশের অপশন। তাছাড়া আরও অনেক কিছু প্রয়োজনীয় অপশন। ইন্সটল করে রাখুন। প্রয়োজনে এর ব্যবহার করুন।
আপনাদের জন্য flock এর দুইটি ভার্সন ডাউনলোড করার জন্য লিংক দেয়া হল। আশাকরি আপনাদের কাজে লাগবে।
ডাউনলোড করুন flock-2.5.6.en-US.win32.exe এখান থেকে মাত্র ১২.৭ মেগাবাইট