আমরা সবাই মোবাইল ব্যবহার করে থাকি তা সত্য। তবে আমরা সাধারণত যাদের কম্পিউটার আছে তারা মোবাইলে নেট ইউস করি না বললে ভুল হবে। আমরা সবসময় কম্পিউটারের সামনে বা কম্পিউটার নিয়ে তো চলতে পারি না। কিন্তু আমাদের প্রয়োজন সবসময় ইমেল আপডেড প্রয়োজন হয় তাছাড়া ও অন্য অনেক কিছুর আপডেড আমাদের প্রয়োজন হয়। তাই আমরা বেশীর ভাগই মোবাইল ইন্টারনেট ব্যবহারের জন্য ওপেরা মিনির আশ্রয় নিই। অনেক সময় অপেরার উপরও বিরক্ত লাগে, আবার একঘেয়েমিও লাগে। অনেক সময় দেখা যায় অপেরাতে একটা পেজ লোড হতেও অনেক সময় নেয়।আবার দেখা যায় অপেরার কিছু কিছু ভার্সন অনেক মোবাইলে চলে না।
এই সব কথা বিবেচনা করে আজ আমি আপনাদের মোবাইলের জন্য অন্যরকম একটি ব্রাউজারের সাথে পরিচয় করিয়ে দেবো। ব্রাউজারটির নাম QQ browser,
হয়ত অনেকেই এটি ব্যবহার করছেন বা চেনেন। কিন্তু যারা এখনো ব্যবহার করেননি তারা সত্যিই মিস করছেন অনেক কিছু। যারা এখনো ব্যবহার করেননি তাদের জন্যই আমার এই পোস্ট।
এই ব্রাউজারে পারফরমেন্স অপেরার চেয়ে কোন অংশে কম নয়। আমি তো এটাতেই ফেসবুক ইউজ করেই মজা পাই। খুব দ্রুত পেজ লোড হয়। যেকোন টেক্সট কপি করা যায় সহজেই। ফেসবুকের অনেক অপশন অপেরার কিছু কিছু ভার্সনে শো করে না বা কাজ করে না। কিন্তু এটাতে ফেসবুকের সব কিছুই ইজি ব্যবহার করা যায়।
ব্রাইউজারের কিছু সুবিধাবলী জেনে নিন।
* Added Download Manager to rapidly increase your download success rate.
* Added Independent Input function. Now your input history will be safely stored in the system.
* Added Confirmation Exit Message. Your current page will be saved for next viewing after you exit QQ Browser.
* Added fun splash screens to celebrate the holidays with you!
* Optimized login process and upgraded homepage
DOWNLOAD QQ BROWSER FOR UR MOBILE
এই সব কথা বিবেচনা করে আজ আমি আপনাদের মোবাইলের জন্য অন্যরকম একটি ব্রাউজারের সাথে পরিচয় করিয়ে দেবো। ব্রাউজারটির নাম QQ browser,
হয়ত অনেকেই এটি ব্যবহার করছেন বা চেনেন। কিন্তু যারা এখনো ব্যবহার করেননি তারা সত্যিই মিস করছেন অনেক কিছু। যারা এখনো ব্যবহার করেননি তাদের জন্যই আমার এই পোস্ট।
এই ব্রাউজারে পারফরমেন্স অপেরার চেয়ে কোন অংশে কম নয়। আমি তো এটাতেই ফেসবুক ইউজ করেই মজা পাই। খুব দ্রুত পেজ লোড হয়। যেকোন টেক্সট কপি করা যায় সহজেই। ফেসবুকের অনেক অপশন অপেরার কিছু কিছু ভার্সনে শো করে না বা কাজ করে না। কিন্তু এটাতে ফেসবুকের সব কিছুই ইজি ব্যবহার করা যায়।
ব্রাইউজারের কিছু সুবিধাবলী জেনে নিন।
* Added Download Manager to rapidly increase your download success rate.
* Added Independent Input function. Now your input history will be safely stored in the system.
* Added Confirmation Exit Message. Your current page will be saved for next viewing after you exit QQ Browser.
* Added fun splash screens to celebrate the holidays with you!
* Optimized login process and upgraded homepage
DOWNLOAD QQ BROWSER FOR UR MOBILE