নারী আসন পেছনে রাখায়

নারী আসন পেছনে রাখায়


অর্থডক্স ইহুদিদের পরিচালিত একটি বাস সার্ভিসে নারীদের আসন পেছনে রাখায় সেটার রুট পারমিট বাতিলের কথা ভাবছে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ। লিঙ্গ ব্যবধানে বিশ্বাসী এই ইহুদিরা তাদের পরিচালিত বি ১১০ বাসে কোনো নারী যাত্রী সামনের দিকে বসলে সেই আসন ছেড়ে তাকে পেছনে যেতে বাধ্য করে বলে অভিযোগ উঠেছে। নিউইয়র্কের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন মুখপাত্র স্কট গ্যাস্টেল বলেছেন, অভিযোগের ব্যাপারে ওই বাস অ্যাজেন্সির নির্বাহী পরিচালকের কাছে জবাব চাওয়া হয়েছে। তিনি এটাকে বাস পরিচালনার চুক্তির খেলাপ বলে বর্ণনা করেছেন এবং অভিযোগ প্রমাণিত হলে চুক্তি বাতিল হয়ে যেতে পারে বলে জানান। বাস কোম্পানি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। নিউইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটির এক ছাত্র ওই বাসের এক নারী যাত্রীর উদ্ধৃতি দিয়ে এ মর্মে খবর প্রকাশ করে, তাকে সামনের আসন ছেড়ে পেছনে যেতে বাধ্য করা হয়েছিল।